২০২৫-এ সোনার থেকেও বেশি রিটার্ন দিয়েছে এই ৫ স্টক

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বছর শেষ হতে আর কয়েকটা দিন। আজ 25 ডিসেম্বর বড়দিনে যদি পেছনে ফিরে তাকানো যায় তবে দেখা যাবে, 2025 এ শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্যে দিয়েও একাধিক স্টক বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন দিয়েছে। সেই তালিকায় নাম লিখিয়েছে বেশ কিছু পেনি স্টকও। যেগুলির দাম 60 পয়সা থেকে এক লাফে 10 টাকা থেকে 30 টাকা পর্যন্ত বেড়েছে। আসলে অল্প সময়ের মধ্যে যে সব স্টক বিনিয়োগকারীদের মোট রিটার্ন দিয়ে থাকে তাদের পোশাকি নাম মাল্টিব্যাগার স্টক (Multibagger Stock)। আজকের প্রতিবেদনেও রইল তেমনই সেরা 5 স্টক যেগুলি এ বছর সোনার থেকেও বেশি রিটার্ন দিয়েছে ইনভেস্টেদের।

হার মেনেছে সোনা, বিনিয়োগকারীদের কপাল খুলেছে এই 5 স্টক

প্রথম স্টক

2025 এ শেয়ার বাজারের ব্যাপক চাঞ্চল্যকর পরিস্থিতির মধ্যে দিয়েও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে মিডওয়েস্ট গোল্ড স্টকটি। এ বছর ধাপে ধাপে বেড়েছে এই স্টকের দাম। গোটা বছরের হিসেব করলে 2025 এ এই স্টক বিনিয়োগকারীদের 3853% পর্যন্ত রিটার্ন দিয়েছে। বর্তমানে এই স্টকের দাম 4,580 টাকা।

দ্বিতীয় স্টক

চলতি বছর অন্যান্য একাধিক স্টকের মতোই বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে সুমিত ইন্ডাস্ট্রিজের স্টকগুলি। না বললেই নয়, আগে থেকেই বেশ কিছু ব্রোকারেজ ফার্ম এই স্টকে আস্থা রেখেছিল। আর তারপরই হু হু করে বাড়তে থাকে এই স্টকের দাম। বলে রাখি, এ বছর বিনিয়োগকারীদের 3819% রিটার্ন দিয়েছে। বর্তমানে এই স্টকের দাম 30 টাকা 87 পয়সা।

অবশ্যই পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা শক্তি ভারত! ২০২৬-এ বাজেট ছাড়াবে ৩০,০০০ কোটি

তৃতীয় স্টক

2025 এ মাল্টিব্যাগার হয়ে ওঠা স্টকগুলির তালিকায় নাম রয়েছে স্টেলেন্ট সিকিউরিটিজের। বিগতদিনগুলিতে শেয়ার বাজারের ধস সত্ত্বেও বিনিয়োগকারীদের বিপুল রিটার্ন প্রদান করেছে এই স্টক। বলাই বাহুল্য, এই স্টক মাত্র 1 বছরের মধ্যেই ইনভেস্টরদের 1736% রিটার্ন দিয়েছে। এক কথায়, এই স্টকে টাকা রেখে কোটি টাকার মুখ দেখেছেন বহু বিনিয়োগকারী। বর্তমানে এই স্টকের দাম 368 টাকা 20 পয়সা।

চতুর্থ স্টক

ভারতীয় সংস্থা সিন্ধু ভ্যালির স্টকগুলিও এ বছর শেয়ার বাজারে এক প্রকার ঝড় তুলেছে। বিগত দিনে এই স্টকে টাকা রেখে কিছুটা ধাক্কা খেতে হলেও যারা সেই সময়ে ধৈর্য ধরেছিলেন আজকের দিনে তাঁরা বিপুল অর্থের মালিক। এই স্টক চলতি বছরে 1706% রিটার্ন প্রদান করেছে বিনিয়োগকারীদের। এই মুহূর্তে এই স্টকের দাম 297.55 টাকা। বলে রাখি, সিন্ধু ভ্যালির নাম বদলে হয়েছে GHV Infra Projects Ltd।

অবশ্যই পড়ুন: ৫ হাজারেই ফ্লাইটের টিকিট! ২০২৬ এ ভারতীয় বিমান ব্যবস্থায় জুড়ছে নতুন ৩ এয়ারলাইন্স

পঞ্চম স্টক

2025 এ মাল্টিব্যাগার হয়ে ওঠে স্টকগুলির তালিকায় একেবারে প্রথম সারিতে রয়েছে সিনথিকো ফয়েলসের স্টক। সাম্প্রতিককালে এই স্টকটি বিনিয়োগকারীদের রাজা বানিয়েছে। বলে দিই, এ বছরই বিনিয়োগকারীদের 1588% রিটার্ন দিয়েছে। বর্তমানে এই স্টকের দাম 1646 টাকা। বেশ কিছু ব্রোকারেজ ফার্ম বলছে, আগামীতেও এই স্টকের দাম অনেকটাই বাড়তে পারে।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment