কেউ কেনেনি মেয়েদের IPL-এ, ১৫ বলে অর্ধশতরান করলেন সেই ক্রিকেটার

Laura Harris scored half century in women’s Super smash

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2023 সালে মহিলাদের IPL এ 45 লাখে দিল্লি ক্যাপিটালসে বিক্রি হয়েছিলেন তিনি। তবে এবার তাঁর দিকে ফিরেও তাকায়নি কোনও দল। ফলে অবিক্রিত থাকতে হয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেটারকে। এবার সেই লরা হ্যারিসই (Laura Harris) মাত্র 15 বলে অর্ধশতরান করে জাত চেনালেন। আসলে মেয়েদের বিগ ব্যাশ লিগে কিছুটা ব্যর্থ হলেও সুপার স্ম্যাশের শুরুতেই ব্যাট হাতে তাণ্ডব দেখালেন লরা। আজ অর্থাৎ রবিবার ওটাগোর জার্সি গায়ে ক্যান্টারবুরির বিরুদ্ধে লরা প্রমাণ করলেন তাঁকে না নিয়ে ভুল করেছে মহিলাদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দলগুলি।

কেলির রেকর্ডে ভাগ বসালেন অস্ট্রেলিয়ান ক্রিকেটার

রবিবার প্রথমে ব্যাট করতে নেমে 146 রানের লক্ষ্য বেঁধেছিল ক্যান্টারবুরি। সেই লক্ষ্য তাড়া করতে নেমে ওটাগোর হয়ে একেবারে ব্যাটে ঝড় তুললেন লরা। দলের ইনিংস তখন 2 উইকেটে 46। সেখান থেকেই ব্যাট হাতে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। এদিন ছটি 4 এবং চারটি ছয় মেরে 17 বলে 52 রান করেন তিনি। তবে অর্ধশতরান স্পর্শ করতে লরার প্রয়োজন পড়েছিল মাত্র 15 বল।

অবশ্যই পড়ুন: চোখের পলকে হাওয়া, গতিবেগ ঘন্টায় ৭০০ কিমি! এক ট্রেনেই বিশ্বরেকর্ড গড়ল চিন

এদিন এই ঝড়ো ইনিংসের দৌলতে জিতে যায় দল ওটাগো। সেই সাথেই হাফ সেঞ্চুরি করে মেরি কেলির রেকর্ডে ভাগ বসিয়ে নেন লরা। না বললেই নয়, 2022 সালে ওয়ারউইকশায়ারের হয়ে এক ম্যাচে মাত্র 15 বলে অর্ধশতরান করেছিলেন এই ক্রিকেটার। এবার কেলির সেই রেকর্ড স্পর্শ করে নিলেন লরাও। তাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটারের প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল।

অবশ্যই পড়ুন: হাওড়া-দিল্লি রুটে ‘কবচ’ শুরু করতে পারল না রেল, পিছল ডেডলাইন

বিগ ব্যাশ লিগে ব্যর্থ হয়েছিলেন লরা

এর আগে মহিলাদের বিগ ব্যাশ লিগে সিডনি থান্ডারের হয়ে মাঠে নেমেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি এই অস্ট্রেলিয়ান ক্রিকেটার। 10 ম্যাচে অংশ নিয়েও লরার ব্যাট থেকে এসেছিল মাত্র 69 রান। তাতে যথেষ্ট হতাশ হয়েছিলেন খেলোয়াড় নিজেও। অনেকেই মনে করেন, মেয়েদের বিগ ব্যাশ লিগে ব্যর্থতা সহ সাম্প্রতিক অতীতের কিছু অসফলতার কারণেই মেয়েদের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে অবিক্রিত থাকতে হয়েছে তাঁকে। তবে এবার ওটাগোর হয়ে বড় রান বেঁধে ফেললেন তিনি।

Leave a Comment