মহিলারা পাবেন ১০০০ টাকা পেনশন, বছর শেষের আগে রাজ্য সরকারের নয়া স্কিম

Sthree Suraksha Scheme

সহেলি মিত্র, কলকাতা: বছর শেষ হওয়ার আগে মহিলাদের জন্য বিরাট ঘোষণা করল রাজ্য সরকার। এমনিতেই নারীদের আর্থিক নিরাপত্তা প্রদানের জন্য দেশে বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। তেমনই এবার, কেরালা সরকার নারীদের জন্য ‘স্ত্রী সুরক্ষা প্রকল্প’ (Sthree Suraksha Scheme) চালু করেছে। এই প্রকল্পের প্রাথমিক লক্ষ্য হল সেইসব নারী এবং ট্রান্সজেন্ডারদের আর্থিক নিরাপত্তা প্রদান করা যাদের নিয়মিত আয়ের উৎস নেই এবং অন্য কোনও সরকারি পেনশন সুবিধা পাচ্ছেন না। এই প্রকল্পের আওতায় মহিলাদের ১০০০ টাকা দেওয়া হবে প্রতি মাসে।

মহিলাদের ১০০০ টাকা দেবে সরকার

অক্টোবরে চালু হওয়া এই প্রকল্পের আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়েছে। সরকার বিশ্বাস করে যে, আর্থিক সহায়তা মহিলাদের মর্যাদাপূর্ণভাবে বাঁচতে করতে সাহায্য করবে। এই প্রকল্পের অধীনে যোগ্য মহিলারা মাসিক ১,০০০ আর্থিক সহায়তা পাবেন। কেরালা সরকারের একটি সামাজিক নিরাপত্তা প্রকল্প রয়েছে যার অধীনে ৩৫ থেকে ৬০ বছর বয়সী বেকার মহিলা এবং ট্রান্স মহিলারা মাসিক ১,০০০ টাকা পেনশন পাবেন। এই পরিমাণ অর্থ সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

সরকারের অনুমান, এই প্রকল্পের ফলে রাজ্যের প্রায় ৩১.৩৪ লক্ষ মহিলা উপকৃত হবেন। কেরালা সরকার এর জন্য বার্ষিক বাজেটে প্রায় ৩,৮০০ কোটি টাকা বরাদ্দ করেছে। প্রকল্পের তহবিল সরাসরি সুবিধাভোগীর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হবে। স্থানীয় সংস্থাগুলি অর্থ প্রদানের আগে আবেদনটি যাচাই-বাছাই করবে। এরপর কেরালা সামাজিক নিরাপত্তা পেনশন কোম্পানির মাধ্যমে তহবিল অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে।

যোগ্যতা কী?

এই প্রকল্পটি কেবলমাত্র সেইসব মহিলা এবং ট্রান্স মহিলাদের জন্য উপকৃত হবে যারা নির্দিষ্ট মানদণ্ড পূরণ করে। সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হল আবেদনকারীর অন্ত্যোদয় অন্ন যোজনা এর অধীনে একটি হলুদ রেশন কার্ড অথবা অগ্রাধিকার বিভাগের অধীনে একটি গোলাপী রেশন কার্ড থাকতে হবে। যদি কোনও মহিলার রেশন কার্ড পরবর্তীতে নীল বা সাদা কার্ডে পরিবর্তিত হয়, তাহলে তিনি এই প্রকল্পের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

আরও পড়ুনঃ ৯১ দিনে সুদ থেকেই হবে ৬৭০০ টাকা আয়! দারুণ রিটার্ন দিচ্ছে PNB-র ফিক্সড ডিপোজিট

কোন মহিলারা সুবিধা পাবেন না?

যেসব মহিলা ইতিমধ্যেই বিধবা পেনশন , অবিবাহিত মহিলা পেনশন, প্রতিবন্ধী পেনশন, পরিষেবা পেনশন, পারিবারিক পেনশন বা EPF পেনশন পাচ্ছেন তারা এই প্রকল্পের জন্য যোগ্য নন। এছাড়াও, কেন্দ্রীয় বা রাজ্য সরকারে নিযুক্ত মহিলারা, অথবা স্থায়ী বা চুক্তি ভিত্তিতে কর্মরত মহিলারাও এই প্রকল্পের জন্য যোগ্য নন। আবেদনের জন্য বয়সের প্রমাণপত্র, আধার কার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ, রেশন কার্ড এবং একটি ঘোষণাপত্র প্রয়োজন হবে। সরকার স্পষ্ট করে জানিয়েছে যে কেউ যদি ভুল তথ্য দিয়ে পেনশন নেন, তাহলে তাদের কাছ থেকে ১৮ শতাংশ সুদ সহ পুরো অর্থ আদায় করা হবে।

আরও পড়ুনঃ ব্যাঙ্কে পড়ে ৭৮ হাজার কোটি টাকা, নেওয়ার লোক নেই! কারা পাবেন?

কীভাবে অনলাইনে আবেদন করবেন?

১) প্রথমে, https://ksmart.lsgkerala.gov.in/ ওয়েবসাইটে যান এবং আপনার মোবাইল নম্বর ব্যবহার করে লগ ইন করুন।

২) যদি আপনি ইতিমধ্যে নিবন্ধিত না হন, তাহলে “Register” অপশনে ক্লিক করে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করুন।

৩) লগ ইন করার পর, Apply-এ ক্লিক করুন এবং তারপর ‘Sthree Suraksha Scheme’ নির্বাচন করুন।

৪) এরপর, আপনার স্থায়ী বাসস্থানের অপশন বেছে নিন।

৫) এখন আপনার নাম এবং আধার নম্বর লিখুন, বাকি প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি আপলোড করুন।

৬) সমস্ত তথ্য পূরণ করার পর, আবেদন জমা দিন।

৭) আবেদনপত্র পূরণ করার পর, আপনি একটি রশিদ পাবেন, ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি নিরাপদে রাখুন।

Leave a Comment