সহেলি মিত্র, কলকাতাঃ সাধারণ মানুষের সুবিধার্থে এক দুর্দান্ত প্ল্যান লঞ্চ করল ভারতের সবথেকে বড় বীমা কোম্পানি LIC। সবথেকে বড় কথা, এই প্ল্যানে আপনি ১০০ বছর অবধি কভারেজ পেয়ে যাবেন। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আসলে ভারতীয় জীবন বীমা কর্পোরেশন “বিমা কবচ” পলিসি (LIC Bima Kavach) চালু করেছে। এটি মূলত মধ্যবিত্ত এবং কর্মজীবী শ্রেণীর মানুষকে লক্ষ্য করে তৈরি করা হয়েছে। এই পরিকল্পনাটি নন-লিঙ্কড এবং অংশগ্রহণকারী নয়।
‘বীমা কবচ’ লঞ্চ করল LIC
এই প্ল্যানে মূলত ভবিষ্যতে অপ্রত্যাশিত ঘটনার ক্ষেত্রে বীমাকৃত ব্যক্তির পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদানের লক্ষ্যে কাজ করবে। গ্রাহকরা কম প্রিমিয়ামে উচ্চতর কভারেজ পাবেন। আপনি এটি অনলাইনে বাড়ি থেকে বা অফলাইনে এজেন্টের মাধ্যমে কিনতে পারেন। বীমা কবচ প্ল্যানের সবচেয়ে বড় আকর্ষণ হল এর বীমাকৃত অর্থের বিকল্প। গ্রাহকরা তাদের চাহিদার উপর নির্ভর করে একটি নির্দিষ্ট বীমাকৃত অর্থ অথবা ক্রমবর্ধমান বীমাকৃত অর্থের মধ্যে একটি অপশন অনায়াসেই বেছে নিতে পারেন।
আরও পড়ুনঃ LPG-র দাম থেকে PAN, ফিক্সড ডিপোজিট! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম
১০০ বছর পর্যন্ত সুরক্ষা ও সহজ প্রিমিয়াম
এই LIC পরিকল্পনাটি দীর্ঘমেয়াদী সুরক্ষা খুঁজছেন এমনদের জন্য আদর্শ। এটি ১০০ বছর বয়স পর্যন্ত আজীবন ঝুঁকি কভারেজ প্রদান করে। কোম্পানিটি নমনীয় প্রিমিয়াম প্রদানের বিকল্পও অফার করে। আপনি নিয়মিতভাবে অথবা ৫, ১০, অথবা ১৫ বছরের সীমিত সময়ের জন্য একটি একক প্রিমিয়াম পরিশোধ করতে পারেন।
আরও পড়ুনঃ এইট পাসে সুদ ছাড়াই মিলবে ৫ লক্ষ টাকা ঋণ, দারুণ প্রকল্প রাজ্য সরকারের
যোগ্যতা কী?
- ১. যেকোনো ভারতীয় ব্যক্তি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন।
- 2. বীমা কভারেজ থেকে উপকৃত হতে হলে, একজন ব্যক্তিকে অবশ্যই সুস্থ থাকতে হবে, যার জন্য একটি মেডিকেল চেকআপ প্রয়োজন।
- ৩. গ্রাহক যদি ধূমপায়ী অর্থাৎ সম্পূর্ণ নেশামুক্ত হন, তাহলে তিনি কম প্রিমিয়ামে আরও সুবিধা পাবেন।
- ৪. ১৮ বছর থেকে ৬৫ বছর বয়সী ব্যক্তিরা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।