সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগের ক্ষেত্রে ঝুঁকিবিহীন আর নিশ্চিত রিটার্ন, এই দুইয়ের জন্য এখন গ্রাহকদের প্রথম পছন্দ ফিক্সড ডিপোজিট। আর সেই তালিকায় সবথেকে জনপ্রিয় রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক হল পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কারণ, এই ব্যাঙ্কের এফডি-তে (PNB Fixed Deposit) বেশ চড়া হারে সুদ দেওয়া হয়। সবথেকে বড় ব্যাপার, স্বল্প সময়ের জন্য যারা বিনিয়োগ করতে চান, তাদের জন্য এই ব্যাঙ্ক হতে পারে দারুণ বিকল্প। হ্যাঁ, মাত্র ৯১ দিনের এফডি স্কিমেই এখন মিলছে ৬৭০০ টাকার বেশি সুদ। নিশ্চয় ভাবছেন কীভাবে? বিস্তারিত জানতে পড়ুন প্রতিবেদনটি।
সেরা রিটার্ন পিএনবি-র এফডি-তে
দেশের অন্যতম বৃহৎ রাষ্ট্রায়ত্ত্ব ব্যাঙ্ক হওয়ার কারণে পিএনবি-তে বিনিয়োগ সাধারণত নিরাপদ আর স্থিতিশীল বলেই মনে করেন বিশেষজ্ঞরা। আর সাম্প্রতিক সময়ে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর পর কিছু ব্যাঙ্ক সুদের হার সংশোধন করলেও পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক কোনওরকম পরিবর্তন করেনি। হ্যাঁ, বর্তমানে পিএনবি-তে ৭ দিন থেকে ১০ বছর পর্যন্ত মেয়াদী ফিক্সড ডিপোজিট রয়েছে। আর এখানে সর্বনিম্ন ৩% থেকে সর্বোচ্চ ৭.৩০% সুদ দেওয়া হয়।
আরও পড়ুন: দক্ষিণবঙ্গের ৩ জেলায় শীতের ঝোড়ো ব্যাটিংয়ের অ্যালার্ট, আজকের আবহাওয়া
৯১ দিনের এফডি-তেই মিলছে বাম্পার সুদ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ৯১ দিনের স্বল্প মেয়াদী এফডি-তে সুদের হার শুনলে সত্যিই অবাক হবেন। হ্যাঁ, এই মেয়াদে সাধারণ নাগরিকদের ৪.৯০%, প্রবীণ নাগরিকদের ৫.৪০% এবং অতি প্রবীণ নাগরিকদের ৫.৭০% সুদ দেওয়া হচ্ছে। আর এই হার অনুযায়ী সল্প বিনিয়োগে ভালো রিটার্ন মিলছে তা বলার অপেক্ষা রাখে না।
কীভাবে ৯১ দিনে ৬৭০০ টাকা সুদ আয় করবেন?
ধরুন, আপনি পিএনবি-র ৯১ দিনের এফডি-তে ৫ লক্ষ টাকা রাখলেন। তাহলে মেয়াদ শেষে রিটার্ন আসবে সাধারণ নাগরিকদের ক্ষেত্রে ৫,০৫,৯৯৮ টাকা, প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫,০৬,৫৯৯ টাকা এবং অতি প্রবীণ নাগরিকদের ৫,০৬,৯৫৮ টাকা। অর্থাৎ, মাত্র ৩ মাসে ৪ লক্ষ টাকা জমিয়েই প্রায় ৬০০০ টাকা থেকে ৬৭০০ টাকার বেশি সুদ আয় করা যাচ্ছে, যা স্বল্প মেয়াদের জন্য দারুণ বিকল্প।
আরও পড়ুন: ব্যাঙ্কে পড়ে ৭৮ হাজার কোটি টাকা, নেওয়ার লোক নেই! কারা পাবেন?
বিশেষ করে যারা স্বল্প মেয়াদে নিরাপদ রিটার্ন চান আর হাতে খুব একটা সময় থাকে না এবং বাড়তি টাকা বাড়ি পড়ে রয়েছে, তাদের জন্য এই স্কিম হতে পারে দারুণ বিকল্প। এছাড়া প্রবীণ বা অতি প্রবীণ নাগরিকদের জন্য এই স্কিম একেবারে ধামাকাদার তা বলা যায়।