সৌভিক মুখার্জী, কলকাতা: বাড়ছে চিন্তা! বিজ্ঞানীরা জানালেন, তিব্বতের নিচে টেকটোনিক প্লেট (Indian Tectonic Plate) নাকি ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। এমনকি শুধু তাই নয়, এই প্লেট একটানা ইউরেশিয়ান প্লেটের নিচের দিকে ঢুকে যাচ্ছে। আর গভীর ভূগর্ভে ভারতীয় প্লেট দু’ভাগে বিভক্ত হয়ে যাচ্ছে! 2023 সালে আমেরিকান জিও ফিজিক্যাল ইউনিয়ন সম্মেলনে এই গবেষণাই তুলে ধরা হয়েছিল। তাহলে ভবিষ্যতে কী অপেক্ষা করছে?
কীভাবে ভাঙছে ভারতীয় পাত?
এতদিন পর্যন্ত বিজ্ঞানরা জানাতেন, ভারতীয় টেকটোনিক প্লেট ইউরেশিয়ান প্লেটের সঙ্গে ধাক্কা খেয়ে ধীরে ধীরে তা নিচের দিকে ঢুকে যাচ্ছে। আর এই সংঘর্ষের ফলেই হিমালয় এবং তিব্বত মালভূমি সৃষ্টি হয়েছে। তবে নতুন গবেষণা অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতীয় প্লেটের নিচের ভারী অংশটি ধীরে ধীরে মূল প্লেটের থেকে আলাদা হয়ে পৃথিবীর গভীর ম্যান্টলের দিকে ডুবে যাচ্ছে। আর এই প্রক্রিয়াকে ডেলামিনেশন বলা হচ্ছে। অন্যদিকে প্লেটের উপরের হালকা অংশটি এখন উত্তর দিকে এগিয়ে যাচ্ছে। আর এই অপ্রত্যাশিত আচরণ ভূবিজ্ঞানীদের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
আরও পড়ুন: জুহিদের কাছে থেকে KKR-র অতিরিক্ত শেয়ারও কিনে নিচ্ছেন শাহরুখ খান!
আসলে প্রায় ছয় কোটি বছর আগে ভারতীয় এবং ইউরেশিয়ান পাতের সংঘর্ষ শুরু হয়েছিল। আর সেই ধাক্কাতেই বিশ্বের সর্বোচ্চ পর্বতমালা হিমালয়ের জন্ম হয়। তবে নতুন গবেষণা অনুযায়ী জানা যাচ্ছে, ভারতীয় প্লেটের ভিতরে এই ভাঙন হিমালয়ের উচ্চতা বৃদ্ধির সবথেকে বড় কারণ। এদিকে প্লেটের নিচের অংশ ডুবে যাওয়ার কারণে উপরের অংশে প্রচণ্ড চাপ তৈরি হয়েছে। এই চাপের ফলেই ভূত্বক ভাঁজ হয়ে উপরের দিকে উঠে তিব্বতের নিচে গভীর ফাটল সৃষ্টি হয়েছে।
গবেষকরা তিব্বতের দক্ষিণ অঞ্চলে বসানো মোট 94টি সিসমিক পর্যবেক্ষণ কেন্দ্রে তথ্য বিশ্লেষণ করেছেন আর ভূমিকম্পের সময় তৈরি হওয়া পি এবং এস ওয়েভ বিশ্লেষণ করে তাঁরা পৃথিবীর অনেক গভীর পর্যন্ত প্লেটের গঠন দেখতে পেয়েছেন। আর এই তথ্য থেকে ধরা পড়ছে যে, ভূগর্ভের একাধিক স্তরে ফাটল রয়েছে। পাশাপাশি বহু কিলোমিটার গভীরে ছড়িয়ে থাকা ফল্ট লাইন আর বিভিন্ন অঞ্চলে চাপের চিহ্নও বিরাজমান। সেই কারণে তিব্বত এবং হিমালয় অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প এবং কোথাও কোথাও দ্রুত ভূমি উঁচু হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে।
আরও পড়ুন: পরশুরাম, পরিণীতার টক্করে জমল TRP-র খেলা, সেরা কে? দেখুন টিআরপি তালিকা
ভবিষ্যতে কী অপেক্ষা করছে তাহলে?
বিজ্ঞানীরা আশঙ্কা করছে, এটি ভবিষ্যতের জন্য বড়সড় বিপদের সতর্কবার্তা। কারণ, গবেষকদের মতে, ভারতীয় প্লেটের নিচের অংশ যত বেশি ডুববে, তত ফল্ট লাইনে চাপ বাড়বে। আর এর ফলে ভবিষ্যতে বড়সড় ভূমিকম্পের ঝুঁকিও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছে, হিমালয় অঞ্চল ভূমিকম্পপ্রবণ হওয়ার কারণে এই নতুন তথ্য আগাম সর্তকতা এবং পরিকল্পনার ক্ষেত্রে কাজে লাগবে। এদিকে বিজ্ঞানীদের ধারণা, ভারতীয় প্লেটের মতো ডেলোমিনেশন প্রক্রিয়া বিশ্বের অন্যান্য পর্বতমালাতেও ঘটতে পারে। যেমন আন্দিজ, রকি মাউন্টেন। এখন দেখার ভবিষ্যতে কী হয়।