বিক্রম ব্যানার্জী, কলকাতা: থরে থরে সাজানো টাকা… এদিকে নেওয়ার লোক নেই। এমন অবস্থাই হয়েছে ভারতীয় ব্যাঙ্কগুলিতে (Unclaimed Money In Indian Banks)। সরকারি সূত্র মারফত খবর, এই মুহূর্তে দেশের ব্যাঙ্কগুলিতে প্রায় 78 হাজার কোটি টাকা জমা পড়ে রয়েছে। যার কোনও দাবিদার নেই। সেভিংস অ্যাকাউন্ট থেকে শুরু করে রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট সহ একাধিক স্কিম মিলিয়ে 10 বছরেরও বেশি সময় ধরে নিষ্ক্রিয় হয়ে রয়েছে লেনদেন। দাবিহীন ভাবে ব্যাঙ্কের ঘরেই পঁচছে টাকা।
কারা পাবেন 78 হাজার কোটি?
বিগত দিনগুলিতে, বাড়ি বদল, পুরনো রেকর্ড, জমে থাকা টাকা সম্পর্কে অবগত নন এমন বহু মানুষ আর্থিক প্রতিষ্ঠানগুলিতে টাকা জমিয়ে সেগুলি আর তোলেননি। যার ফলে ব্যাঙ্কের বিভিন্ন স্কিমের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বর্তমানে আর্থিক প্রতিষ্ঠানগুলিতেই জমে রয়েছে ওই অর্থ। রিপোর্ট অনুযায়ী, 10 বছরেরও বেশি সময় ধরে, সেভিংস অ্যাকাউন্ট, FD, RD, TD সহ অন্যান্য স্কিমের পর ইন্স্যুরেন্স পলিসিতেও 14 হাজার কোটি টাকা আনক্লেমড অবস্থায় পড়ে রয়েছে।
অবশ্যই পড়ুন: সিন্ধু চুক্তি স্থগিতর পর চন্দ্রভাগার উপর নয়া বিদ্যুৎ প্রকল্প! পাকিস্তানকে আরও চাপ ভারতের
এছাড়াও মিউচুয়াল ফান্ডে জমানো রয়েছে 3 হাজার কোটি টাকা। যার দাবিদার আজ পর্যন্ত পাওয়া যায়নি। সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ভারতীয় ব্যাঙ্কগুলির তরফে 78 হাজার কোটির মালিকদের কাছে বারবার নোটিস পৌঁছানো সত্বেও কোনও রকম প্রত্যুত্তর মেলেনি। মূলত সে কারণেই এই অর্থ বর্তমানে সঞ্চিত অবস্থাতেই পড়ে রয়েছে। তবে এই অর্থ বৈধ মালিকদের কাছে ফিরিয়ে দিতে কেন্দ্রীয় সরকার ‘ইওর মানি ইওর রাইট’ অভিযানে নেমেছে। তাতে ব্যাঙ্কে গচ্ছিত অর্থের যথাযথ প্রমাণ দিয়ে সেই অর্থ দাবি করতে পারবেন যোগ্য মালিকারা।
অবশ্যই পড়ুন: দক্ষিণবঙ্গের ৩ জেলায় শীতের ঝোড়ো ব্যাটিংয়ের অ্যালার্ট, আজকের আবহাওয়া
উল্লেখ্য, বছরের পর বছর ধরে ব্যাঙ্কে জমে থাকা অর্থের একটা অংশ ইতিমধ্যেই ফিরিয়ে দেওয়া হয়েছে বৈধ মালিকদের হাতে। ভারত সরকারের ইওর মানি ইওর রাইট অভিযানের হাত ধরে ইতিমধ্যেই 2 হাজার কোটি টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে। কেন্দ্রের আশা, আগামী দিনেও এই বিশেষ অভিযানে নিজেদের প্রাপ্য অর্থ ফিরিয়ে পাবেন যোগ্য মালিকরা।