বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ভারতীয়দের? দুজনকে আটক করল BGB

Border Guard Bangladesh arrested 2 Indians due to illegal entry-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বাংলাদেশে আটক এক ভারতীয় নাগরিক। অভিযোগ, ওই ব্যক্তি নাকি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ওপার বাংলায় প্রবেশের চেষ্টা করছিলেন। আর তারপরই ওই ভারতীয়কে তাড়া করে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (Border Guard Bangladesh)। সূত্রের যা খবর, আটককৃত ওই ভারতীয় ব্যক্তির নাম বিশ্বজিৎ কুমার দাস। তাঁকে লালমনিরহাটে পাকড়াও করে BGB। আটকৃত ব্যক্তির কাছ থেকে বেশকিছু ভারতীয় মুদ্রা, বাংলাদেশি টাকা সহ আধারের ফটোকপি পাওয়া গিয়েছে। একইভাবে কুষ্টিয়াতেও নাকি আরেক ভারতীয়কে আটক করেছে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী।

দুই ভারতীয়কে আটকে রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ

প্রাপ্ত তথ্য অনুযায়ী, লালমনিরহাটের পর বাংলাদেশের কুষ্টিয়াতে একইভাবে অবৈধ অনুপ্রবেশের ঘটনায় গ্রেফতার করা হয়েছে ভারতীয় মধ্যবয়স্ক মহম্মদ বাবুকে। ওপারের বেশ কয়েকটি সূত্র মারফত খবর, তিনিও একেবারে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিলেন। তবে ঠিক কোন উদ্দেশ্যে বাংলাদেশে গমন সে কথা জানায়নি BGB। তবে সূত্রের খবর, লালমনিরহাট এবং কুষ্টিয়াতে আটককৃত দুই ভারতীয়কে আপাতত নিজেদের জিম্মায় রেখেছে BGB। পরবর্তীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের হস্তান্তর করা হতে পারে।

অবশ্যই পড়ুন: এইট পাসে সুদ ছাড়াই মিলবে ৫ লক্ষ টাকা ঋণ, দারুণ প্রকল্প রাজ্য সরকারের

এদিকে, গতকাল অর্থাৎ 26 ডিসেম্বর সিলেট-মেঘালয় সীমান্ত থেকে নাকি ভারতীয় ইলেকট্রিক ডেটোনেটর বাজেয়াপ্ত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। বাংলাদেশের বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, ওপারের ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 24টি ভারতীয় ইলেকট্রনিক ডেটোনেটর বাজেয়াপ্ত করা হয়েছে। তবে ওই ডেটোনেটর গুলি আদৌ ভারতীয় কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তাছাড়াও সেগুলি সীমান্তে কীভাবে পৌঁছালো সে বিষয়েও খোঁজ চালাচ্ছে দুই দেশের সীমান্ত বাহিনী!

অবশ্যই পড়ুন: ISL অনিশ্চয়তায় গাড্ডায় ভারতীয় ফুটবল, গোয়া ছাড়লেন বোরহা

উল্লেখ্য, বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের কারণে দুই ভারতীয়কে গ্রেফতারির ঘটনার মাঝেই নদীয়ার গেদে সীমান্ত থেকে 14 জন অবৈধ বাংলাদেশিকে ওপার বাংলায় পাঠানো হয়েছে। রিপোর্ট অনুযায়ী, 26 ডিসেম্বর বিকেলের দিকে 6 জন পুরুষ, 6 জন নারী এবং দুই শিশু মিলিয়ে মোট 14 জন বাংলাদেশের নাগরিককে সীমান্ত দিয়ে ওপার বাংলায় পুশব্যাক করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স।

Leave a Comment