সৌভিক মুখার্জী, মালদা: বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর সাম্প্রতিক হামলার প্রতিবাদে এবার কড়া পদক্ষেপ নিয়েছে সীমান্তবর্তী জেলা মালদার হোটেল ব্যবসায়ীরা (Malda Hotel Ban)। হ্যাঁ, হোটেল মালিক সমিতির পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত কোনও বাংলাদেশী নাগরিককে আর হোটেলে থাকার সুযোগ দেওয়া হবে না। আর এই সিদ্ধান্তের জেরে দুই দেশের সম্পর্কে আরও টানাপড়েন সৃষ্টি হয়েছে।
কেন নেওয়া হল এই সিদ্ধান্ত?
আসলে মালদা জেলা দীর্ঘদিন ধরেই বাংলাদেশ থেকে আসা রোগী, পড়ুয়া বা পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ কেন্দ্র। কারণ, চিকিৎসা থেকে শুরু করে শিক্ষার ভিসায় আসা বহু বাংলাদেশী নাগরিক এতদিন এই জেলার বিভিন্ন হোটেলে থাকতেন। কিন্তু বর্তমান পরিস্থিতির চাপে পড়ে সেই ব্যবস্থা বন্ধ করা হয়েছে। এ বিষয়ে মালদা হোটেল মালিক সমিতির সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী জানিয়েছেন, বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, সংখ্যালঘুদের উপর হামলা এবং বিচার প্রক্রিয়া বন্ধ থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। নিরাপত্তার দিক মাথায় রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তা বহাল থাকবে।
আরও পড়ুন: বদলানো যাবে Gmail-র নাম! নতুন ফিচার্স আনার পথে গুগল
এদিকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির উপর নজর রেখে সীমান্তেও করা পদক্ষেপ নেওয়া হয়েছে। হ্যাঁ, আন্তর্জাতিক সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফ। পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রুখার জন্য টহলদারি এবং নজরদারি বাড়ানো হয়েছে। এমনকি সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদেরকে সতর্ক থাকতে বলা হয়েছে।
উল্লেখ্য, হোটেল মালিকদের এই সিদ্ধান্তকে সমর্থন করেছে বিজেপির একাংশ। এ বিষয়ে বিজেপি নেতা গৌড়চন্দ্র মন্ডল বলেছেন, সীমান্ত পেড়িয়ে আসা বিদেশিদের জন্য হোটেলে থাকার ব্যবস্থা বন্ধ হওয়া উচিত। নিরাপত্তার সঙ্গে কোনও রকম আপস করা চলবে না। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র আশিষ কুন্ডু বলেছেন, হোটেল মালিকরা তাঁদের মত প্রকাশ করতেই পারে না। কিন্তু বিদেশী নাগরিক, ভিসা এবং আন্তর্জাতিক সম্পর্ক কেন্দ্র সরকারের হাতেই। রাজ্য সরকার সেই নীতির বাইরে যেতে পারবে না।
আরও পড়ুন: লগ্নজিতা, পল্লব কীর্তনিয়ার পর মধুবন্তী! ‘ধার্মিক গান শুনব না’ বলে মঞ্চে উঠে শাসানি শিল্পীকে
শিলিগুড়িতেও বাংলাদেশীদের জন্য বন্ধ হোটেল
এদিকে শিলিগুড়ি হোটেল ওয়েলফার অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ বলেছেন, গত বছর বাংলাদেশে শুরু হওয়া পরিস্থিতি বিবেচনা করে আমরা শিলিগুড়ির কোনও হোটেলে বাংলাদেশের পর্যটকদের থাকার জায়গা দেব না বলেই সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু পরে মানবিক কারণে মেডিকেল এবং স্টুডেন্ট ভিসা থাকা পর্যটকদের হোটেলগুলোতে থাকার ব্যবস্থা করে দিই। কিন্তু বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, শিলিগুড়ি করিডর ও উত্তর-পূর্ব ভারতের সাত রাজ্য সম্পর্কে সেখানকার নেতাদের মন্তব্যের জেরে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, এবার থেকে মেডিকেল ভিসায় আসা কোনও বাংলাদেশী নাগরিককে শিলিগুড়িতে থাকার জায়গা দেব না।
#WATCH | Siliguri, West Bengal | Joint Secretary of the Greater Siliguri Hoteliers Welfare Association, Ujjal Ghosh says, “Considering the situation in Bangladesh that started last year, we made a decision that we would not give accommodation to any Bangladeshi tourist in any… pic.twitter.com/P1UrBkzb9x
— ANI (@ANI) December 25, 2025