এই টাকায় হবে না ভাল স্মার্টফোনও, বিজয় হাজারেতে ম্যাচ সেরা হয়ে কত পেলেন বিরাট?

Virat Kohli man of the match prize money in Vijay hajare trophy

বিক্রম ব্যানার্জী, কলকাতা: তিনি ভারতীয় ক্রিকেটের মহাতারকা। কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওয়ানডেতে নিজের ক্ষমতা জাহির করে 15 বছর পর বিজয় হাজারেতে ফিরেছেন বিরাট কোহলি (Virat Kohli)। আর সেখানে পা রেখেই প্রথম দুই ম্যাচে একেবারে আগুন ঝড়ালেন ভারতীয় ক্রিকেটার। প্রথম ম্যাচে সেঞ্চুরির পর দিল্লির হয়ে দ্বিতীয় ম্যাচে শতরান হাতছাড়া হলেও 77 এর দুরন্ত ইনিংস খেলেন বিরাট। এদিন 9 রানে ম্যাচও যেতে দিল্লি। শুধু তাই নয়, শুক্রবার বড় রান করে ম্যাচ সেরা হয়েছিলেন কিং কোহলি। আর তারপরই ম্যাচ সেরার পুরস্কার বাবদ বিরাটের হাতে যে অর্থ তুলে দেওয়া হলো তাতে আজকের দিনে হবে না একটা ভাল স্মার্টফোনও। কোহলির পুরস্কার মূল্য শুনে একেবারে হেসে গড়াগড়ি খাচ্ছেন নেট নাগরিকরা!

ম্যাচ সেরা হয়ে কত টাকা পেলেন বিরাট?

ব্যাট হাতে স্বপ্নের ফর্মে রয়েছেন বিরাট কোহলি। প্রতিবার নিজের ব্যাটিং দিয়ে সমালোচকদের উচিত শিক্ষা দিয়েছেন তিনি। বিজয় হাজারের প্রথম ম্যাচে ব্যাট ঘুরিয়ে 131 রান করেন কিং। দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির ধারা অব্যাহত না থাকলে 77 রান করে নিজের ক্ষমতা জাহির করেছিলেন বিরাট। সেই সাথে বুঝিয়ে দিয়েছিলেন নিজেকে আলাদা করে প্রমাণ করার কোনও প্রয়োজন নেই তাঁর। বলাই বাহুল্য, গতকাল গুজরাতের বিরুদ্ধে কোহলির পাশাপাশি অধিনায়ক ঋষভ পন্থও 70 রান করেছিলেন। সেই সুত্রেই 9 রানে প্রতিপক্ষকে হারায় কোহলির দল।

অবশ্যই পড়ুন: ২০০৪-এ মাধ্যমিক পাস, কত সম্পত্তির মালিক পার্ণো মিত্র?

শুক্রবার দিল্লি বনাম গুজরাতের ম্যাচ শেষ হলে ম্যাচ সেরা হিসেবে ঘোষণা করা হয় বিরাট কোহলির নাম। সেই সাথে তাঁকে মঞ্চে ডেকে পুরস্কার বাবদ 10 হাজার টাকা তুলে দেন উদ্যোক্তারা। যেই পরিমাণটা আন্তর্জাতিক ম্যাচ বা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পুরস্কার মূল্যের তুলনায় ঢের গুণ কম। আর সেটাই এখন হাসির খোরাক হয়ে উঠেছে নেট নাগরিকদের। কোহলিকে পুরস্কার মূল্য বাবদ 10 হাজার টাকা দেওয়ায় অনেকেই বলছেন, “এই দামে তো একটা ভাল স্মার্টফোনও হবে না।” কেউ লিখছেন, “এটা কি বিরাটের মেয়ের পকেট মানি হিসেবে দেওয়া হল?”

অবশ্যই পড়ুন: LPG-র দাম থেকে PAN, ফিক্সড ডিপোজিট! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

সোশ্যাল মিডিয়ায় কোহলির পুরস্কার মূল্য শুনে কেউ কেউ আবার এও লিখছেন, “10 হাজার টাকাতে তো বিরাটের পারফিউমও হবে না।” কারও বক্তব্য, “কয়েকশো কোটি টাকার মালিক যিনি তাঁকে কেন 10 হাজার টাকা পুরস্কার মূল্য দেওয়া হবে?” যদিও শত মন্তব্যের ভিড়ে কেউ কেউ আবার এও লিখেছেন, “বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় মুখ কোটি কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া সত্ত্বেও 10 হাজার টাকাতেই খুশি বিরাট। আসলে পুরস্কারকে সব সময় মূল্য দিয়ে বিচার করা যায় না।”

Leave a Comment