বিক্রম ব্যানার্জী, কলকাতা: পূর্বের ঘোষণা অনুযায়ী, আগামীকাল অর্থাৎ 29 ডিসেম্বর নিউটাউনে দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতোই চলছে প্রস্তুতি। মুখ্যমন্ত্রীর হাত ধরে শিলান্যাস পর্ব মিটলে পুরোদমে শুরু হবে, দুর্গাঙ্গন তৈরির কাজ। তবে সোমবার সেই শুভ কাজের ঠিক আগের দিনই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে ভিডিও সহ এক বিস্ফোরক পোস্ট করে বসলেন রাজ্যের বিরোধী দলনেতা বিজেপির শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari On Mamata Banerjee)। তাঁর বক্তব্য, স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মালিকদের আপত্তির কারণে নিউটাউনে প্রস্তাবিত দূর্গাঙ্গনের স্থান বদল করা হয়েছে।
নিউটাউনের দুর্গাঙ্গন নিয়ে বিস্ফোরক পোস্ট শুভেন্দুর
রবিবার দুপুরে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে নিউটাউনের প্রস্তাবিত দুর্গাঙ্গন প্রাঙ্গণের একটি ভিডিও আপলোড করে তার ক্যাপশনে বিরাট অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা। শুভেন্দু ওই পোস্টে লেখেন, “ঠেলার নাম বাবাজি !!! নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া…পূর্ব ঘোষণা অনুযায়ী আগামীকাল 29 ডিসেম্বর নিউটাউনে ‘দুর্গাঙ্গনের’ শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিগত দু’মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামূলী ‘সিন্ডিকেট চক্র’ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের সংস্থাকে বরাত দেওয়া হয় মাটি ভরাটের কাজ করানোর।”
অবশ্যই পড়ুন: T20 বিশ্বকাপের আগেই ধাক্কা খেল পাকিস্তান! চোট পেলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বোলার
এদিন বিজেপি নেতা আরও লেখেন, “নিউটাউনের বিশ্ব বাংলা সরণিতে স্থিত ‘ওয়েস্ট-ইন’ হোটেলের উল্টো দিকে, ইকো পার্কের কাছে স্বাস্থ্য বিভাগের অধীনস্থ পূর্ব নির্ধারিত স্থানে বিশাল মঞ্চ তৈরি করা হয় শিলান্যাসের জন্যে। কিন্তু হঠাৎ বিপত্তি !!! কানা ঘুসো শোনা যাচ্ছে যে, সেই জমি যখন অধিগ্রহণ হয়েছিলো, তখন সেখানে জমির মালিকানা কিছু মুসলিম ব্যক্তিদেরও ছিল। তাদের পরিবারের ও স্থানীয় বসবাসকারী মুসলমান সমাজের আপত্তি কেন তাদের অধিকৃত জমিতে সরকারি অর্থে হিন্দু ধর্মস্থল নির্মাণ করবে সরকার।”
রবিবার, দুর্গাঙ্গন নিয়ে বিস্ফোরক সব তথ্য তুলে ধরার পাশাপাশি ঘুরিয়ে মুখ্যমন্ত্রীকে নিশানা করেন শুভেন্দু। বিজেপি নেতা লেখেন, “এবার ছুঁচো গেলার অবস্থা হয় মাননীয়ার! নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে দুর্গাঙ্গন, মহাকাল মন্দির ইত্যাদি বানানোর ঘোষণা করা হয়ে গেছে, আবার মুসলিম ভোট ব্যাংককে চটালে সাড়ে সর্বনাশ! অজ্ঞতা ভোট ব্যাংকের ওজনের ভারের তুলনায় হিন্দুদের ভাবাবেগ হালকা, তাই তাড়াতাড়ি স্থান পরিবর্তন করে বর্তমানে দুর্গাঙ্গনের স্থান নির্ধারণ করা হয়েছে নিউটাউনের বাস স্ট্যান্ডের পাশে।”
আরও পড়ুনঃ হাওড়া-দিল্লি রুটে ‘কবচ’ শুরু করতে পারল না রেল, পিছল ডেডলাইন
তৃণমূল বিরোধী নেতার আরও দাবি, “এবারের চিহ্নিত জমি শিল্পের জন্যে নির্ধারিত ছিল! আসলে মাননীয়ার সময় খারাপ, এবারও ‘মেসি ম্যাজিক’ দেখাতে গিয়ে ‘মেসি ম্যাসাকার’ হওয়ার মতো পরিস্থিতি হয়েগেছে। মা দুর্গাকে নিয়ে রাজনীতি করতে গিয়ে এই অবস্থা হলো, আগামী দিনে আরও খারাপ দিন অপেক্ষা করছে মাননীয়ার জন্যে…”
ঠেলার নাম বাবাজি !!!
নিজেকে হিন্দু প্রমাণ করতে গিয়ে বিপাকে মাননীয়া…পূর্ব ঘোষণা অনুযায়ি আগামীকাল ২৯ ডিসেম্বর নিউটাউনে ‘দুর্গাঙ্গনের’ শিলান্যাস করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
বিগত দু’মাস ধরে রীতিমতো টেন্ডার ডেকে তোলামূলী ‘সিন্ডিকেট চক্র’ ঘনিষ্ঠ ব্যবসায়ীদের… pic.twitter.com/uoJc1GuB1m— Suvendu Adhikari (@SuvenduWB) December 28, 2025
অবশ্যই পড়ুন: কেউ কেনেনি মেয়েদের IPL-এ, ১৫ বলে অর্ধশতরান করলেন সেই ক্রিকেটার
উল্লেখ্য, চলতি বছরের 21 জুলাই শহীদ দিবসের দিন ধর্মতলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন, নিউটাউনে তৈরি হবে দুর্গাঙ্গন। সেই মতোই, শুরু হয়ে যায় কাজ। এ বছরের মধ্যেই দুর্গাঙ্গন তৈরির কাজ শুরু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন চলতি মাস অর্থাৎ ডিসেম্বরেই হবে ভিতপুজো। এরপর মুখ্যমন্ত্রীর তরফে সবুজ সংকেতের অপেক্ষায় ছিলেন সকলে। শেষ পর্যন্ত জানা যায়, 29 ডিসেম্বর, সোমবার মুখ্যমন্ত্রী মমতার হাত ধরে হবে শিলান্যাস এবং ভিতপুজো। সেই পর্ব মিটলেই হিডকোর তত্ত্বাবধানে শুরু হবে 261 কোটি 99 লাখের দুর্গাঙ্গনের কাজ।