স্ত্রী বা সন্তানের নামে পোস্ট অফিসে করুন ১ লাখ ফিক্সড ডিপোজিট, মিলবে মোটা রিটার্ন

Post Office Savings Scheme how much you can get with 1 lakh in Just 2 years

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমান সময়ে স্টক মার্কেট বা মিউচুয়াল ফান্ডের দুনিয়ায় মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে পোস্ট অফিসের বিভিন্ন সরকারি স্কিম। আসলে অল্প সময়ে নিশ্চিত রিটার্নের জন্য ভারতীয় পোস্ট অফিসের বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন সচেতন নাগরিকরা। সবচেয়ে বড় কথা, পোস্ট অফিসের প্রকল্পগুলিতে (Post Office Savings Scheme) টাকা রাখলে তার গ্যারান্টি দেয় খোদ সরকার। শুধু তাই নয়, এই বিনিয়োগ সম্পূর্ণরূপে ঝুঁকিমুক্ত। তবে অনেকেরই প্রশ্ন থাকে স্ত্রী বা সন্তানের জন্য পোস্ট অফিসে 1 লাখ টাকা রেখে দু বছরে কত টাকা পাওয়া যায়? আজকের প্রতিবেদনে রইল সেই উত্তর।

পোস্ট অফিসের দুর্দান্ত স্কিম

ভারতীয় পোস্ট অফিসের এমন অনেক স্কিম রয়েছে যেগুলি নির্দিষ্ট সময়ের মধ্যে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দেয়। সেই তালিকায় প্রথম সারিতেই রয়েছে ফিক্সড ডিপোজিট। তবে এই স্কিমে সাধারণ নাগরিক এবং প্রবীণ নাগরিকদের সুদের পরিমাণ সম্পূর্ণ আলাদা। সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে ভারতীয় পোস্ট অফিসের FD স্কিম বেশি লাভজনক। তবে পোস্ট অফিসেই এমন এক স্কিম রয়েছে যেখানে টাকা রাখলে আট থেকে আশি.. মহিলা, পুরুষ এমনকি প্রবীণ নাগরিক সকলেই সমান সুদ পাবেন।

অবশ্যই পড়ুন: কালিম্পংকে টেক্কা দক্ষিণবঙ্গর, ৮ জেলায় শৈতপ্রবাহের পূর্বাভাস, আজকের আবহাওয়া

ভারতীয় পোস্ট অফিসের জনপ্রিয় স্কিম টাইম ডিপোজিট বা টিডি স্কিম অল্প সময়ে মোটা রিটার্নের ক্ষেত্রে দুর্দান্ত বিকল্প হতে পারে। বলে রাখি, এই স্কিমে একজন ব্যক্তি চাইলে ন্যূনতম 1,000 টাকা থেকে বিনিয়োগ শুরু করতে পারেন। তবে এখানে টাকা জমানোর সর্বোচ্চ কোনও সীমা নেই। অনেকেই হয়তো জানেন, এই স্কিমে 1 বছর থেকে সর্বোচ্চ 5 বছর পর্যন্ত বিনিয়োগ করা যায়। সেক্ষেত্রে 1 বছরের টিডিতে সুদ পাওয়া যায় 6.9 শতাংশ। তবে যদি কেউ 5 বছরের জন্য টিডিতে অর্থ সঞ্চয় করেন তবে তিনি বার্ষিক 7.5 শতাংশ সুদ পাবেন।

অবশ্যই পড়ুন: নিজের বাড়ি থাকলেই মাসে মাসে অ্যাকাউন্টে ঢুকবে দেড় লাখ টাকা! দুর্ধর্ষ প্রকল্প ব্যাঙ্কের

1 লাখ রেখে 2 বছরে কত পাওয়া যাবে?

অনেকেরই প্রশ্ন, নিজের স্ত্রী বা সন্তানের জন্য পোস্ট অফিসে 1 লাখ টাকা জমালে 2 বছর পর কত টাকা পাওয়া যাবে? সেই সূত্রে বলি, একজন ব্যক্তি যদি পোস্ট অফিসের টাইম ডিপোজিট স্কিমে নিজের স্ত্রী বা সন্তানের জন্য 1 লাখ টাকা দু বছরের মেয়াদে বিনিয়োগ করেন তবে তিনি নির্দিষ্ট মেয়াদ শেষে 24 মাসে বার্ষিক 7.0 শতাংশ সুদ মিলিয়ে 1 লাখ 14 হাজার 888 টাকা হাতে পাবেন। অর্থাৎ সুদ হিসেবে এই স্কিম আপনাকে মাত্র দু বছরে ফিরিয়ে দিচ্ছে 14,888 টাকা।

Leave a Comment