শেয়ার বাজার থেকে মোটা টাকা চান? বিনিয়োগ করতে পারেন এই ৩ স্টকে, দাম ১০০ টাকার নিচে

Best 3 Stock To Invest suggestion from Sumeet Bagadia

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নতুন বছরের আগে শেয়ার মার্কেটে নিবিড় নজর রয়েছে বিনিয়োগকারীদের। এমন অনেকেই রয়েছেন যারা প্রথমবারের মতো শেয়ার মার্কেটের সাথে ধীরে ধীরে পরিচিত হচ্ছেন। ভাবছেন এমন কিছু স্টকে বিনিয়োগ করার কথা যেগুলি আগামী দিনে বড় রিটার্ন দিতে পারে। এ নিয়ে অভিজ্ঞ বিনিয়োগকারীদের মত, 2025 এর একেবারে শেষ সময়ে সেই সব স্টকে বিনিয়োগ (Stock To Invest) করা উচিত যেগুলিতে আস্থা রাখছেন শেয়ার বাজার বিশেষজ্ঞরা। আজকের প্রতিবেদনে রইল তেমনই তিনটি স্টক। যে গুলির দাম 100 টাকার নিচে। সবচেয়ে বড় কথা এই স্টকগুলিতে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন খোদ শেয়ার মার্কেট বিশেষজ্ঞ সুমিত বাগাদিয়া।

এই 3 স্টক আপনাকে বড়লোক বানাতে পারে!

সাম্প্রতিককালে শেয়ার বাজারের চরম অনিশ্চয়তার মধ্য দিয়েও বেশ কিছু সংস্থার স্টক বিনিয়োগকারীদের মাল্টিব্যাগার রিটার্ন প্রদান করেছে। এমন কিছু স্টক রয়েছে যেগুলোর দাম একটা সময় 60 পয়সা থেকে 70 পয়সা ছিল। তবে সংস্থার আর্থিক উন্নতির সাথে সাথে সেই স্টকগুলি বিনিয়োগকারীদের বিরাট অঙ্কের রিটার্ন দিয়েছে। তবে বছরের শেষে দাঁড়িয়ে যাঁরা নতুন করে স্টক মার্কেট বা শেয়ার বাজারে বিনিয়োগ করার কথা ভাবছেন তাঁদের পথ দেখিয়েছেন শেয়ার বাজার বিশেষজ্ঞ সুমিত বাগাদিয়া।

অবশ্যই পড়ুন: পরিঘ যোগে ভাগ্যে বিরাট উন্নতি ৫ রাশির! আজকের রাশিফল, ২৯ ডিসেম্বর

মিন্টের এক রিপোর্ট অনুযায়ী, 29 ডিসেম্বর অর্থাৎ আগামীকাল বা এবছরের শেষে অথবা নতুন বছরে বিনিয়োগকারীদের মোটা রিটার্ন দিতে পারে এমন কিছু স্টকের মধ্যে থেকে বেছে বেছে তিনটি স্টককে শর্ট লিস্টেড করেছেন তিনি। বাগাদিয়া আগামীকাল অর্থাৎ সোমবার মূলত এই তিন স্টকে বিনিয়োগের পরামর্শ দিয়েছেন। সেই তালিকায় প্রথমেই নাম রয়েছে MMTC স্টকের। এই স্টকটির দাম বিগত দিনগুলিতে পাল্লা দিয়ে বেড়েছে। বর্তমানে এর দাম 65 টাকা 20 পয়সা। তবে বাগাদিয়া মনে করেন এই স্টক খুব শীঘ্রই 70 টাকা বা তারও বেশি মূল্যে ট্রেড করবে।

অবশ্যই পড়ুন: শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার, নেক্সট জেনারেল আকাশ মিসাইল উপহার দিচ্ছে DRDO

ভারতীয় অভিজ্ঞ শেয়ার বাজার বিশেষজ্ঞের পছন্দের তালিকায় দ্বিতীয় যে স্টকটি রয়েছে তা হলো হার্ডউইন। এই স্টকের দাম 20 টাকারও কম অর্থাৎ 17 টাকা 82 পয়সা। তবে মজার বিষয়, বাগাদিয়া বলছেন এই স্টকে বিনিয়োগ করলে আগামী দিনে এর দাম 19.19 টাকায় পৌঁছে যেতে পারে। এছাড়াও ভারতীয় অভিজ্ঞ বিনিয়োগকারী ওরফে বিশেষজ্ঞের পরামর্শ মেনে স্যাজিলিটি নামক স্টকটিতে বিনিয়োগ করা যেতে পারে। এই স্টকের দাম আজকের দিনে দাঁড়িয়ে 52 টাকা 65 পয়সা হলেও আগামী কয়েক দিনের মধ্যে এই স্টকের দাম 56 টাকা 50 বা তারও বেশি মূল্যে পৌঁছে যেতে পারে বলেই মনে করছেন বাগাদিয়া।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment