মাথাপিছু গড় আয়ে মহারাষ্ট্র, বিহারকে পিছনে ফেলল বাংলা! দেখুন রিপোর্ট

Average Income in West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: মাথাপিছু গড় আয়ে এবার বিরাট সাফল্য পেল বাংলা (Average Income in West Bengal)। কারণ, গ্লাসগোর সাম্প্রতিক এক রিপোর্ট পশ্চিমবঙ্গের মানুষের মুখে হাসি ফোটাচ্ছে। হ্যাঁ, মাথাপিছু গড় আয়ের নিরিখে দেশের একাধিক বড় রাজ্যকে পিছনে ফেলেছে পশ্চিমবঙ্গ। এমনকি মহারাষ্ট্র বিহারের মতো বিজেপি সরকারের রাজ্যের মুখেও চুনকালি মাখিয়েছে। কী বলছে সাম্প্রতিক রিপোর্ট?

গড় আয়ে অনেকটাই এগিয়ে পশ্চিমবঙ্গ

সম্প্রতি দেশজুড়ে করা এক রিপোর্ট প্রকাশ্যে এসেছে। আর সেই অনুযায়ী জানা গিয়েছে, ২০২৫ সালের হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের মানুষদের মাসিক গড় আয় দাঁড়িয়েছে ২০.২১ টাকা। আর এই পরিসংখ্যার ভিত্তিতে মহারাষ্ট্র, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, বিহার, রাজস্থান, কেরল সহ একাধিক রাজ্যকে টেক্কা দিয়েছে বাংলা। সবথেকে অবাক করার বিষয়, এই রাজ্যগুলির বেশিরভাগই বিজেপির ক্ষমতায়। এমনকি গড় আয়ের তালিকায় শুধুমাত্র উত্তরপ্রদেশ পশ্চিমবঙ্গের উপরে রয়েছে বলে ওই রিপোর্ট দাবি করা হচ্ছে।

আরও পড়ুন: বাংলার রেশন ডিলারদের পোয়া বারো, দীর্ঘদিনের দাবি মানল সরকার

রিপোর্ট অনুযায়ী, দেশে একজন মানুষের গড় আয় ৮ টাকা থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৪৩ হাজার টাকা পর্যন্ত। আর বার্ষিক গড় আয় প্রায় ৯ লক্ষ ৪৫ হাজার ৪৮৯ টাকা। আবার দেশের মধ্যে সবথেকে কম গড় আয় দেখা গিয়েছে লাক্ষাদ্বীপে। কারণ, সেখানে মানুষের মাসিক গড় আয় মাত্র ১৪.২৬ টাকা। অন্যদিকে বয়সভিত্তিক হিসাবে দেখা গিয়েছে, ৩৫ থেকে ৪৪ বছর বয়সীরা সবথেকে বেশি রোজগার করে। তারপর রয়েছে ৪৫ থেকে ৫৪ বছরের নাগরিকরা। এরপর ২৫ থেকে ৩৪ বছর বয়সী কর্মরত মানুষজনরা রয়েছে। অন্যদিকে আবার কেরিয়ারের শুরুতে বা অবসরের মুখে দাঁড়িয়ে সর্বোচ্চ আয়ে পৌঁছতে পারেনি বেশিরভাগ মানুষ।

আরও পড়ুন: ক্যানিংয়ে থানার কোয়ার্টারে মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ! পুলিশের বিরুদ্ধে অভিযোগ পরিবারের

লিঙ্গ ভিত্তিক রিপোর্ট নিয়ে যদি কথা বলি, তাহলে পুরুষের গড় বার্ষিক আয় প্রায় ১৯ লক্ষ ৫৩ হাজার টাকা এবং একজন মহিলার গড় বার্ষিক আয় ১৫ লক্ষ ১৬ হাজার টাকা। যদিও বিশেষজ্ঞদের মতে, ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে আয় সবদিক থেকে বেড়েছে।

Leave a Comment