পরশুরাম, পরিণীতার টক্করে জমল TRP-র খেলা, সেরা কে? দেখুন টিআরপি তালিকা

TRP List

সহেলি মিত্র, কলকাতাঃ একদিন পরে হলেও অবশেষে প্রকাশ্যে এল চলতি সপ্তাহের টিআরপি তালিকা (TRP List)। আর এই তালিকা প্রকাশ পেতেই প্রতি সপ্তাহের মতো চলতি সপ্তাহেও চমকে গেলেন বাঙালি দর্শক। যদিও এই চমক এক প্রকার দ্বিগুণ হয়েছে। হ্যাঁ ঠিকই আন্দাজ করেছেন। এই সপ্তাহে যুগ্ম বেঙ্গল টপারের নাম সামনে এসেছে। একটি হল স্টার জলসা অপরটি হল জি বাংলার। আপনিও কি জানতে ইচ্ছুক কোন দুটি মেগা এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

চলতি সপ্তাহের বেঙ্গল টপার হল কোন মেগা?

এমনিতে বছর শেষে একদিকে যখন কিছু সিরিয়ালের পথচলা শেষ হচ্ছে, তো অপরদিকে বেশ কিছু নতুন মেগার আগমন ঘটছে। সেইসঙ্গে দেখা দিচ্ছে কিছু নতুন মুখেরও। এগুলি কিছু মানুষ পছন্দ করছেন তো আবার অপছন্দও করছেন বটে। যাইহোক, দর্শকের পছন্দ ও অপছন্দের প্রভাব কিন্তু প্রতি সপ্তাহে এই টিআরপি তালিকাতে পড়ে। কোন সিরিয়াল বা শো কাকে টেক্কা দিয়ে এগিয়ে গেল তা জানার জন্য রীতিমতো মুখিয়ে থাকেন সকলে। এবারেও তাই হল। আপনি কি জানতে ইচ্ছুক এই সপ্তাহে কোন সিরিয়াল বেঙ্গল টপার হয়েছে? তাহলে জানিয়ে রাখি, এই সপ্তাহে সেরার তকমা ছিনিয়ে নিল স্টার জলসা ও জি বাংলার পরশুরাম এবং পরিণীতা। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

আরও পড়ুনঃ আজ থেকে ভাড়া বাড়ল ট্রেনের, পুরনো টিকিটেও দিতে হবে বেশি টাকা? জানুন

জানা গিয়েছে, চলতি সপ্তাহে এই দুটি মেগারই ঝুলিতে পড়েছে ৭.১ রেটিংস। পরিণীতা বেশ কিছুদিন পর নিজের জায়গায় স্বমহিমায় ফিরে এল সেটা বলাই বাহুল্য। এছাড়াও ভালো ফল করেছে জলসার অপর এক জনপ্রিয় ধারাবাহিক রাঙামতি তীরন্দাজ। চলতি সপ্তাহে এই মেগার ঝুলিতে এসেছে ৭.০ রেটিংস। চলুন বাকিটা জেনে নেওয়া যাক ঝটপট।

এক নজরে সেরা ১০ মেগার তালিকা

  • প্রথম- পরশুরাম, পরিণীতা 7.1
  • দ্বিতীয়- রাঙামতি তীরন্দাজ 7.0
  • তৃতীয়- তারে ধরি ধরি মনে করি 6.8
  • চতুর্থ- প্রফেসর বিদ্যা ব্যানার্জি, ও মোর দরদিয়া 6.7
  • পঞ্চম- লক্ষ্মী ঝাঁপি 6.0
  • ষষ্ঠ- আমাদের দাদামণি, চিরসখা, জোয়ার ভাঁটা 5.8
  • সপ্তম- বেশ করেছি প্রেম করেছি 5.7
  • অষ্টম- চিরদিনই তুমি যে আমার 5.6
  • নবম- কম্পাস 5.4
  • দশম- তুই আমার হিরো 4.7

Leave a Comment