পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে ২৪৩৪ কোটি টাকার বিরাট প্রতারণা, অ্যাকাউন্ট আছে নাকি আপনার?

Punjab National Bank fraud case over rs 2400 crore by two companies

বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক SBI। তবে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পর যেসব সরকারি ব্যাঙ্কের নাম প্রথম সারিতে আসে তাদের মধ্যে অন্যতম হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (Punjab National Bank)। এবার সেখানেই ঘটলো বিরাট প্রতারণার ঘটনা। দেশের কোটি কোটি গ্রাহকের অ্যাকাউন্ট রয়েছে যেই ব্যাঙ্কে, সেই PNB এবার রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে 2434 কোটি টাকার প্রতারণার কথা জানালো। জানা যাচ্ছে, দুটি সংস্থা একেবারে ভুয়ো নথি দেখিয়ে এই ব্যাঙ্ক থেকে বিপুল অঙ্কের জালিয়াতি করেছে।

ঠিক কী ঘটেছে?

দেশের শীর্ষ ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে ভারতীয় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক PNB যে তথ্য জানিয়েছে সেই তথ্য অনুযায়ী, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের নয়া দিল্লি শাখা থেকে এসআরইআই ইকুইপমেন্ট ফিন্যান্স লিমিটেড এবং এসআরইআই ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স লিমিটেড নামক দুই সংস্থা এক প্রস্থে 2434 কোটি টাকারও বেশি অঙ্কের লোন নিয়েছিল। তবে পরবর্তীতে খতিয়ে দেখে জানা যায়, ওই দুই সংস্থা সম্পূর্ণ ভুয়ো নথি দেখিয়ে এই ঋণ কবজা করেছিল। মূলত সে কারণেই ব্যাঙ্কের তরফে এই বিপুল পরিমাণ অর্থকে বরোয়াল ফ্রড বলেই উল্লেখ করা হচ্ছে।

অবশ্যই পড়ুন: এই টাকায় হবে না ভাল স্মার্টফোনও, বিজয় হাজারেতে ম্যাচ সেরা হয়ে কত পেলেন বিরাট?

অনেকেই হয়তো জানেন, বরোয়াল ফ্রড শব্দটি মূলত তখনই ব্যবহার করা হয় যখন কোনও ব্যক্তি বা সংস্থা ভুয়ো তথ্য দেয় বা প্রতারণার উদ্দেশ্যে টাকা স্থানান্তরিত করে। এ নিয়ে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে দেওয়া এক তথ্যে PNB সাফ জানিয়েছে, বকেয়া অর্থের সম্পূর্ণ পরিমাণের জন্য তারা পূর্ণ প্রভিশন করেছে। শুধু তাই নয়, আর্থিক প্রতিষ্ঠানটি তরফে এও জানানো হয়েছে, দেশের জাতীয় কোম্পানি আইন ট্রাইবুন্যালের অধীনে কর্পোরেট ইনসলভেন্সি রজোলিউশন প্রক্রিয়ার মাধ্যমে দুই কোম্পানির সমস্যার নিষ্পত্তি করা হয়।

অবশ্যই পড়ুন: LPG-র দাম থেকে PAN, ফিক্সড ডিপোজিট! ১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে একাধিক নিয়ম

উল্লেখ্য, একাধিক রিপোর্ট খতিয়ে দেখে জানা গেল, 1989 সালে শুরু হওয়া এসআরইআই ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স লিমিটের সংস্থাটির কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল 2023 সালেই। এর আগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই সংস্থা এবং এসআরইআই ইকুইপমেন্ট ফিন্যান্স লিমিটেড সংস্থাটির বিরুদ্ধে দেউলিয়া প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। বর্তমানে এই দুই সংস্থার উপর 28 হাজার কোটি টাকার বকেয়া রয়েছে। তার উপর এবার PNB জালিয়াতি কাণ্ডে নাম জুড়ল তাদের। যদিও এ বিষয়ে গ্রাহকদের চিন্তা করার কোনও কারণ নেই বলেই আশ্বস্ত করেছে সরকারি ব্যাঙ্কটি!

Leave a Comment