২০২৭ বিশ্বকাপে খেলছেন না বিরাট কোহলি? জানালেন ছেলেবেলার কোচ

Childhood coach On Virat Kohli 2027 ODI World Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: স্বপ্নের ফর্মে বিরাট কোহলি (Virat Kohli)। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নিজের ব্যাটের দাপট দেখিয়ে বিজয় হাজারেতে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করেছেন ভারতীয় মহাতারকা। শুক্রবার দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি হাতছাড়া হলেও 77 রান করেন বিরাট। এক কথায়, প্রতিবার নিজের ব্যাটিং দিয়ে কোহলি বুঝিয়ে দিচ্ছেন, আলাদা করে আর নিজেকে প্রমাণ করার কোনও প্রয়োজন নেই তাঁর। বিরাটের মতে, মাঠের প্রস্তুতি থেকে মনের প্রস্তুতি অনেক বেশি কার্যকরী। সেটা আছে বলেই হয়তো একের পর এক আসরে নিজের জাত চেনাচ্ছেন 18 নম্বর জার্সি। তাতে অনেকে ধরেই নিয়েছেন 2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন বিরাট। এবার তা নিয়েই বড় কথা বললেন কোহলির ছেলেবেলার কোচ।

2027 ওয়ানডে বিশ্বকাপে খেলবেন কোহলি?

2027 একদিনের বিশ্বকাপে কোহলির উপস্থিতি নিয়ে এতদিন সংশয় থাকলেও ধীরে ধীরে সেই জট খুলছে। এবার তাতে নতুন মাত্রা যোগ করলেন চিকুর ছেলেবেলার কোচ রাজকুমার শর্মা। তিনি মনে করেন, 2027 বিশ্বকাপে কোহলির খেলা নিয়ে আর কোনও সংশয় থাকা উচিত নয়। তাঁর কথায়, “ও দুর্দান্ত ফর্মে রয়েছে। দীর্ঘদিন পর ঘরোয়া ক্রিকেটে নেমে দিল্লির জয় নিশ্চিত করেছে। ব্যতিক্রমীভাবে ব্যাটিং করে সফলতা পেয়েছে। ভারতীয় দলে সবচেয়ে ধারাবাহিক ক্রিকেটার। বিশ্বকাপের জন্য ও পুরোপুরি তৈরি।”

অবশ্যই পড়ুন: আনোয়ার আলি মামলায় নতুন মোড়, হঠাৎ এ কী পদক্ষেপ নিল ফেডারেশন?

এদিন বিরাটের শৈশব কালের কোচ আরও বলেন, “আমি অন্তত এমন কাউকে চিনি না যে বলছে কোহলির এখনই অবসর নিয়ে নেওয়া উচিত। আমার তো মনে হয় দেশের 140 কোটি মানুষই চায় ও খেলুক। দু একজন ভাবতে পারে, বিরাটের খেলা উচিত নয়। বাকি গোটা দেশ চায় কোহলি ক্রিকেটে টিকে থাকুক এবং খেলা চালিয়ে যাক। সকলেরই আশা 2027 বিশ্বকাপে বিরাট খেলবে।”

অবশ্যই পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেই শক্তি পেল ভারত! মাত্র ৫৬ বলে সেঞ্চুরি করলেন রিঙ্কু সিং

উল্লেখ্য, গৌতম গম্ভীর জামানায় নতুন নীতির বেড়াজালে আটকেছেন ভারতীয় ক্রিকেটাররা। BCCI র সিদ্ধান্তে জাতীয় দলে টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের। সেই মতোই, বিজয় হাজারেতে নেমে নিজ নিজ দলের হয়ে নিজেদের ক্ষমতা প্রদর্শন করেছেন রোহিত শর্মা এবং কোহলি। একেবারে প্রথম ম্যাচেই ভারতীয় দলের দুই সদস্যই বুঝিয়ে দিয়েছেন, তাঁরা যে মহাতারকা সেটা বারবার প্রমাণ করার প্রয়োজন নেই।

Leave a Comment