অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐতিহাসিক জয় ইংল্যান্ডের, WTC পয়েন্ট তালিকায় ধাক্কা খেল ভারত?

India On WTC Points Table after England wins against Australia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বক্সিং ডে টেস্টে পরপর তিন টেস্ট জিতে ইতিমধ্যেই সিরিজ জিতেছে অস্ট্রেলিয়া। তবে শনিবার, এমসিজিতে চতুর্থ ম্যাচে অজিদের 4 উইকেটে বধ করে ঐতিহাসিক জয় পেল ইংল্যান্ড। একটানা 19 টি টেস্ট ম্যাচের পর অস্ট্রেলিয়ার ভূখণ্ডে দাঁড়িয়ে বড় জয় পেল বেন স্টোকসের দল। অন্যদিকে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে প্রথম ম্যাচ হারল অস্ট্রেলিয়া। তবে মজার বিষয়, ইংল্যান্ডের কাছে পরাজয় সত্ত্বেও পয়েন্ট তালিকার এক নম্বরই রয়েছেন অজিরা।

ইংল্যান্ডের কাছে হেরে পয়েন্ট পার্সেন্টেজ কমল অস্ট্রেলিয়ার

এমসিজিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইংল্যান্ড নিজেদের প্রথম জয় খুঁজে নিতেই পয়েন্ট তালিকার এক নম্বরে থাকলেও পয়েন্ট পার্সেন্টেজ অনেকটাই কমেছে অস্ট্রেলিয়া দলের। এই ম্যাচের আগে পর্যন্ত অস্ট্রেলিয়ার জয়ের গড় ছিল 100 শতাংশ। তবে শনিবারের ম্যাচে হেরে এই মুহূর্তে অস্ট্রেলিয়ার পয়েন্ট পার্সেন্টেজ 85.71 এ এসে দাঁড়িয়েছে। কিন্তু তা হলেও, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে ক্রমাগত জয় দিয়ে এখন ফাইনালে যাওয়া একপ্রকার নিশ্চিত স্টিভ স্মিথদের।

অবশ্যই পড়ুন: এই টাকায় হবে না ভাল স্মার্টফোনও, বিজয় হাজারেতে ম্যাচ সেরা হয়ে কত পেলেন বিরাট?

ইংল্যান্ড জিতে যাওয়ায় পয়েন্ট তালিকায় ধাক্কা খেয়েছে ভারত?

আজ, অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় 12 পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড। এই মুহূর্তে তাদের পয়েন্ট পার্সেন্টেজ 35.19। আর সেটা নিয়েই বর্তমানে পয়েন্ট তালিকার 7 নম্বরে বসে রয়েছে ইংল্যান্ড। অন্যদিকে ভারতের অবস্থান 6 নম্বরেই (India On WTC Points Table)। বর্তমানে ভারতীয় দলের পয়েন্ট পার্সেন্টেজ ইংল্যান্ডের তুলনায় অনেকটাই বেশি। তালিকায় টিম ইন্ডিয়ার পয়েন্ট পার্সেন্টেজ 48.15 শতাংশ। কাজেই ইংল্যান্ড জিতে যাওয়ায় সমস্যা হয়নি ভারতের। তবে অস্ট্রেলিয়া হারায় সবচেয়ে বেশি সুবিধা হয়েছে নিউজিল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকা দল দুটির। অস্ট্রেলিয়ার পয়েন্ট নষ্ট হওয়ায় এক নম্বরে লড়াইয়ের বড় সুযোগ পাচ্ছে প্রথম তিনে থাকা এই দুই দল।

অবশ্যই পড়ুন: বিনিয়োগ করলে ১০০ বছর পর্যন্ত সুরক্ষা, মধ্যবিত্তদের জন্য নতুন প্ল্যান আনল LIC

ভারতের চিন্তার কারণ হয়ে উঠতে পারে ইংল্যান্ড?

হিসেব বলে, বিগত দিনগুলিতে একের পর এক সাফল্য নিয়ে বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করার দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। তারপরই নাম আসে নিউজিল্যান্ডের। এছাড়াও তিন নম্বরে দক্ষিণ আফ্রিকা তো রয়েছেই। কাজেই শক্ত প্রতিপক্ষদের মধ্যে প্রথম দুয়ে জায়গা করে নিতে হলে আসন্ন প্রতিটি ম্যাচই জিততে হবে টিম ইন্ডিয়াকে। যা যথেষ্ট কঠিন কাজ। আর এই দৌড়ে ভারতকে এখনও পর্যন্ত অতিক্রম করতে পারেনি ইংল্যান্ড। তবে তাড়া কিন্তু টিম ইন্ডিয়াকে টপকে যাওয়ার লক্ষ্যেই দৌড়াচ্ছে। আগামী 4 জানুয়ারি অ্যাশেজের শেষ টেস্ট, সেখানেই অস্ট্রেলিয়াকে বধ করে পয়েন্ট তালিকায় এগিয়ে থাকার আপ্রাণ চেষ্টা করবে ইংল্যান্ড। তাতে সমস্যা বাড়লেও বাড়তে পারে টিম ইন্ডিয়ার!

Leave a Comment