শিক্ষকদের রামধাক্কা দিল রাজ্য সরকার! বড় সিদ্ধান্ত স্কুলশিক্ষা দফতরের

Teacher Transfer

সহেলি মিত্র, কলকাতা: নতুন বছর শুরু হওয়ার আগে বিরাট ধাক্কা খেলেন বাংলার শিক্ষকরা। জানা গিয়েছে,  রাজ্য স্কুল শিক্ষা বিভাগ উৎসশ্রী পোর্টালের মাধ্যমে অনলাইন শিক্ষক বদলির (Teacher Transfer) স্থগিতাদেশের মেয়াদ ৩০ জুন, ২০২৬ পর্যন্ত বাড়িয়েছে, একই সাথে যদিও মিউচুয়াল বদলির নিয়ম আপাতত বহাল রেখেছে।

শিক্ষকদের বিরাট ধাক্কা দিল সরকার

গত ২৩শে ডিসেম্বর এলিমেন্টারি ব্রাঞ্চ থেকে এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও বিজ্ঞপ্তিটি প্রাথমিক শিক্ষা বিভাগ থেকে জারি করা হয়েছে, তবুও এটি রাজ্যের প্রাথমিক এবং মাধ্যমিক উভয় স্তরের শিক্ষক-শিক্ষিকাদের জন্যই সমানভাবে প্রযোজ্য। দীর্ঘদিন ধরে সাধারণ বদলি বা জেনারেল ট্রান্সফার নিয়ে শিক্ষকদের মধ্যে যে প্রতীক্ষা ছিল, এই নতুন নির্দেশিকার মাধ্যমে তা আরও দীর্ঘায়িত হলো। উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের জন্যও একই রকম নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে বলে আশা করা হচ্ছে। ২০২১ সালের আগস্টে চালু হওয়া ‘উৎসশ্রী পোর্টাল’ – শিক্ষক বদলির জন্য রাজ্যের অনলাইন প্ল্যাটফর্ম – ২০২২ সালের সেপ্টেম্বর থেকে অকার্যকর রয়েছে।

আরও পড়ুনঃ ৩ ঘন্টায় ক্লিয়ার হবে না চেক, ফের নিয়ম বদলে দিল RBI

কী বলছে শিক্ষক সংগঠনগুলি?

প্রাথমিকভাবে ছয় মাসের জন্য আরোপিত এই স্থগিতাদেশ বারবার বাড়ানো হয়েছে। আগের মেয়াদটি ৩১ ডিসেম্বর, ২০২৫ পর্যন্ত বৈধ ছিল। তবে শিক্ষক সংগঠনগুলির অভিযোগ, পারস্পরিক বদলির ক্ষেত্রে এই ছাড় কেবল কাগজে-কলমেই বিদ্যমান। তাদের দাবি, এই বছরের শুরুতে অব্যাহতি ঘোষণার পর থেকে কোনও পারস্পরিক বদলির আবেদন প্রক্রিয়া করা হয়নি। “শুধুমাত্র সাধারণ বদলি স্থগিত রাখা হয়েছে, পারস্পরিক বদলি বাদ দেওয়া হয়েছে। কিন্তু বছরের শুরু থেকে আশ্বাস সত্ত্বেও, পারস্পরিক বদলি প্রক্রিয়া আসলে শুরু হয়নি,” জানিয়েছেন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী।

আরও পড়ুনঃ হিন্দুদের উপর নির্মম অত্যাচার! মালদা, শিলিগুড়ির হোটেলে নিষিদ্ধ বাংলাদেশের নাগরিকরা

চলতি বছরের অক্টোবর মাসে অল পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন বিভাগের কর্মকর্তাদের কাছে চিঠি লিখে পারস্পরিক বদলি সংক্রান্ত মুলতুবি সুপারিশ এবং আদেশগুলি অনুমোদনের জন্য অনুরোধ করে। সর্বশেষ নিয়মের পর, অ্যাসোসিয়েশনের সচিব চন্দন গড়াই বলেন, কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে বিভাগটি এই মুহূর্তে বদলি পুনরায় চালু করার পক্ষে নয়।

Leave a Comment