কোহলিদের দলে জায়গাই পাবেন না KKR ছুট ৭ কোটির ভেঙ্কটেশ আইয়ার, জানালেন কুম্বলে

Venkatesh Iyer In RCB Anil Kumble big prediction on him-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম টেবিলে KKR এর সামনে থেকে 7 কোটি টাকায় ভেঙ্কটেশ আইয়ারকে কিনে নিয়েছিল বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Venkatesh Iyer In RCB)। তাতে অল্প দামে পুরনো সঙ্গীকে কিনে নেওয়ার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজির। তবে বিপুল অর্থে কিনলেও আদৌ কি কোহলির দলের প্রথম একাদশে সুযোগ পাবেন ভেঙ্কটেশ। এ নিয়ে প্রশ্ন ছিল ক্রিকেট ভক্তদের অনেকের। এবার সেটাই খানিকটা পরিষ্কার করে দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলে। সৌরভ গাঙ্গুলির প্রাক্তন সতীর্থ একেবারে ভবিষ্যৎবাণী দিয়ে বললেন, কোহলিদের দলের প্রথম একাদশে জায়গা পাবেন না আইয়ার!

ভেঙ্কটেশকে নিয়ে বিরাট ভবিষ্যদ্বাণী কুম্বলের

সম্প্রতি সম্প্রচারকারী একটি চ্যানেলে কথা বলার সময় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR প্রাক্তনী ভেঙ্কটেশের অবস্থা কেমন হবে সেসব নিয়ে কথা বলতে শোনা গিয়েছিল প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অনিল কুম্বলেকে। সেখানেই হঠাৎ তিনি যুক্তি দিয়ে বসলেন, “ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুর দিকে ভেঙ্কটেশকে ওরা দলেই রাখবে না। কারণ চ্যাম্পিয়ন দলের কাউকে নিয়ে সন্দেহ রাখা উচিত নয়। হয়তো সে কারণেই ওরা রবি বিষ্ণোইকে কিনতে দৌড়ায়নি। ওরা চাইছিল সুয়াশ শর্মা যাতে নিরাপদ বোধ করে। RCB প্রথম থেকেই ভাবছিল ওরা হয়তো ভেঙ্কটেশকে দলে নিতে পারবে। শেষ পর্যন্ত সেটাই পেরেছে।”

অবশ্যই পড়ুন: বারবার বাপের বাড়ি যেত স্ত্রী, JCB নিয়ে শ্বশুরবাড়িতে হামলা ক্ষুব্ধ স্বামীর

অনিলের পাশাপাশি একই সুর শোনা গিয়েছে সঞ্জয় বাঙ্গার গলাতেও। তাঁর মতে, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই অনেকের নজরে রয়েছেন ভেঙ্কটেশ। ধারাবাহিকভাবে ভাল ফল করলেও ওকে নিজেদের প্রথম একাদশে নাও রাখতে পারে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কারণ হিসেবে তিনি জানান, RCB গতবার চ্যাম্পিয়ন হয়েছে। ওদের দলটা মোটামুটি প্রায় গোছানোই। এখন দেখা শেষ পর্যন্ত ওরা আইয়ারকে প্রথম একাদশে জায়গা দেয় কিনা!

অবশ্যই পড়ুন: ১ লাখ হয়েছে ১১.৩৬ লাখ, রতন টাটার সংস্থার এই স্টক যেন রকেট!

উল্লেখ্য, গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে কলকাতা নাইট রাইডার্সের রিটেনশন তালিকা থেকে বাদ পড়ে অঝোরে কেঁদেছিলেন ভেঙ্কটেশ। তারপরই নিলাম থেকে একেবারে রেকর্ড দামে তাঁকে কিনে নিয়েছিল শাহরুখ খানের ম্যানেজমেন্ট। এবারে বাদ পড়ায় অবশ্য সেই সব দৃশ্য দেখা যায়নি। তবে নাইট শিবির থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ফের কলকাতাতেই ফেরার আশা প্রকাশ করেছিলেন আইয়ার। KKR ও ভেবেছিল কেউ না কিনলে কম দামে তাঁকে দলে ফিরিয়ে নেবে। তবে শেষ পর্যন্ত সেই আশায় জল ঢেলে ভেঙ্কটেশকে ছো মারে গতবারের চ্যাম্পিয়নরা।

Leave a Comment