মোহনবাগানের ফুটবলারের মৃত্যু, বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৭ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ ডিসেম্বর, শনিবার। মোহনবাগানের ফুটবলারের মৃত্যু, বাংলাদেশে ভারতীয়দের অনুপ্রবেশ, জেমসের কনসার্টে ভাঙচুর,, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) বাড়ানো হল হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেসের দিনক্ষণ

হাওড়া-গোয়া ভায়া ধানবাদ বন্দে ভারত এক্সপ্রেস এবার সপ্তাহে তিন দিন বাড়ানো হল। যাত্রীদের দীর্ঘদিনের দাবি এবার মান্যতা দিয়েছে ভারতীয় রেল। নতুন স্টপেজের ফলে নিউ গিরিডিহ, পরশনাথ ও কোডারমা অঞ্চলের মানুষ এবং পর্যটকরা উপকৃত হবে। আর দেওঘর–জসিডিহ–বারাণসী ট্রেনের জন্য একইরকম প্রস্তাব জমা পড়েছে। বৈঠকে রেল অবোকাঠামো উন্নয়ন, স্টেশন সম্প্রসারণ, শেড নির্মাণ এবং যাত্রীদের সুবিধা উন্নয়নের বিষয়েও আলোচনা করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৯) যাদবপুর বিশ্ববিদ্যালয়ে হিজাব বিতর্ক

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হিজাব বিতর্কে এবার উত্তেজনা ছড়াল। তৃতীয় বর্ষের ইংরেজি পরীক্ষার সময় এক মুসলিম ছাত্রিকে হিজাব পরতে বলা হলে তিনি বৈষম্যের অভিযোগ তুলেছেন। বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপিকা শাশ্বতী হালদার দাবি করেছেন, পরীক্ষার স্বচ্ছতার স্বার্থে ছাত্রীর সম্মতিতে আলাদা করে তল্লাশি হয় এবং কোনও রকম অসম্মান করা হয়নি। কিন্তু ছাত্রী ঘটনাটিকে অপমানজনক বলে জানিয়ে মানসিক আঘাতের অভিযোগ করেছেন। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৮) বাংলাদেশে জেমসের কনসার্ট ভাঙচুর

বাংলাদেশের ফরিদপুরে রকস্টার জেমসের কনসার্টে ভাঙচুর এবং ইট বৃষ্টির ঘটনায় ২৫ থেকে ৩০ জন আহত হয়েছে। ২৬ ডিসেম্বর জেলা স্কুলের বার্ষিকী অনুষ্ঠানের আগে দুর্বৃত্তরা মঞ্চে ইট, পাথর ছুড়েছে বলে অভিযোগ। আহতদের মধ্যে বেশিরভাগই স্কুলের পড়ুয়া। আর পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় অনুষ্ঠান বন্ধ করতে হয়েছে। পুলিশ জেমসকে নিরাপদে সরিয়ে নিয়ে গিয়েছে। এই ঘটনায় বাংলাদেশের সাংস্কৃতিক নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৭) কোচিং শিপইয়ার্ড থেকে আলাদা হল কলকাতা বন্দর

কোচিং শিপইয়ার্ড লিমিটেডের সঙ্গে যৌথ উদ্যোগে পথ চলা শেষ করেছে কলকাতা পোর্ট ট্রাস্ট বা শ্যামাপ্রসাদ মুখার্জী বন্দর। যৌথ উদ্যোগে CKSRU থেকে অর্জিত ৫.৯৪ কোটি টাকা লাভ হিসেবে হস্তান্তর করা হয়েছে বলে খবর। আলাদা হলেও ভবিষ্যতে জাহাজ মেরামত খাতে সহযোগিতা করা হবে। আর বন্দর কর্তৃপক্ষ কলকাতায় জাহাজ মেরামত কার্যক্রম আরও সম্প্রসারণ করতে আগ্রহী। এই উদ্যোগ মেক ইন ইন্ডিয়াকে শক্তিশালী করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৬) অকাল প্রয়াণ হল মোহনবাগানের প্রাক্তন ফুটবলারের

বছর শেষের আগেই অকাল প্রয়াণ হল মোহনবাগানের প্রাক্তন ফুটবলার সুখেন দে-র। মাত্র ৩৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে রেলের অফিসে কাজ করার সময় তাঁর মৃত্যু হয়েছে। ২০১৪-১৫ আইএসএল-এ মোহনবাগানকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি। কয়েকদিনের মধ্যেই ছিল তাঁর জন্মদিন। সুখেনের মৃত্যুতে শোকস্তব্ধ কলকাতা ময়দান থেকে শুরু করে গোটা ভারত। এমনকি শোক প্রকাশ করেছে মোহনবাগান সহ বিভিন্ন ক্লাব। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৫) বাংলাদেশের অবৈধ অনুপ্রবেশ করতে আটক হল ভারতীয়

বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বিএসএফ। লালমনিরহাট থেকে বিশ্বজিৎ কুমার দাস এবং কুষ্টিয়া থেকে মহম্মদ বাবুকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ভারতীয় এবং বাংলাদেশের মুদ্রা উদ্ধার করা হয়েছে। বিজিবি তাদের হেফাজতে রেকেহছে এবং পতাকা বৈঠক করে বিএসএফের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই সিলেটে সীমান্তে সন্দেহভাজন ভারতীয় ডেটোনেটর উদ্ধারের দাবি উঠেছে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৪) ২০ লক্ষ টাকার কম হোম লোনের ক্ষেত্রে সম্পত্তি বাজেয়াপ্ত নয়

২০ লক্ষ টাকার কম হোম লোন করতে এবার বড় রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই পরিমাণ ঋণের জন্য SARFAESI আইন প্রযোজ্য নয় এবং আর্থিক প্রতিষ্ঠান সরাসরি বাড়ি কিংবা জমি বাজেয়াপ্ত করতে পারবে না। ১৩ লক্ষ টাকা ঋণ সংক্রান্ত মামলায় আদালত স্পষ্ট করেছে যে, হাউজিং ফাইন্যান্স কোম্পানিগুলিও রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশিকা অনুযায়ী এনবিএফসি এর আওতায় পড়ে। আবার পাওনা আদায় করতে হলে প্রতিষ্ঠানকে আদালতের দ্বারস্থ হতে হবে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

৩) এ বছর হচ্ছে না এসএসসি নবম-দশম নিয়োগে যাচাইকরণ

চলতি বছরে এসএসসি নবম-দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের নথি যাচাই প্রক্রিয়া শুরু হচ্ছে না। ডিসেম্বরের শেষে যাচাইকরণ শুরুর কথা থাকলেও তা আবার নতুন বছরে পিছিয়ে দেওয়া হয়েছে।, একাদশ-দ্বাদশ শ্রেণীর নিয়োগ প্রক্রিয়া বিলম্বিত হওয়ার কারণে নবম-দশমেও পড়ছে প্রভাব। এসএসসি জানিয়েছে, দুটি প্রক্রিয়া একসঙ্গে করা কোনওভাবেই সম্ভব নয়। সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামা অনুযায়ী, নবম দশমের মেধা তালিকা ৩১ মার্চের মধ্যে প্রকাশ করতে হবে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

২) বীরভূমে পুলিশের ফাঁদে লরি ব্যবসায়ী

বীরভূমের রামপুরহাটে পুলিশের ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল করার অভিযোগে লরি ব্যবসায়ী এমদাদুল হোসেনকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। তিনি দাবী করেছেন, বালি বোঝায় লরি ছাড়তে পুলিশ ১.৪ লক্ষ টাকা ঘুষ নিয়েছিল। তবে তার ভিডিও তিনি সবার সামনে তুলে ধরেছেন। পরে ওই পুলিশকর্মী সাসপেন্ড হলেও এমদাদুলকে বালি মাফিয়া মামলায় আটক করা হয়েছে বলে খবর। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে লরির মালিক সমিতি উচ্চ আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

১) নবম-দশম শ্রেণীতে একই স্কুল থেকে অন্য স্কুলে ভর্তির দিন শেষ

মধ্যশিক্ষা পর্ষদের নতুন নির্দেশিকায় নবম-দশম শ্রেণীতে এক স্কুল থেকে অনুরোধ অন্য স্কুলে ভর্তি আরও কঠোর করা হয়েছে। এখন একটি স্কুল সর্বোচ্চ ১০ জনকে অন্য স্কুল থেকে ভর্তি নিতে পারবে। আর তাও পর্ষদকে জানিয়ে করতে হবে। রেজিস্ট্রেশনের পর স্থানান্তরের কারণে অ্যাডমিট কার্ড সংক্রান্ত সমস্যা এড়ানোর জন্য এই সিদ্ধান্ত। টানা তিন বছর পড়াশোনা বন্ধ থাকলেও নতুন নিয়ম মানতে হবে বলে খবর। কিন্তু এই নিয়মে পড়ুয়া এবং ছোট স্কুলগুলি সমস্যায় পড়তে পারে। বিস্তারিত পড়তে- এখনে ক্লিক করুন

Leave a Comment