বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও ঢের দেরি। আর তার আগেই বিজয় হাজারে ট্রফিতে খেলতে গিয়ে কলকাতা নাইট রাইডার্স দলের দুশ্চিন্তা বাড়ালেন তারকা ক্রিকেটার অঙ্গকৃষ রঘুবংশী (KKR Player Hospitalized)। জানা গিয়েছে, শুক্রবার জয়পুরে ম্যাচ চলাকালীন আচমকা মাথায় গুরুতর চোট পান নাইট তারকা। আর তারপরই তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। বর্তমানে জয়পুরেরই এক হাসপাতালে চিকিৎসাধীন KKR স্টার। শীঘ্রই সিটি স্ক্যান করানো হবে তাঁর।
কীভাবে চোট পেলেন অঙ্গকৃষ?
শুক্রবার, বিজয় হাজারের মুম্বই বনাম উত্তরাখন্ড ম্যাচ চলাকালীন ঘটে দুর্ঘটনা। এদিন ম্যাচের 30 তম ওভারে সৌরভ রাওয়াতের ক্যাচ ধরতে ছুটে গিয়েছিলেন অঙ্গকৃষ। ঠিক সেই সময়ে হঠাৎ মাটিতে আছাড় খেয়ে পড়েন তিনি। ধাক্কা লাগে মাথায়। আর তারপরই যন্ত্রণায় একেবারে ছটফট করতে শুরু করেন মুম্বই দলের ওপেনার। কিছুক্ষণের মধ্যেই তাঁকে মাঠ থেকে বের করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, হাসপাতালে যাওয়ার আগে পর্যন্ত ঘাড় একেবারে নাড়াতেই পারছিলেন না খেলোয়াড়।
অবশ্যই পড়ুন: হঠাৎ কাশ্মীর সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, মোতায়েন ড্রোন বিধ্বংসী ইউনিট! উদ্দেশ্য কী?
আপাতত যা খবর, এই মুহূর্তে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন KKR প্লেয়ার। খুব শীঘ্রই সিটি স্ক্যান করানো হবে অঙ্গকৃষের মাথায়। আর সেটা হলেই চিকিৎসকরা বুঝতে পারবেন ঠিক কী সমস্যা হয়েছে। যদিও তার আগেই নাইট তারকা মাথায় চোট পাওয়ায় চিন্তা বেড়েছে কলকাতা নাইট রাইডার্স ভক্তদের। অনেকেরই প্রশ্ন, এমন চোট নিয়ে আদৌ IPL খেলতে পারবেন তিনি? যদিও ভেবে দেখতে গেলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে এখনও অনেকটাই দেরি। কাজেই তার আগেই সুস্থ হয়ে উঠবেন KKR তরিকা। আপাতত এমনটাই আশা ওয়াকিবহাল মহলের।
Rohit Sharma’s team opener, Angkrish Raghuvanshi, got injured and was referred to the hospital in an emergency. He was taken off the field on a stretcher.
Hope for everything will be good
pic.twitter.com/ADBkrRHk2V
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) December 26, 2025
অবশ্যই পড়ুন: অনুশীলনের পর্যাপ্ত বল না পেয়ে রেগে মাঠ ছাড়লেন দুই কোচ, BPL-এ চূড়ান্ত নাটক!
উল্লেখ্য, শুক্রবার, উত্তরাখণ্ডের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 11 রানে আউট হন অঙ্গকৃষ। অন্যদিকে তাঁর সঙ্গে জুটি বাঁধতে নেমে প্রথম বলেই শূন্যতে আউট হয়ে মাঠ ছাড়েন রোহিত শর্মা। তবে দুই ব্যাটারের ব্যর্থতা সত্ত্বেও নির্ধারিত 50 ওভারে প্রতিপক্ষকে 332 রানের বড় লক্ষ্য দিয়েছিল মুম্বই। পরবর্তীতে সেই রান তাড়া করতে নেমে 50 ওভারে 280 এর বেশি তুলতে পারেনি উত্তরাখণ্ড। তাতে 51 রানে জিতে যায় রোহিতদের দল।
