শৈতপ্রবাহ, কুয়াশার লাল সতর্কতা! দক্ষিণবঙ্গের দুই জেলার পারদ নামবে ৭-এ, আজকের আবহাওয়া

South bengal winter weather today

সহেলি মিত্র, কলকাতাঃ প্রচণ্ড শীতে কাবু সমগ্র বাংলা। ঠান্ডা যেন কমারই নাম নিচ্ছে না। উল্টে দিন দিন পারদ কমেই চলেছে। আজ সোমবার অর্থাৎ সপ্তাহের প্রথম দিনও বাংলায় শীতের কামড় অব্যাহত থাকবে। আপাতত জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অবধি বাংলার আবহাওয়া এরকমই থাকবে বলে খবর। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গ, মূলত সিংহভাগ জেলাই এখন শৈত্যপ্রবাহের কবলে। আর কতদিন এরকম শীত থাকবে? আজ সোমবারই বা সমগ্র বাংলার আবহাওয়া কেমন থাকবে তা জানতে ইচ্ছুক? চলুন জেনে নেওয়া যাক ঝটপট।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। ঠান্ডা হাওয়া এবং শীতের রমরমা থাকবে এখন বাংলায়। বিশেষ করে হাড় কাঁপুনি ধরানোর মতো শীত থাকবে দক্ষিণবঙ্গের হাওড়া, বীরভূম, পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। আজ সকাল থেকেই কোথাও কোথাও হালকা থেকে মাঝারি পরিমাণে কুয়াশা দেখা দিয়েছে। যে কারণে সাধারণ মানুষকে রাস্তায় সাবধানে চলাফেরা করার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বছর শেষে বীরভূম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলার সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে বলে খবর। জানা যাচ্ছে, আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে শীতের আমেজ বজায় থাকবে। বিশেষ করে সকালের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার জন্য লাল সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। যানচলাচল, পর্বতারোহণ, রাস্তাঘাট পারাপারের ক্ষেত্রে সকলকে বাড়তি সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেওয়া হয়েছে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে জারি হয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতা। উল্লেখিত জেলাগুলিতে আজ হাড় কাঁপানো শীতের পূর্বাভাসও জারি করা হয়েছে।

আরও পড়ুন: শিয়ালদা, হাওড়ার ১০০টি ট্রেনের সময় বদল করল পূর্ব রেল, দেখুন নতুন সময়সূচি

জানা গিয়েছে, সপ্তাহের প্রথম দিনই কোথাও কোথাও কুয়াশার কারণে দৃশ্যমানতা ১৯৯ থেকে ৫০ মিটারে নেমে যেতে পারে বলেও জানানো হয়েছে। এদিকে এই শিতেও দার্জিলিং জেলায় তুষারপাতের পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাসও জারি করেছে আলিপুর আবহাওয়া অফিস। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

Leave a Comment