বিক্রম ব্যানার্জী, কলকাতা: এ বছর বহু ওঠাপড়া দেখেছে শেয়ার বাজার। অনিশ্চয়তার এই বাজারে আচমকা 60 পয়সা থেকে 30 টাকা পর্যন্ত দাম বেড়েছে বহু পেনি স্টকের। আবার এমন অনেক স্টক রয়েছে যে গুলির দাম 3000 টাকা থেকে নেমে একেবারে 150 টাকায় পৌঁছেছে। তাতে কষ্টার্জিত অর্থ ডুবেছে বিনিয়োগকারীদের। তবে এই চূড়ান্ত অনিশ্চয়তার মধ্য দিয়েও বিগত দিনগুলিতে রতন টাটার (Ratan Tata) সংস্থা টাটা গ্রুপের মালিকানাধীন একাধিক কোম্পানির স্টক উর্ধ্বমুখী হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালো টাইটান কোম্পানি লিমিটেডের স্টকগুলিও।
1 লাখকে 11 লাখ বানিয়েছে টাইটানের স্টক
টাটার মালিকানাধীন লাইফস্টাইল প্রোডাক্ট প্রস্তুতকারক সংস্থা টাইটান সম্প্রতি মুম্বইয়ে একটি ডায়মন্ড স্টোর খোলার ঘোষণা দিয়েছে। আর তারপরেই এই সংস্থার স্টকগুলির দাম একেবারে হুড়মুড়িয়ে বেড়েছে। আজ অর্থাৎ 26 ডিসেম্বর টাইটানের স্টকগুলি BSE তে 3892.70 টাকায় ওপেন হয়েছিল। এরপর সেই দাম বেড়ে 4008 টাকায় পৌঁছয়। অর্থাৎ এক ধাক্কায় 2.5 শতাংশ মূল্য বৃদ্ধি হয়েছিল এই স্টকের।
অবশ্যই পড়ুন: বারবার বাপের বাড়ি যেত স্ত্রী, JCB নিয়ে শ্বশুরবাড়িতে হামলা ক্ষুব্ধ স্বামীর
যদিও ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের রিপোর্ট অনুযায়ী, আজ দুপুর সাড়ে তিনটেতে বাজার বন্ধ হওয়ার সময় এই স্টকের দাম ছিল 3994 টাকা। তবে বিশেষজ্ঞরা বলছেন, নতুন করে শেয়ার বাজার খুললে এই স্টকের দাম আরও অনেকটাই বাড়বে। তবে এই মুহূর্তে যদি পেছনে ফিরে দেখা হয় সেক্ষেত্রে দেখা যাবে, টাইটানের স্টকগুলি দীর্ঘ 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন 2947.55 টাকায় ট্রেড করেছিল।
তবে যদি বিগত 10 বছরের হিসেব করা হয় সেক্ষেত্রে, 2015 সাল থেকে আজ পর্যন্ত 10 বছরের মধ্যে টাইটানের স্টকগুলি বিনিয়োগকারীদের অন্তত 1036 শতাংশ রিটার্ন দিয়েছে। সহজ করে বলতে গেলে, আজ থেকে 10 বছর আগে এই স্টকে যদি আপনি 1 লাখ টাকা বিনিয়োগ করতেন তবে আজকের দিনে সেই আমানতের পরিমাণ গিয়ে দাঁড়াতে 11 লাখ 36 হাজার টাকায়। সবচেয়ে বড় কথা, এই সংস্থা গত তিন মাসে বিনিয়োগকারীদের 20 শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে।
অবশ্যই পড়ুন: ২০২৭ বিশ্বকাপে খেলছেন না বিরাট কোহলি? জানালেন ছেলেবেলার কোচ
প্রসঙ্গত, শুক্রবার টাটার মালিকানাধীন টাইটান সংস্থাটি ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে রিপোর্ট ফাইলিংয়ের সময় জানিয়েছে, আগামী 29 ডিসেম্বর মুম্বইয়ে তারা তাদের হীরে বা ডায়মন্ডের প্রথম স্টোর খুলতে চলেছে। সেখানেই ঘড়ি, বিভিন্ন সুগন্ধি পারফিউম, শাড়ি এবং অন্যান্য ফ্যাশন সংক্রান্ত জিনিসও পাওয়া যাবে। তবে বিশেষত্ব, পরীক্ষাগারে তৈরি হীরের স্টোর। আগামীতে মুম্বই ও দিল্লি জুড়ে আরও স্টোর ওপেন করার পরিকল্পনা রয়েছে এই সংস্থার।