সহেলি মিত্র, কলকাতাঃ সকল নাটকের যবনিকাপতন, ‘হেরা ফেরি ৩’ (Hera Pheri 3)-এ ফিরছেন পরেশ রাওয়াল। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। বিগত বেশ কিছু সময় ধরে লম্বা টানাপোড়েন চলছিল পরেশ রাওয়ালকে নিয়ে। তিনি জানিয়েছিলেন, কিছু কারণবশত তিনি এই ফ্রেঞ্চাইজির অংশ হতে পারবেন না। এদিকে এহেন মন্তব্যের পর সিনেমা প্রেমীদের মাথায় কার্যত বাজ ভেঙে পড়েছিল। অন্যদিকে অভিনেতা অক্ষ্ময় কুমার পরেশ রাওয়ালের বিরুদ্ধে মামলাও করেন। তবে অবশেষে সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে তিনি যে হেরা ফেরি ৩-এ ফিরছেন তা জানিয়ে দিলেন পরেশ রাওয়াল।
‘হেরা ফেরি ৩’-এ ফিরছেন পরেশ রাওয়াল
পরেশ রাওয়াল বলেছেন যে তিনি ‘হেরা ফেরি ৩’-তে ফিরছেন। হিমাংশু মেহতার পডকাস্টে তিনি এই কথা জানিয়েছেন। ছবিটি ঘিরে বিতর্কের প্রতিক্রিয়া জানাতে গিয়ে অভিনেতা বলেন যে এখন সবকিছু সমস্যার সমাধান হয়ে গেছে। শোতে ছবিটি ঘিরে বিতর্ক সম্পর্কে পরেশ রাওয়ালকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কোনও বিতর্ক নেই। যখন কোনও জিনিস এত লোক পছন্দ করে, তখন আমাদের অতিরিক্ত দায়িত্ববান হতে হয়। দর্শকদের প্রতি আমাদের দায়িত্ব। যখন দেখছেন দর্শকরা বসে আছে এবং তারা আপনাকে এত ভালোবাসে, তখন আপনি জিনিসগুলিকে হালকাভাবে নিতে পারবেন না। কঠোর পরিশ্রম করার পরে আপনার সেরাটা দেওয়া উচিত।’
আরও পড়ুনঃ বিদেশে যে ম্যাচে সেঞ্চুরি করেন তাতেই হারে ভারতে, টিম ইন্ডিয়ার অভাগা প্লেয়ার ইনিই!
অর্থাৎ এবার রাজু, বাবু ভাইয়া এবং শ্যামের জুটিকে ফের বড় পর্দায় দেখা যাবে। পরেশ রাওয়াল আরও বলেন, ‘আমি বিশ্বাস করি সকলের একত্রিত হওয়া উচিত। কঠোর পরিশ্রম করুন। আমার কিছু যায় আসে না। কিছুই হয়নি, এখন সবকিছু ঠিক আছে। প্রিয়দর্শন, অক্ষয় বা সুনীল, সবাই দুর্দান্ত। আমরা সকলেই বহু বছর ধরে বন্ধু’।
কবে শ্যুটিং শুরু হবে?
কিছুদিন আগে অবধি বলা হচ্ছিল যে ‘বাবু ভাইয়া’ অর্থাৎ পরেশ রাওয়ালকে ছবির তৃতীয় সিক্যুয়েলে ‘রাজু অ্যান্ড শ্যাম’ (অক্ষয় কুমার এবং সুনীল শেঠি) এর সাথে দেখা যাবে না। এই খবর ভক্তদের হৃদয়ও ভেঙে দেয়, কারণ ‘বাবু ভাইয়া’ ছাড়া ছবির কোনও মজা নেই। বলা হচ্ছিল যে ছবিটি নিয়ে পরেশ রাওয়াল এবং অক্ষয় কুমারের মধ্যে কিছু দ্বন্দ্ব ছিল, যা আইনি পদক্ষেপ পর্যন্ত পৌঁছেছিল। তবে পরেশ রাওয়ালের ছবি থেকে সরে যাওয়ার খবরে হতাশ দর্শকরা জেনে খুশি হবেন যে পরেশ রাওয়ালকে ফের বাবু রাওয়ের চরিত্রে দেখা যাবে। এখন প্রশ্ন উঠছে, কবে এই সিনেমার শ্যুটিং শুরু হবে? কবেই বা ফের কয়েক বছর পর তিনজনের অভিনয় দেখতে পাবেন দর্শকরা বড় পর্দায়? অবশ্য এটা তো সময়ই বলবে।