যুবভারতী কাণ্ডে হাতে গীতা নিয়ে কোর্টে শতদ্রু দত্ত, কী বলল আদালত?

Satadru Dutta Jail Custody New update

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার শেষ হয়েছে মেসিকে ভারতে নিয়ে আসার নেপথ্য কারিগর শতদ্রু দত্তের (Satadru Dutta) পুলিশ হেফাজতের মেয়াদ। মূলত সে কারণেই তাঁকে তোলা হয়েছিল বিধাননগর আদালতে। সেখানেই দেখা গেল হাতে একটি গীতা নিয়ে আদালতে প্রবেশ করছেন শতদ্রু। মুখ বেজায় গম্ভীর। তবে কাঠগড়ায় ওঠাই সার হল, এদিনও বঙ্গ ক্রীড়া সংগঠকের জামিনের আবেদন খারিজ করে দিল আদালত। আদালতে সরকার পক্ষের আইনজীবীরা জানান, শতদ্রু যথেষ্ট প্রভাবশালী। তাই তাঁকে এখনই জামিন দেওয়া ঠিক হবে না।

শতদ্রুর জেল হেফাজতের নির্দেশ আদালতের

গত 13 ডিসেম্বর, প্রথম শহরে পা পড়েছিল লিওনেল মেসির। এরপর মেসিকে দেখতে না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছিলেন যুবভারতী ক্রীড়াঙ্গনের দর্শকরা। যুবভারতীর মাঠে ব্যাপক বিশৃংখলার কারণে সেদিনই বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় বঙ্গ ক্রীড়া সংগঠক শতদ্রু দত্তকে। পরবর্তীতে তাঁকে বিধান নগর আদালতে তোলা হলে 14 দিনের জেল হেফাজত দেন বিচারকরা। তারপরই শতদ্রুকে হেফাজতে রেখে ক্রমাগত জেরা করতে থাকেন পুলিশ আধিকারিকরা। তাতে উঠে আসে একের পর এক তথ্য।

অবশ্যই পড়ুন: ২০২৫-এ সবচেয়ে বেশি আয় করেছেন এই ৭ ক্রিকেটার, তালিকার শীর্ষে বিরাট কোহলি

এবিপি আনন্দের রিপোর্ট অনুযায়ী, তদন্তকারী আধিকারিকদের তল্লাশিতে বেশ কয়েকটি ব্যাঙ্কের লেনদেন উঠে এসেছিল। আর তারপরেই সেই সংক্রান্ত হিসেব খতিয়ে দেখে শতদ্রুর 22 কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়। এরই মাঝে কেটে গিয়েছিল 14 দিন। কথা মতো আজ অর্থাৎ রবিবার শেষ হয় শতদ্রু পুলিশি হেফাজতের মেয়াদ। তারপরই নিয়ম মতো তাঁকে বিধাননগর কোর্টে পেশ করা হলে শতদ্রুর বিরুদ্ধে সরকারি অনুমতি ছাড়া পানীয় ও খাদ্য সরবরাহকারীদের সাথে চুক্তি, 23 কোটি টাকার দুর্নীতি সহ একাধিক অভিযোগ আনেন আইনজীবীরা।

অবশ্যই পড়ুন: কলকাতা সহ ৪৮ শহরে ট্রেনের ক্যাপাসিটি দ্বিগুণ করতে চলেছে রেল

আইনজীবীদের তরফে স্পষ্ট বলা হয়, শতদ্রু দত্ত যথেষ্ট প্রভাবশালী। তাই তাঁকে জামিন দিয়ে দেওয়া কখনই ঠিক হবে না। মূলত দুপক্ষের আইনজীবীর সওয়াল জবাব শুনে শেষ পর্যন্ত শতদ্রুর জামিনের আবেদন খারিজ করে দেয় আদালত। সেই সাথে আগামী 9 জানুয়ারি পর্যন্ত তাঁকে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। তাতে নতুন করে জন্ম নিল আরও একগুচ্ছ প্রশ্ন।

Leave a Comment