বদলানো যাবে Gmail-র নাম! নতুন ফিচার্স আনার পথে গুগল

Gmail ID Name Change

সৌভিক মুখার্জী, কলকাতা: দীর্ঘদিন ধরেই Gmail ব্যবহারকারীদের একটাই অভিযোগ, একবার ইমেইল আইডি বানালে সেটি আর কখনও বদলানো যায় না। সেই পুরনো ইমেইল আইডি সারাজীবন ব্যবহার করতে হয়। কিন্তু এবার সেই নিয়ম বদলাতে চলেছে। কারণ, গুগল অবশেষে ইমেইল আইডি পরিবর্তনের সুবিধা আনছে (Gmail Username Change)। যদিও এখনও পর্যন্ত গুগলের তরফ থেকে আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। কিন্তু একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, গুগলের সাপোর্ট পেজে ‘Change Gmail Address’ নামের একটি নতুন অপশন দেখা যাচ্ছে।

কীভাবে বদলাবে Gmail আইডি?

রিপোর্ট অনুযায়ী, এই নতুন ফিচার চালু হলে ব্যবহারকারীরা বহু বছর আগে তৈরি Gmail ইউজার নেম পরিবর্তন করতে পারবে। অর্থাৎ, ধরুন আপনি 10 থেকে 12 বছর আগে একটি ইমেইল আইডি বানিয়েছিলেন। আর এখন সেটি চাইলে আপডেট করতে পারবেন। এমনকি আপনার পুরনো ইমেইল আইডি বন্ধ হবে না এবং কোনও ইমেইল বা ডেটাও ডিলিট হবে না। পুরনো এবং নতুন দু’টো ইমেইলের মেসেজ একই ইনবক্সেই পৌঁছবে। সবথেকে বড় ব্যাপার, পুরনো জিমেইল আইডি ব্যবহার করেও লগইন করা যাবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুনঃ ৩ ঘন্টায় ক্লিয়ার হবে না চেক, ফের নিয়ম বদলে দিল RBI

রিপোর্টে আরও বলা হয়েছে যে, গুগল সম্ভবত এমন ফিচার্স আনবে, যাতে ব্যবহারকারীর একইসঙ্গে পুরনো এবং নতুন দুটি ইউজার নেম ব্যবহার করতে পারে। ফলে কারোর কাছে পুরনো ইমেইল আইডি থাকলেও যোগাযোগে কোনওরকম সমস্যা হবে না। আর এই সিদ্ধান্ত বিশেষ করে তাদের জন্যই স্বস্তির খবর, যারা পেশাগত কারণে প্রফেশনাল Gmail আইডি ব্যবহার করতে চান।

কী কী নিয়ম থাকতে পারে?

গুগল এই ফিচার্স চালু করলেও কিছু সীমাবদ্ধতা রাখতে পারে বলে জানা যাচ্ছে। যেমন, Gmail আইডি বারবার বদলে যাবে না এবং একবার নতুন ইউজার নেম নেওয়ার হয়তো 12 মাস পর অপেক্ষা করতে হবে আবার পরিবর্তনের জন্য। এমনকি সর্বোচ্চ তিনবার পর্যন্ত Gmail আইডি পরিবর্তনের সুযোগ দেওয়া হবে। আর পুরনো Gmail আইডিকে নতুন ইউজার নেম হিসেবে আবার নেওয়া যাবে না।

আরও পড়ুন: লগ্নজিতা, পল্লব কীর্তনিয়ার পর মধুবন্তী! ‘ধার্মিক গান শুনব না’ বলে মঞ্চে উঠে শাসানি শিল্পীকে

তবে এখনও পর্যন্ত এই নতুন ফিচার্স চালু হওয়ার কোনও রকম নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। কিন্তু রিপোর্ট অনুযায়ী, গুগল ধাপে ধাপে তা চালু করতে পারে। প্রথমে নির্দিষ্ট কিছু দেশ বা অঞ্চলে পরীক্ষামূলকভাবে চালু হবে। আর খুব শীঘ্রই তা সমস্ত দেশে চালু হতে পারে।

Leave a Comment