সহেলি মিত্র, কলকাতা: যত সময় এগোচ্ছে ততই বাংলার শীত যেন আরও তীব্র হচ্ছে। সকাল হোক বা বিকেল, শীতের প্রভাব যেন কমার নামই নিচ্ছে না, বরং প্রতিদিন তাপমাত্রা রেকর্ড গড়ছে বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কেউ হয়তো এ বছর আশাও করেনি এত ঠান্ডার জন্য। আলিপুর আবহাওয়া অফিস (Weather Today) জানিয়েছে, আজ রবিবার ছুটির দিনেও বাংলার তাপমাত্রা স্বাভাবিকের থেকে কমই থাকবে। সেইসঙ্গে ভোর পরে রাতের দিকে কুয়াশার দাপট ও থাকবে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে ঘন কুয়াশার জন্য চরম সতর্কতা জারি করা হয়েছে। যাইহোক, চলুন তাহলে জেনে নেওয়া যাক আজ ছুটির দিন কেমন থাকবে সমগ্র বাংলার আবহাওয়া সে সম্পর্কে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া
প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া সম্পর্কে। চলমান শৈত্যপ্রবাহে, বীরভূমের শ্রীনিকেতন দক্ষিণবঙ্গের সবচেয়ে শীতলতম স্থান হিসাবে আবির্ভূত হয়েছে, এমনকি উত্তরের কিছু পার্বত্য জেলার তুলনায় কম তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বীরভূমের এই অঞ্চলে। যাইহোক, আজ পুরুলিয়া, বাঁকুড়া ও বীরভূমে অতিরিক্ত ঠান্ডা থাকার সম্ভাবনা। আগামী কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে ঠান্ডা আবহাওয়া বিরাজ করবে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। সর্বনিম্ন তাপমাত্রায় বড় ধরনের কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস।
আরও পড়ুন: উত্তর ভাদ্রপদ নক্ষত্রে আয় উন্নতি বাড়বে ৫ রাশির! আজকের রাশিফল, ২৮ ডিসেম্বর
দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় একটি কুয়াশার পরামর্শ জারি করা হয়েছে। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে হ্রাস হতে পারে। ডিসেম্বরের শেষের দিকে পশ্চিমবঙ্গ জুড়ে তীব্র উত্তরের হাওয়া বয়ে যাওয়ার ফলে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে এবং রাজ্যজুড়ে তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে।
আগামী দিনে আরও বেশ খানিকটা কমবে বলে আশঙ্কা।
উত্তরবঙ্গের আবহাওয়া
এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া সম্পর্কে। আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) সর্বনিম্ন তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৪ থেকে ১১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। শনিবার রাজ্যের সবচেয়ে ঠান্ডা স্থান ছিল পাহাড়ি শহর দার্জিলিং, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ৫.৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর, আগামী ১ জানুয়ারি এবং আগামী ২ জানুয়ারি বরফ পড়তে পারে দার্জিলিঙে।