বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় দল থেকে বাদ পড়তে পারেন তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ (Rishabh Pant)? শোনা যাচ্ছে, সাদা বলের ক্রিকেটে এই খেলোয়াড়ের উপর খুব একটা আস্থা নেই নির্বাচন কমিটি থেকে শুরু করে প্রধান কোচ গৌতম গম্ভীরের। হয়তো সে কারণেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছিলেন পন্থ। এখন শোনা যাচ্ছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের দল থেকেও বাদ দেওয়া হতে পারে এই ভারতীয় ক্রিকেটারকে।
শুধু লাল বলের ক্রিকেটেই খেলবেন ঋষভ?
নতুন বছরের শুরুতেই অর্থাৎ আগামী 11 জানুয়ারি থেকে 18 জানুয়ারি পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ খেলবে ভারত। তার আগে ঘরোয়া ক্রিকেটে নিজের রঙ দেখাচ্ছেন ঋষভ। দিল্লির হয়ে প্রথম ম্যাচে অবশ্য ডাহা ফেল করেন এই খেলোয়াড়। প্রথম দিন ব্যাট হাতে মাত্র 5 রান তুলতে পেরেছিলেন তিনি। এরপর দ্বিতীয় ম্যাচে কোহলির 77 রানের ইনিংসের দিন 70 রান পেয়েছিলেন পন্থ।
অবশ্যই পড়ুন: বিষ্ণুপুরে জিৎ-র অনুষ্ঠানে ভাঙচুর, মহিলাদের উপর লাঠিচার্জ! পুলিশের পদক্ষেপ নিয়ে প্রশ্ন
বেশ কয়েকটি সূত্র দাবি করছে, বিজয় হাজারেতে ধারাবাহিকতা দেখাতে না পারায় হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডেতে জায়গা হবে না ভারতীয় তারকার। তবে ভারতের একদিনের দল থেকে বাদ পড়লেও লাল বলের ক্রিকেটে অর্থাৎ টেস্ট দলে জায়গা ধরে রাখবেন ঋষভ। শোনা যাচ্ছে, এই উইকেট কিপার ব্যাটসম্যানকে শুধুমাত্র লাল বলের ক্রিকেটেই খেলাতে চাইছেন অজিত আগরকর এবং গৌতম গম্ভীররা। যদিও এ নিয়ে কোনও স্পষ্ট বক্তব্য আসেনি।
অবশ্যই পড়ুন: পারেননি ধোনি থেকে রোহিত কেউই! অধিনায়ক হিসেবে বিশ্বরেকর্ড গড়লেন কাইরন পোলার্ড
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফেরানো হতে পারে শুভমন গিলকে। ঘাড় এবং পায়ের চোট সেরেছে ভারতীয় তারকার। ইতিমধ্যেই অনুশীলনেও নেমে পড়েছেন তিনি। সব ঠিক থাকলে বিজয় হাজারেতেও খেলতে পারেন গিল। তারপরই হয়তো নিউজিল্যান্ডের বিরুদ্ধে দলে কামব্যাক হবে তাঁর। তাছাড়াও চোট ছাড়িয়ে উঠেছেন শ্রেয়স আইয়ারও। যদিও তিনি নিউজিল্যান্ডের বিরুদ্ধে আদৌ জায়গা পাবেন কিনা তা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে। তবে অনেকেই বলছেন, সাদা বলের ক্রিকেট থেকে যদি পন্থ জায়গা হারান সে ক্ষেত্রে বড় সুযোগ পেতে পারেন সদ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে জায়গা করে নেওয়া ঈশান কিষাণ।