বিক্রম ব্যানার্জী, কলকাতা: আওয়ামী লিগের পতনের পরই বাংলাদেশে মাথাচাড়া দিয়ে উঠেছে সংখ্যালঘু নির্যাতন। দিনের পর দিন হিন্দুদের উপর অমানসিক অত্যাচার বেড়েই চলেছে। যার একেবারে উজ্জ্বল উদাহরণ দীপু দাস হত্যাকাণ্ড। তবে বাংলাদেশের সুবুদ্ধি সম্পন্ন মানুষেরা বলছেন, দীপু দাসের মতো প্রতিদিন এরকম অসংখ্য সংখ্যালঘু হিন্দুকে হত্যা করা হচ্ছে মহম্মদ ইউনূসের দেশে। আসলে শেখ হাসিনা দেশ ছাড়তেই বাংলাদেশ যেন হিন্দুদের জন্য একপ্রকার জেলখানায় রূপান্তরিত হয়েছে। প্রতিদিন মৌলবাদী কট্টরপন্থীদের অত্যাচারে একেবারে জর্জরিত ওপারের হিন্দুরা। আর এসব নিয়েই এবার মুখ খুললেন ভারতীয় ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
বাংলাদেশি হিন্দু অত্যাচার নিয়ে গর্জে উঠলেন ভারতীয় স্পিনার
ওপারে হিন্দু অত্যাচারের প্রতিবাদ উঠেছে এ পারেও। হাসিনার পতনের পর থেকে যতবার বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের উপর বর্বর জাতির খাড়া নেমে এসেছে ততবারই কন্ঠ ছেড়েছেন ভারতীয়রা। এবারেও সেই নিয়মের অন্যথা হলো ন। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি ছবি শেয়ার করেছেন ভারতীয় স্পিনার চাহাল। সেই ছবিতে দেখা যাচ্ছে, গলায় ফাঁস দিয়ে ঝুলতে থাকা এক ব্যক্তির পা। সেই সাথে চারপাশে জ্বলছে আগুন। অসংখ্য ছায়ামূর্তি তাঁর দিকে আঙুল তাক করে রেখেছে। পাশেই ভাঙা হয়েছে দেবী মূর্তি এবং জ্বলছে মন্দির।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে শেষ কনডম সহ জন্মনিরোধক ভান্ডার!
এই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করে ভারতীয় ক্রিকেটার লিখেছেন, “সমস্ত নজর এখন বাংলাদেশি হিন্দুদের দিকে। হিন্দু হত্যা বন্ধ করো। বাংলাদেশের হিন্দুদের জন্য ন্যায় বিচার চাই।” না বললেই নয়, কিছুদিন আগেই ওপার বাংলায় হিন্দু হত্যার ঘটনায় সোচ্চার হয়েছিলেন ইস্টবেঙ্গল ফুটবলার শৌভিক চক্রবর্তী। তিনিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলকে অস্ত্র বানিয়ে লিখেছিলেন, “আর চুপ করে থাকলে হবে না। এবার আমাদের ঘুরে দাঁড়াতে হবে।” দুই ভারতীয় প্লেয়ারের পর এবার একে একে ক্রীড়াক্ষেত্রের সাথে যুক্ত দেশের বাকিরাও বাংলাদেশের ঘটনায় মুখ খুলছেন।
Respect increased for @yuzi_chahal
pic.twitter.com/wy7u0RG51x
— Delhi Capitals Fan
(@pantiyerfc) December 26, 2025
অবশ্যই পড়ুন: সিন্ধু চুক্তি স্থগিতর পর চন্দ্রভাগার উপর নয়া বিদ্যুৎ প্রকল্প! পাকিস্তানকে আরও চাপ ভারতের
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র তথা কোটাবিরোধী আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদি খুনের ঘটনায় দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। যার খেসারত দিতে হচ্ছে ওপারের সংখ্যালঘু হিন্দুদের। উদাহরণ হিসেবে প্রথমেই যা চোখের সামনে ভেসে ওঠে তা হল কারখানার শ্রমিক বাংলাদেশের দীপু দাস হত্যাকাণ্ড। এই যুবককে একেবারে দড়ি দিয়ে ঝুলিয়ে পুড়িয়ে মেরেছিলেন কট্টরপন্থীরা। যার প্রতিবাদ এখন দিকে দিকে।

(@pantiyerfc)