ট্রেন দুর্ঘটনা, মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ..! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৮ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৮ ডিসেম্বর, রবিবার। ট্রেন দুর্ঘটনা, মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ, নিজের মেয়েকে হত্যা মায়ের, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ১০০% শিক্ষিত রাজ্য হল ত্রিপুরা

ত্রিপুরার মুকুটে এবার নয়া পালক। ৯৫.৬% শিক্ষিত রাজ্য হয়ে মিজোরাম আর গোয়ার পর সম্পূর্ণ স্বাক্ষর রাজ্যের তকমা পেয়েছে এই রাজ্যটি। হ্যাঁ, ইউনেস্কোর নির্দেশিকা অনুযায়ী যেহেতু ৯৫% স্বাক্ষরতা অর্জন করলে সেটিকে পূর্ণ শিক্ষিত বলা হয়, তাই এবার সেই তকমা অর্জন করল ত্রিপুরা। ১৯৬১ সালে স্বাক্ষরতা ছিল ২০.২৪ শতাংশ। তবে ২০২৫ সালে তা দাঁড়িয়েছে ৯৫.৬%। যদিও শিক্ষার সাফল্যের মাঝেই রাজ্য জুড়ে চলছে বিভিন্ন রকম রাজনৈতিক অস্থিরতা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) বাংলাদেশের হিন্দু হত্যার প্রতিবাদে লন্ডনে বিক্ষোভ

বাংলাদেশের হিন্দু যুবক হত্যার প্রতিবাদে এবার লন্ডনে বাংলাদেশের হাইকমিশনের সামনে বিক্ষোভ সামিল হয়েছে প্রবাসী বাংলাদেশী হিন্দুরা। তবে সেই বিক্ষোভের মাঝেই খলিস্থনি বিচ্ছিন্নতাবাদীদের একটি গোষ্ঠী পাল্টা বিক্ষোভ শুরু করে। তারা মূলত ইউনুস সরকারের পক্ষেই ছিল বলে দাবি করা হচ্ছে। এমনকি তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা নিয়ন্ত্রণ করতে লন্ডন পুলিশ মাঠে নামে। দাবি করা হচ্ছে, খলিস্থনি নেতার ভারত বিরোধী গোষ্ঠীর প্রতি কিছু মতলব ছিল বলেই হামলা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) মেয়ে হিন্দিতে কথা বলায় হত্যা করল মা

মারাঠির বদলে হিন্দিতে বেশি কথা বলত মেয়ে। সেই রাগে মুম্বাইতে নিজের মেয়েকেই শ্বাসরুদ্ধ করে হত্যা করল মা। জানা যাচ্ছে, নাভি মুম্বাই কালামবোলি এলাকার গুরুসংকল্প হাউসিং সোসাইটিতে এই ঘটনা ঘটেছে। ৩০ বছর বয়সী ওই মহিলা তার মেয়েকে হত্যা করেছে। কারণ, ছোটবেলা থেকে তার মেয়ের কথা বলতে সমস্যা ছিল। এমনকি মারাঠির থেকে বেশি হিন্দিতে কথা বলত। এই নিয়ে প্রায়শই বিরক্ত হতেন তিনি। তবে ২৩ ডিসেম্বর রাতে মহিলা ওই মেয়েকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং হত্যা করে। ইতিমধ্যেই তাকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) শিয়ালদা-হাওড়া ডিভিশনে ১০০টি ট্রেনের সময়সীমা বদল

শিয়ালদা-হাওড়া ডিভিশনে ১০০টি ট্রেনের সময়সীমা বদল করলে পূর্ব রেল। জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হচ্ছে এই পরিবর্তন। এর মূল লক্ষ্য হল যানজট কমানো, সময়সীমা বৃদ্ধি করা এবং ভারতের ব্যস্ততম কিছু রেল করিডরের যাত্রীদের অভিজ্ঞতা উন্নত করা। জানা যাচ্ছে, এবার বনগাঁ-শিয়ালদা ইএমইউ, শিয়ালদা-হাসনাবাদ ইএমইউ, গেদে-শিয়ালদা, বারাসাত সহ বেশ কিছু লাইনের সময়সীমা বদল করা হচ্ছে। ইতিমধ্যেই পূর্ব রেলের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়ে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) কলকাতা সহ ৪৮টি শহরে দ্বিগুণ হচ্ছে ট্রেন ক্যাপাসিটি

কলকাতা সহ মোট ৪৮টি শহরে এবার ট্রেনের ক্যাপাসিটি দ্বিগুণ করতে চলেছে ভারতীয় রেল। জানা যাচ্ছে, আগামী পাঁচ বছরের মধ্যেই এই পরিকল্পনা বাস্তবায়িত হবে। রেলমন্ত্রী ভবিষ্যতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই এই বিষয়টিকে দাবী করেছেন। পাটনার পাশাপাশি রাজেন্দ্রনগর এবং দানাপুরের মতো স্টেশনগুলোকেও সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছে। এমনকি রেলওয়ে চারটি স্তরে কাজ করবে। ৪৮টি শহরের মধ্যে উল্লেখযোগ্য হল দিল্লি, মুম্বাই, কলকাতা, কানপুর, মথুরা, অযোধ্যা ইত্যাদি।

৫) হাওড়া রুটের কবচ সিস্টেমের জন্য বাড়ল অপেক্ষা

রেল যাত্রীদের জন্য বড় খবর। হাওড়া রুটে কবচ সিস্টেমের জন্য অপেক্ষা বাড়ল আবার। জানা গিয়েছে, ২০২৫ সালের ডিসেম্বর মাসের মধ্যে দেশের ব্যস্ততম রেল রেল রুট, দিল্লি-মুম্বাই এবং দিল্লি-হাওড়ায় সুরক্ষা ব্যবস্থা কবচ বাস্তবায়নের লক্ষ্যমাত্রা পূরণ করা হয়নি। কর্মকর্তাদের মতে, এখনো পর্যন্ত ২৫ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আর বাকি অংশগুলি গুরুত্বপূর্ণ সরঞ্জাম স্থাপনের কাজ চলছে। এক রেল কর্তা জানিয়েছে, ২০২৬ সালের মধ্যে দিল্লী-মুম্বাই এবং দিল্লী-কলকাতাতে চালু করার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) হুমায়ুন কবীরের বাড়ি পুলিশ, বড়সড় হুমকি বিধায়কের

আবারও আলোচনার শিরোনাম হুমায়ুন কবীর। মুর্শিদাবাদের শান্তিপুরে হুমায়ুনের বাড়িতে পুলিশ পৌঁছল। জানা যাচ্ছে, তার ছেলের বিরুদ্ধে নিরাপত্তা রক্ষীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আর সেই অভিযোগের ভিত্তিতেই তার বাড়িতে হামলা দিল পুলিশ। হুঁশিয়ারি দিয়ে বিদায়ক বলেছেন, শান্তিপুর থানা সহ জেলা পুলিশের কিছু গাড়ি আমার বাড়ির আশেপাশে রয়েছে। আর আমি মুর্শিদাবাদের পুলিশ সুপারকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাদের সাথে রাজনৈতিক প্রতিহিংসা যেন পুলিশ না করতে চায়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বিষ্ণুপুরে জিতের অনুষ্ঠানে ভাঙচুর, লাঠিচার্জ

বাঁকুড়ার বিষ্ণুপুরে জিতের অনুষ্ঠানে এবার ভাঙচুর, মহিলাদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠল। জানা যাচ্ছে, শনিবার রাতেে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। ভিড় সামাল দিতে পুলিশের বেহাল অবস্থা হয়। নির্ধারিত সময় অনুযায়ী রাত সাড়ে আটটা নাগাদ অনুষ্ঠান শুরু হলেও প্রথম দিকে পরিস্থিতি স্বাভাবিক ছিল। কিন্তু যত সময় গড়ায়, তত দর্শকদের ভিড় বাড়তে থাকে। এমনকি অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ করতে গিয়ে পুলিশকেও সমস্যায় পড়তে হয়। আর পুলিশের সঙ্গে সাধারণ মানুষের ধাক্কাধাক্কি হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) থানার ভেতর থেকে উদ্ধার মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ

থানার ভেতর থেকে উদ্ধার হল এক মহিলা হোমগার্ডের ঝুলন্ত দেহ। জান যাচ্ছে, এই ঘটনাটি, দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এলাকায়, যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। গুলজান পারভিন মোল্লা ওরফে রেশমি ক্যানিং থানায় হোমগার্ড হিসেবে কাজ করতেন। শুক্রবার ডিউটি শেষ করে ক্যানিং থানার পিছনের দিকে থাকা পুলিশ কোয়াটারে গিয়েছিলেন তিনি। তারপর থেকে পরিবারের সঙ্গে আর কোনও যোগাযোগ হয়নি। পরে তাঁর দেহ উদ্ধার করা হয় এবং থানার সাব-ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে অভিযোগ তোলে তার পরিবার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) বিহারে বড়সড় ট্রেন দুর্ঘটনা

বিহারের জামুই জেলায় ঘটে গেল বড়সড় রেল দুর্ঘটনা। দিল্লি-হাওড়া লাইনের আসানসোল ডিভিশনের আওতায় তেলুয়া বাজার স্টেশনের কাছে একটি মালগাড়ি লাইনচ্যুত হয়। মালগাড়িটি সিমেন্ট বোঝাই ছিল। ১২টি বগি লাইনচ্যুত হয়ে কার্যত তিনটি বগি নীচে পড়ে যায়। তবে এতে কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। গতকাল রাত ১১:৩০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটে। যার ফলে ওই লাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়। তবে পরে রেল কর্মীদের তৎপরতায় আবার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment