বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দলের গুরুর আসন থেকে সরছেন গৌতম গম্ভীর (Gautam Gambhir)! গতকাল পর্যন্তও এমন জল্পনাই ছড়িয়ে পড়েছিল নেট মহলে। শোনা গিয়েছিল, গম্ভীরের উপর নাকি আর ভরসা নেই ভারতীয় ক্রিকেট বোর্ডের। সেই মতোই, টিম ইন্ডিয়ার প্রধান কোচের বিকল্প খুঁজে নিয়েছে BCCI! তবে রাত পোহাতেই বদলে গেল ছবি। ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র দাবি করছে, গম্ভীরকে সরিয়ে দিয়ে ভিভিএস লক্ষ্মণকে দায়িত্ব দেওয়ার মতো কোনও আলোচনাই হয়নি। 2027 বিশ্বকাপ পর্যন্ত ভারতীয় দলের হেড স্যারের দায়িত্বে থাকবেন গম্ভীরই। এক কথায়, গম্ভীরকে সরানোর জল্পনায় একপ্রকার জল ঢেলে দিল বোর্ডের ওই সূত্র।
লাল বলের ক্রিকেটে গম্ভীরের ব্যর্থতা চোখে লেগেছে
কলকাতা নাইট রাইডার্স দলকে IPL জেতানোর পরই ভারতীয় দলের হটসিটে বসেছিলেন গৌতম। টিম ইন্ডিয়ার প্রাক্তন সদস্য প্রধান কোচের দায়িত্ব পাওয়ার পর থেকেই সাদা বলের ক্রিকেটে কিছুটা ছন্দে ফিরলেও লাল বলের ক্রিকেটে একপ্রকার মুখ থুবড়ে পড়েছে ভারত। পরিসংখ্যান বলে, গম্ভীর ভারতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আজ পর্যন্ত মোট 18টি টেস্ট খেলেছে টিম ইন্ডিয়া। এই আসরে 7টি টেস্টেই হারতে হয়েছে ভারতকে। ঘরের মাঠের পরিসংখ্যানে চোখ রাখলে, গম্ভীরের আমলে এ নিয়ে 9টি টেস্ট ঘরের মাটিতে খেলেছে টিম ইন্ডিয়া। তার মধ্যে চারটিতে জয় পেলেও বাকি চারটিতে হেরে ভূত হয়েছেন শুভমন গিলরা! এছাড়া একটি ম্যাচ ড্র হয়েছে।
অবশ্যই পড়ুন: ফের রেকর্ড দাম বৃদ্ধি সোনার, ১৭০০ টাকা বাড়ল রুপোর দরও! আজকের রেট
এখানেই শেষ নয়, লাল বলের ক্রিকেটে ভারতের দুর্দশা প্রভাব ফেলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশীপের পয়েন্ট তালিকাতেও। শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে চুন-কাম হওয়ার পর WTC পয়েন্ট তালিকায় পাকিস্তানেরও পরে 6 নম্বরে জায়গা হয়েছে ভারতের। মূলত এই সব দিক বিবেচনা করেই লাল বলের ক্রিকেটে গম্ভীরকে কার্যত শনি হিসেবেই দেখছেন অনেকে! সেখান থেকেই দাবি উঠেছে তাঁর অপসারণের।
অবশ্যই পড়ুন: বাংলার রেশন ডিলারদের পোয়া বারো, দীর্ঘদিনের দাবি মানল সরকার
এ নিয়ে পিটিআইয়ের একটি সূত্র দাবি করেছিল, ভারতীয় ক্রিকেট বোর্ড নাকি সবদিক বিবেচনা করে টেস্ট দলের প্রধান কোচের আসন থেকে গম্ভীরকে সরানোর কথা ভেবেছিল। শুধু তাই নয়, গম্ভীরকে সরিয়ে লাল বলের ক্রিকেটে লক্ষ্মণকে ভারতের প্রধান কোচ করার চেষ্টা হয়েছিল। তবে শোনা যায়, শেষ পর্যন্ত নাকি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রাজি হননি। মূলত সে কারণেই টেস্টে আপাতত গম্ভীরেই ভরসা রাখতে হচ্ছে BCCI কে। সূত্রের খবর, এই মুহূর্তে ভারতীয় দলের প্রধান কোচের পদে বসতে রাজি নন ভিভিএস। তবে NDTV এমন খবরের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছিল! বলা হয়েছিল এই জল্পনা সত্যি নয়। পরবর্তীতে বোর্ডের এক কর্তা নাকি জানান, BCCI এর কেউই লক্ষ্মণকে ভারতের কোচ করার চেষ্টা তো দূর বরং গম্ভীরকে সরানোর কথাই আলোচনা করেননি।