সহেলি মিত্র, কলকাতাঃ বৃহস্পতিবার শীতলতম বড়দিনের সাক্ষী থেকেছে বাংলা। দীর্ঘ ৩০ বছর এরকম ঠান্ডার সাক্ষী থাকলেন বাংলার মানুষ। এদিকে আজ শুক্রবার সকালে আরও বেশ খানিকটা পারদ পতন হয়েছে। চারিদিক কুয়াশায় ঢেকে রয়েছে। সেইসঙ্গে হাড় কাঁপানো শীত তো রয়েইছেই। এখানেই কিন্তু শেষ নয়, আগামী কয়েকদিনে আরও পারদ পতনের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া অফিস। আজ আপনারও কি বাড়ি থেকে বেরনোর প্ল্যান রয়েছে বা পিকনিক করবেন বলে ভাবছেন? তাহলে চলুন জেনে নিন সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। জানা গিয়েছে, আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হবে। সকালবেলায় হিম শীতল উত্তরে বাতাস রাতের দিকে কনকনে শীতের সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলার তাপমাত্রা ১০ ডিগ্রির নিচেই থাকবে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, মুর্শিদাবাদ, নদীয়া এবং হাওড়া জেলার সর্বনিম্ন পারদ স্বাভাবিকের থেকে অনেকটা নিচে থাকবে। তাপমাত্রা থাকতে পারে ৭ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। অন্যদিকে কলকাতার তাপমাত্রা ১২ ডিগ্রির মধ্যে থাকবে।
আরও পড়ুন; অরুণাচলকে ভারতের অংশ বলায় চিনে ১৫ ঘণ্টা আটক ভারতীয় ইউটিউবার! মিলল না জল, খাবার
আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, ‘আগামী কয়েকদিনে রাজ্যের কিছু অংশে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। প্রায় এক সপ্তাহ ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে বলে আশা করা হচ্ছে, যদিও ভোরের দিকে জেলাগুলিতে অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সকলকে সতর্কতা অবলম্বন করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে।’
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গেও শীতের দাপটে কাবু হবে মানুষজন। উত্তুরে হাওয়ার প্রভাবে শীত শরীরে কামড় বসাবে। ঘন কুয়াশার দাপট তো থাকবেই। আগামী দু’দিনে তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। দার্জিলিং সহ সংলগ্ন এলাকায় তাপমাত্রা সর্বনিম্ন ৩ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নামবে। আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার, জলপাইগুড়ি জেলায় ব্যাপক ঠান্ডা থাকবে। তাপমাত্রা থাকতে পারে ৯ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।।