বিক্রম ব্যানার্জী, কলকাতা: শক্তি বাড়লো ভারতীয় আকাশ বাহিনীর। বড়দিনের দিন সাজানো রণতরী উপহার পেয়েছিল ভারতীয় নৌসেনা। আর তার ঠিক পরের দিন অর্থাৎ 26 ডিসেম্বর বক্সিং ডে তে বায়ু সেনাকে বিরাট উপহার (Akash-NG) দিল দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা বা DRDO। ইতিমধ্যেই ভারতের নেক্সট জেনারেল আকাশ মিসাইল বা আকাশ এনজি প্রয়োজনীয় সমস্ত ট্রায়াল প্রক্রিয়া পেরিয়ে বর্তমানে হামলার জন্য পুরোপুরি তৈরি।
বড় পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে নতুন প্রজন্মের আকাশ মিসাইল
ভারতের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা সূত্রে খবর, সম্প্রতি ভারতীয় বায়ু সেনার আকাশ প্রতিরক্ষাকে বাড়াতে আকাশ এনজি বা আকাশ ক্ষেপণাস্ত্রের নতুন জেনারেলের ইউজার ট্রায়াল সম্পন্ন হয়েছে। এক কথায় বলতে গেলে, এই মিসাইলের মাধ্যমে হামলার পর বাস্তবিক অর্থে সেই ক্ষেপণাস্ত্রের পারফরমেন্স কেমন হবে। কোথাও কোনও সমস্যা রয়েছে কিনা, লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে পারছে কিনা এই সমস্ত বিষয়ই খতিয়ে দেখা হয়।
অবশ্যই পড়ুন: ‘মুসলিমদের আপত্তিতে নিউটাউনে দুর্গাঙ্গনের স্থান বদল!’ মমতাকে বিঁধে ভিডিও শুভেন্দুর
DRDO বলছে, নেক্সট জেনারেল আকাশ মিসাইল এই সমস্ত ধরনের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। আকাশ এনজি বা আকাশ নিউ জেনারেশন ক্ষেপণাস্ত্রটির সফল পরীক্ষার পর এবার এটি ভারতীয় বায়ুসেনার হাতে তুলে দেওয়া সম্ভব বলেই দাবি করছেন DRDO বা ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার গবেষকরা। তবে ঠিক কবে নাগাদ ভারতীয় বায়ুসেনা এই উন্নত আকাশ মিসাইল পাচ্ছে সেই দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি।
অবশ্যই পড়ুন: বেশি SIM থাকলে সাবধান! নতুন বছরে বদলে যাচ্ছে নিয়ম
নতুন আকাশ ক্ষেপণাস্ত্রের বৈশিষ্ট্য
ভারতীয় বায়ু সেনার হাতে যে নতুন আকাশ এনজি ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুলে দেওয়া হবে তার বৈশিষ্ট্য নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত কোনও রিপোর্ট প্রকাশ্যে আসেনি। তবে অনেকেই হয়তো জানেন, অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের আকাশপথে একের পর এক হামলা রুখে দিয়েছিল এই এয়ার ডিফেন্স। কাজেই আগের প্রজন্মের মিসাইলের তুলনায় নেক্সট জেনারেশন আকাশ ক্ষেপণাস্ত্র শক্তিশালী হবে তা বলাই যায়।