শিয়ালদা, হাওড়ার ১০০টি ট্রেনের সময় বদল করল পূর্ব রেল, দেখুন নতুন সময়সূচি

Sealdah Train Time Changed

সহেলি মিত্র, কলকাতাঃ নতুন বছর অর্থাৎ ২০২৬ সাল শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি। ইতিমধ্যে কাউন্টডাউন অবধি শুরু করে দিয়েছেন মানুষ। নতুন বছর থেকে বেশ কিছু জিনিসের ক্ষেত্রে বদল ঘটবে। ঠিক যেমন বদল ঘটবে ট্রেনের সময়সূচিতেও। জানা গিয়েছে, যাত্রী সুবিধার কথা মাথায় রেখে পূর্ব রেল শিয়ালদা ডিভিশনে (Sealdah) ১০০টি লোকাল ট্রেনের সময়সূচি প্রকাশ করেছে। এই ট্রেনগুলি এখনের থেকে কিছু আরও আগে চলবে তো কিছু ট্রেন একটু পরে ছাড়বে বলে খবর।

১ জানুয়ারি থেকে বদলে যাচ্ছে বহু ট্রেনের টাইমিং

পূর্ব রেল সূত্রে খবর, ১০০ টির লোকাল ট্রেনের সময়সূচী সংশোধন করেছে রেল। ১ জানুয়ারি, ২০২৬ থেকে কার্যকর এই পরিবর্তনগুলির লক্ষ্য হল যানজট কমানো, সময়ানুবর্তিতা বৃদ্ধি করা এবং ভারতের ব্যস্ততম কিছু রেল করিডোরে যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা। এই বদল মূলত শিয়ালদা বিভাগে করা হয়েছে। ফলে আপনিও যদি শিয়ালদা বিভাগের রোজকার যাত্রী হয়ে থাকেন তাহলে আজকের এই আর্টিকেলটি রইল আপনার জন্য।

আরও পড়ুনঃ ২০২৫-এ সবচেয়ে বেশি আয় করেছেন এই ৭ ক্রিকেটার, তালিকার শীর্ষে বিরাট কোহলি

কোন কোন ট্রেনের সময় বদলাচ্ছে?

এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে কোন কোন ট্রেনের সময় বদল হতে চলেছে? রেলের তরফে জানানো হয়েছে, বনগাঁও শিয়ালদা ইএমইউ, শিয়ালদা হাসনাবাদ ইএমইউ, গেদে শিয়ালদা ইএমইউ, শিয়ালদা বারাসাত ইএমইউ, শিয়ালদা হাসনাবাদ ইএমইউ, বনগাঁও দমদম ক্যান্টনমেন্ট ইএমইউ , বারাসাত বনগাঁও ইএমইউ, মধ্যমগ্রাম শিয়ালদা ইএমইউ, লক্ষ্মীকান্তপুর- শিয়ালদা ইএমইউ, কোমাগাতা মারু বজবজ শিয়ালদা ইএমইউ, শিয়ালদা বনগাঁও ইএমইউ ট্রেনের সময় বদল হচ্ছে।

আরও পড়ুনঃ যুবভারতী কাণ্ডে হাতে গীতা নিয়ে কোর্টে শতদ্রু দত্ত, কী বলল আদালত?

ক্যানিং শিয়ালদা ইএমইউ, ডায়মন্ড হারবার শিয়ালদা ইএমইউ, শান্তিপুর- শিয়ালদা ইএমইউ, শিয়ালদা বনগাঁও ইএমইউ, ক্যানিং- সোনারপুর ইএমইউ, শিয়ালদা লক্ষ্মীকান্তপুর ইএমইউ, নামখানা- লক্ষ্মীকান্তপুর ইএমইউ, লক্ষ্মীকান্তপুর- শিয়ালদা ইএমইউ, শিয়ালদা- বারুইপুর ইএমইউ, শিয়ালদা- বি. বা. দী. বাগ ইএমইউ, মাঝেরহাট -হাবরা ইএমইউ, সোনারপুর- শিয়ালদা ইএমইউ, সোনারপুর শিয়ালদা ইএমইউ,শিয়ালদা- সোনারপুর ইএমইউ, হাসনাবাদ – শিয়ালদা ইএমইউ সহ তালিকায় রয়েছে বহু ট্রেন।

Leave a Comment