সহেলি মিত্র, কলকাতা: আবারও কপাল পুড়ল চাকরি প্রার্থীদের। আপনিও যদি SSC -র নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের (SSC Recruitment) তথ্য যাচাই প্রক্রিয়ার জন্য অপেক্ষা করে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি রইল শুধুমাত্র আপনার জন্য। এবার জানা যাচ্ছে, চলতি বছর এই যাচাই প্রক্রিয়া আর অনুষ্ঠিতই হবে না। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।
ডিসেম্বরের শেষেও হচ্ছে না নবম-দশম শিক্ষক নিয়োগের তথ্যযাচাই!
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন ৭ জানুয়ারি, ২০২৬ সালের মধ্যে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য মেধা তালিকা প্রকাশের সম্ভাবনা কম। অন্যদিকে এখন নবম-দশম শ্রেণীর নথি যাচাই, যা ডিসেম্বরের শেষের দিকে বা ২৯ ডিসেম্বর শুরু হওয়ার কথা ছিল তা নতুন বছরের মধ্যে ঠেলে দেওয়া হতে পারে বলে কর্মকর্তারা জানিয়েছেন। একাদশ-দ্বাদশ শ্রেণির নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার ফলে নবম-দশম শ্রেণির নিয়োগেও প্রভাব পড়বে বলে আশা করা হচ্ছে। ২৯ ডিসেম্বর থেকে শুরু হওয়া নবম-দশম শ্রেণির শিক্ষকদের নথিপত্র যাচাই এখন পিছিয়ে দেওয়া হবে।
আরও পড়ুনঃ ২০০৪-এ মাধ্যমিক পাস, কত সম্পত্তির মালিক পার্ণো মিত্র?
কবে শুরু হতে পারে যাচাইকরণ প্রক্রিয়া?
WBSSC কর্মকর্তারা জানিয়েছেন, একাদশ-দ্বাদশ শ্রেণির সাক্ষাৎকার এবং সংশ্লিষ্ট মেধা তালিকা প্রকাশের পরেই নবম-দশম শ্রেণির যাচাইকরণ শুরু হবে, কারণ দুটি যাচাইকরণ প্রক্রিয়া একই সাথে পরিচালিত হতে পারে না। সুপ্রিম কোর্টে দাখিল করা হলফনামায় কমিশন জানিয়েছে যে নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের মেধা তালিকা ৩১ মার্চ, ২০২৬ এর মধ্যে প্রকাশ করা হবে। একজন এসএসসি কর্মকর্তা বলেছেন যে বিলম্ব সত্ত্বেও সেই সময়সীমা মেনে চলার চেষ্টা করা হচ্ছে।
আরও পড়ুনঃ LPG-র দাম থেকে PAN, ফিক্সড ডিপোজিট! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম
প্রাথমিক ভাবে ২৬ ডিসেম্বর ২০২৫ তথ্য যাচাই করা হবে বলে জানানো হয়েছিল। কিন্তু পরে তা পিছিয়ে ২৯ ডিসেম্বর হবে বলে জানিয়েছিল এসএসসি। কিন্তু শুক্রবার জানা যায় ওই দিন তথ্য যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা ক্ষীণ। যে কারণে নতুন বছরের জন্য অপেক্ষা করা ছাড়া কারোর কাছে আর বিকল্প নেই।