বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র

Parno Mittra joins TMC

বিক্রম ব্যানার্জী, কলকাতা: টলি দুনিয়ায় দল বদলের হাওয়া! রাজনীতির মোড়কে থেকেই এবার বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বাংলা সিনে ইন্ডাস্ট্রির চেনা মুখ অভিনেত্রী পার্ণো মিত্র (Parno Mittra)। বেশ কয়েকটি বিশ্বস্ত সূত্র মারফত খবর, গত বিধানসভা নির্বাচনে বরানগর কেন্দ্র থেকে পদ্মফুল শিবিরের হয়ে দাঁড়ানো অভিনেত্রী নাকি নিজেই ঘাসফুল শিবিরে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আর তারপরেই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন তিনি।

কেন বিজেপি ছাড়লেন অভিনেত্রী?

বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আচমকা টলি অভিনেত্রীর বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার ঘটনায় তোলপাড় হয়ে যাচ্ছে রাজ্য রাজনীতি! আগেই এক বিশিষ্ট রাজনীতিবিদ জানিয়ে দিয়েছিলেন, শুক্রবারই তৃণমূল ভবনে মন্ত্রী চন্দ্রিমার হাত ধরে ঘাসফুল শিবিরে পা রাখবেন অভিনেত্রী পার্ণো। বেলা গড়াতেই সেটাই হলো। সমস্ত জল্পনা কল্পনাকে বাস্তব রূপ দিয়ে তৃণমূলে পাকাপাকিভাবে ঢুকে পড়লেন বঙ্গ অভিনেত্রী।

অবশ্যই পড়ুন: ক্ষমতায় এলে মহিলাদের মাসে ১৫,০০০ টাকা! মুর্শিদাবাদে তৃণমূল ছেড়ে মিমে যোগদানের হিড়িক

আর এখানেই প্রশ্ন থেকে যায়, কেন হঠাৎ বিজেপি ছিড়ে তৃণমূলে যোগ দিলেন পার্ণো? তাহলে কি গেরুয়া শিবিরে মোহভঙ্গ? এ নিয়ে অবশ্য এখনও পর্যন্ত খোলাখুলি ভাবে কিছুই জানাননি অভিনেত্রী। তবে ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, এর আগে বেশ কয়েকবার বিজেপির বিরুদ্ধে অসন্তোষ উগরে দিয়েছিলেন তিনি। কয়েকটি সূত্র এও বলছে, শেষ পর্যন্ত বিজেপিতে একপ্রকার দম বন্ধ হয়ে আসছিল তাঁর। মূলত সে কারণেই তৃণমূলে যোগ দেওয়া।

অবশ্যই পড়ুন: দেশজুড়ে ধর্মঘটের ঘোষণা গিগ কর্মীদের! মিলবে না ডেলিভারি

উল্লেখ্য, 2019 এর লোকসভা নির্বাচনের আগেই বিজেপিতে যোগ দিয়েছিলেন বাংলা টলিউড দুনিয়ার এক ঝাঁক তারকা। সেই তালিকায় নাম লেখান পার্ণো মিত্রও। পরবর্তীতে, 2021 এর বিধানসভা নির্বাচনে পদ্মফুল চিহ্নে বরানগর কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী তাপস রায়ের বিরুদ্ধে বিজেপির হয়ে ভোটে লড়েছিলেন তিনি। তবে সেবার তাপসের বিরুদ্ধে পদ্ম ফোটাতে ব্যর্থ হয়েছিলেন অভিনেত্রী। মজার বিষয়, 2021 বিধানসভা নির্বাচনে যে তৃণমূল প্রার্থীর বিরুদ্ধে বরানগর কেন্দ্র থেকে লড়েছিলেন অভিনেত্রী পার্ণো মিত্র, সেই তাপস রায়ই আজ গেরুয়া শিবিরে।

Leave a Comment