বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যজুড়ে নারী নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে বলে অভিযোগ করে আসছে বিরোধী শিবির। সেই অভিযোগ অবশ্য উড়িয়ে দিয়ে বারবার অতীতের বলা ভালো বাম জমানার প্রসঙ্গ টেনে আনেন শাসক দলের নেতা-মন্ত্রীরা। তবে এবার রাজ্যে নারী নির্যাতন নিয়ে ঠিক বিপরীত পথে হাঁটলেন মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী (Biplab Roy Chowdhury)। তাঁর কথায়, রাজ্যে বেড়ে চলা নারী নির্যাতনের দায় নিতে হবে প্রশাসনকেই।
রাজ্যে নারী নির্যাতন নিয়ে মুখ খুললেন মৎস্যমন্ত্রী
রামনগর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজিত নন্দিনী মেলার এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী বিপ্লব রায়চৌধুরী। সেখানেই তাঁর সাথে একই মঞ্চে উপস্থিত ছিলেন এলাকার স্থানীয় বিধায়ক অখিল গিরি থেকে শুরু করে তৃণমূল নেতা নিতাই সার, হাবিবুর রহমান সহ অন্যান্য দলীয় নেতাকর্মীরা। সেখানেই একেবারে মঞ্চে দাঁড়িয়ে খোলাখুলি বক্তব্য রাখছিলেন বিপ্লব বাবু।
অবশ্যই পড়ুন: হঠাৎ কাশ্মীর সীমান্তে সেনা বাড়াচ্ছে পাকিস্তান, মোতায়েন ড্রোন বিধ্বংসী ইউনিট! উদ্দেশ্য কী?
এমন সময়ে নিজের সীমিত সময়ের বক্তব্যে সাম্প্রতিক অতীতে ঘটে চলা নারী নির্যাতনের প্রসঙ্গে কথা বলতে গিয়ে মৎস্যমন্ত্রী একেবারে খোলাখুলি বলেন, “আজকাল সকালে খবরের কাগজ খুলতে ভয় হয়। আজকে হয়তো কোনও মেয়ের উপর নির্যাতন হয়েছে, তার খবর হয়তো বেরোবে। এসব দেখলে সত্যিই লজ্জা হয়। এখন আর লজ্জা করে লাভও নেই। এর জন্য আরও বেশি করে মেয়েদের এগিয়ে দিতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা চেষ্টা করছেন। তবে সকলে এগোচ্ছেন না। পিছিয়ে রয়েছেন এখনও অনেকেই।”
অবশ্যই পড়ুন: IPL-র আগেই চরম দুঃসংবাদ! মাথায় চোট নিয়ে হাসপাতালে ভর্তি KKR তারকা
এদিন রাজ্যের মৎস্য দপ্তরের মন্ত্রী একেবারে স্পষ্ট জানান, “মেয়েদের স্কুলে ছাত্রীর সংখ্যা বাড়ছে। আমরা আশা করছি আগামী দিনে নারীরা এগিয়ে আসবেন।” এদিন বিপ্লব রায়চৌধুরী এও বলেন, “কিছু কিছু অসাধু লোক রয়েছেন যারা সমাজে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে, আমরা চাই তাদেরকে সতর্ক করতে।” এদিন বাংলায় নারী নির্যাতন নিয়ে পুলিশ প্রশাসনকে সতর্ক করেন মন্ত্রী। সেই সাথে নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দেন নারী নির্যাতনের দায় প্রশাসনকেই নিতে হবে। মন্ত্রী বিপ্লবের কথায়, “নারী নিরাপত্তায় বাংলা সবার থেকে এগিয়ে। শুধু বাংলা নয় গোটা ভারতেই খারাপ লোক ছড়িয়ে আছে। প্রশাসন অবশ্যই চেষ্টা করবে তবে সকলকে প্রতিরোধ গড়ে তুলতে হবে।” এদিন মন্ত্রীর বক্তব্যের পর নতুন করে জন্ম নিয়েছে বিতর্ক।অনেকেই বলছেন, রাজ্যের মন্ত্রীর এমন মন্তব্যে একপ্রকার প্রশ্নের মুখে রাজ্য সরকার!