পারেননি ধোনি থেকে রোহিত কেউই! অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কাইরন পোলার্ড

Kieron Pollard World Record he became first captain who hits 300 sixes in T20

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ওয়েস্ট ইন্ডিজ হলো এমন এক দল, যে দলের বেশিরভাগ খেলোয়াড়ই ক্রিকেটে নিজের সর্বস্ব উজাড় করে দিতে প্রস্তুত। তার প্রমাণ মিলেছে বহুবার। প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা আন্দ্রে রাসেল হোক বা সুনীল নারিন কিংবা আজকের দিনের শাই হোপ, রস্টন চেজ। প্রায় সব ক্যারিবিয়ান ক্রিকেটারই দলের জন্য একপ্রকার নিজের জীবন বাজি রাখতে প্রস্তুত। সবচেয়ে বড় কথা, ব্যাট বল উভয় ক্ষেত্রেই একেবারে দক্ষ ভূমিকা পালন করেন ক্যারিবিয়ানরা।

সেই তালিকায় একেবারে শুরুর দিকেই নাম থাকে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রাক্তন ক্রিকেটার কাইরন পোলার্ড এর। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে না খেললেও ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে কামাল দেখাচ্ছেন তিনি (Kieron Pollard World Record)। এমআই এমিরেটস দলের অধিনায়ক এবার টি-টোয়েন্টি লিগে এমন এক কীর্তি গড়লেন সেনাপতির আসনে বসে যা আগে করে দেখাতে পারেননি, মহেন্দ্র সিং ধোনি কিংবা রোহিত শর্মা কেউই।

বিশ্বরেকর্ড গড়লেন পোলার্ড

শনিবার, ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছিল দুবাই ক্যাপিটালস এবং এমআই এমিরেটস। সেখানেই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 8 উইকেট হারিয়ে 122 রান তোলে দুবাই। পরবর্তীতে সেই রান তাড়া করতে 17 ওভারও লাগেনি MI এর। এদিন 16.4 ওভারের 123 রানের লক্ষ্য পূরণ করে ফেলেন টম ব্যান্টনরা। আর এই ম্যাচেই ব্যাট হাতে একেবারে জ্বলে উঠেছিলেন পোলার্ড। 31 বলে 44 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এই প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা।

অবশ্যই পড়ুন: কাকলির অভিযোগ ভিত্তিহীন! তৃণমূল সাংসদের পরিবারের সদস্যদের ডাকার কারণ জানাল কমিশন

এদিন একটি চার এবং পাঁচটি ছয়ে নিজের ইনিংস একেবারে সাজিয়ে নিয়েছিলেন পোলার্ড। আর সেই সূত্রে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে এমন এক রেকর্ড গড়লেন যা আগে গড়তে পারেননি মহেন্দ্র সিং ধোনি থেকে শুরু করে রোহিত শর্মারা। কী এমন করলেন রাসেলের প্রাক্তন সতীর্থ? বলে রাখি, এদিন টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে 300 ছক্কা হাঁকানো প্রথম খেলোয়াড় হয়ে ওঠেন পোলার্ড। দুবাই ক্যাপিটালসের বিরুদ্ধে প্রথম ছয় মারার সাথে সাথেই এই মাইলফলক ছুঁয়ে পেলেন ক্যারিবিয়ান স্টার।

অবশ্যই পড়ুন: গম্ভীরকে সরিয়ে ভারতের প্রধান কোচ করা হচ্ছে ভিভিএস লক্ষ্মণকে? জানাল BCCI!

বলাই বাহুল্য, গতকালের ম্যাচের হাত ধরে এই মুহূর্তে টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে প্রথম ক্রিকেটার পোলার্ড যিনি আজ পর্যন্ত 304টি ছক্কা হাঁকিয়েছেন। আগামীতেও যে এই সংখ্যাটা বাড়বে তা বলার অপেক্ষায় রাখে না। না বললেই নয়, অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছয় হাঁকানো প্লেয়ারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন দক্ষিণ আফ্রিকার ফাক ডু প্লেসিস। আজ পর্যন্ত তিনি টি-টোয়েন্টি ক্রিকেটে অধিনায়ক হিসেবে 286টি ছক্কা মেরেছেন। এরপরই নাম রয়েছে মহেন্দ্র সিং ধোনির। অধিনায়ক হয়ে তিনি মেরেছেন 281টি ছয়। চতুর্থ স্থানে রোহিত শর্মা এবং পঞ্চম স্থানে রয়েছেন বিরাট কোহলি। এই দুই বন্ধু যথাক্রমে 273 এবং 227টি ছয় মেরেছেন।

Leave a Comment