বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিজয় হাজারের প্রথম দিন যে রোহিত শর্মাকে বল করতে ভয় পাচ্ছিলেন বোলাররা। মুম্বইয়ের হয়ে দ্বিতীয় ম্যাচে সেই ভারতীয় মহাতারকাই গোল্ডেন ডাক পেলেন। বুক ভরা আত্মবিশ্বাস নিয়ে ব্যাট করতে নেমেই প্রথম বলেই উইকেট হারালেন হিটম্যান। আর এই কাজ যিনি করলেন সেই দেবেন্দ্র সিং বোরা (Devendra Singh Bora) এখন সংবাদ শিরোনামে। রোহিত শর্মার মতো ভারতের স্টার ক্রিকেটারকে প্রথম বলে আউট করে নিজের ক্রিকেট জীবন একেবারে সার্থক করে নিয়েছেন এই ভারতীয় অনামি বোলার।
অনামি দেবেন্দ্রর প্রথম বলেই উইকেট দিতে বাধ্য হলেন রোহিত
শুক্রবার, বিজয় হাজারের মঞ্চে উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমেছিল মুম্বই। সেই সূত্রেই ওপেনার হিসেবে মাঠে নেমেছিলেন রোহিত শর্মা। তবে অবাক করা বিষয়, রোহিতকে প্রথম বলেই মাঠ ছাড়া করলেন ভারতের অনামি ক্রিকেটার দেবেন্দ্র। এদিন এই ভারতীয় বোলারের ডেলিভারি একদম ঠিক জায়গায় পিচ করায় রোহিত ব্যাট চালালেও বল চলে যায় ফিল্ডারের হাতে। আসলে ব্যাটে খোঁচা লাগায় আউট হয়ে যান রোহিত শর্মা।
রোহিতকে প্রথম বলে আউট করা কে এই দেবেন্দ্র সিং বোরা?
ভারতীয় ক্রিকেট দলের অন্যতম শক্তিশালী ব্যাটসম্যান রোহিত শর্মাকে প্রথম বলে আউট করা মোটেই মুখের কথা নয়। তবে সেটাই করে দেখিয়েছেন উত্তরাখণ্ডের বোলার। যদিও এটি তার পঞ্চম উইকেট। বলাই বাহুল্য, লিস্ট এ ক্রিকেটে আজকের ম্যাচ নিয়ে মোট 3টি ম্যাচ খেলেছেন এই ভারতীয় ক্রিকেটার।
অবশ্যই পড়ুন: বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন অভিনেত্রী পার্ণো মিত্র
এখনও পর্যন্ত দেবেন্দ্রর বোলিং গড় 19.5। আজকের ম্যাচে বোরা যে পারফরমেন্স দেখালেন তা মনে থাকবে বহুদিন। এদিন 10 ওভার বল করে তিন উইকেট তুলেছেন বোরা। এর আগের ম্যাচে হিমাচল প্রদেশের বিরুদ্ধে 44 রান দিয়ে 4টি উইকেট ভেঙেছিলেন এই ভারতীয় বোলার। লাল বলের ক্রিকেটেও পর্যাপ্ত অভিজ্ঞতা রয়েছে তাঁর। বলে রাখি, প্রথম শ্রেণীর ক্রিকেটে আজ পর্যন্ত 30টি উইকেট ভেঙেছেন এই ভারতীয় অনামি।
অবশ্যই পড়ুন: ‘পাকিস্তান একটা গণতন্ত্রহীন দেশ, ওদের পরমাণু বিশ্বের জন্য হুমকি!’ পুতিন
না বললেই নয়, এর আগে উত্তরাখন্ড প্রিমিয়ার লিগেও নিজের ক্ষমতা দেখিয়েছিলেন বোরা। সেই আসরে দেরাদুন ওয়ারিয়ার্সের হয়ে খেলতে নেমে মোট 6 ম্যাচে অংশ নিয়ে 10টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নিয়েছিলেন এই ভারতীয়। বলা চলে, প্রায় প্রত্যেকটা ম্যাচেই দলের জন্য পাথর ভেঙেছেন এই খেলোয়াড়। বর্তমানে জাতীয় স্তরের ঘরোয়া ক্রিকেটে ধীরে ধীরে নিজের জায়গাটা শক্ত করছেন রোহিত শর্মাকে প্রথম বলে আউট করা খেলোয়াড়। কে বলতে পারে এই ঘটনাই বছর 25 এর বোরার কেরিয়ারের টার্নিং পয়েন্ট হয়ে যাবে না!