প্রীতি পোদ্দার, কলকাতা: টিকিট রিজার্ভেশনের জন্য নিত্যদিন যাত্রীদের মধ্যে ঝামেলা লেগেই থাকে। এমনকি শেষ মুহূর্তে টিকিট ক্যান্সেলের মধ্যেও পড়তে হয় যাত্রীদের। এবার তাই সেই ঝামেলা থেকে মুক্তি পেতে ভারতীয় রেল (Indian Railways) এক দারুণ উদ্যোগ নিয়েছে। জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল এখন থেকে ট্রেন ছাড়ার ৪ ঘণ্টার পরিবর্তে ৮ ঘণ্টা আগে রিজার্ভেশন চার্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে।
রিজার্ভেশন চার্ট নিয়ে বড় সিদ্ধান্ত
সম্প্রতি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সম্প্রতি রেলের টিকিটিং ব্যবস্থা উন্নত করার জন্য অনেক পরিবর্তন আনতে চলেছে। যার মধ্যে অন্যতম হল যাত্রীদের কাছে টিকিট বুকিংকে স্মার্ট, স্বচ্ছ এবং সহজ করে তোলা। তাইতো রেলওয়ে চার্টিং সিস্টেমেও বড় পরিবর্তন আনা হয়েছে। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, দুপুর দুটোর আগে ছাড়পত্র পাওয়া ট্রেনগুলোর ক্ষেত্রে আগের দিন রাত ন’টায় চার্ট তৈরি হবে। যাতে কোনও বিঘ্ন না ঘটে সে কারণে এটি পর্যায়ক্রমে কার্যকর করা হতে চলেছে।
ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের কাছে বড় সুযোগ
ভারতীয় রেলের এই সুবিধা সবচেয়ে বেশি কার্যকর হতে চলেছে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীদের জন্য। কারণ তাঁদের টিকিট কনফার্মেশনের আপডেট যাতে আগেই পাওয়া যায় তার জন্য এই ব্যবস্থা। এতে ওয়েটিং লিস্টে থাকা যাত্রীরা টিকিট কনফার্ম না হলে বিকল্প ব্যবস্থা নিতে উপযুক্ত সময় পাবেন। এই নয়া ব্যবস্থা শহর এবং শহরতলির পাশাপাশি দূরবর্তী এলাকা থেকেও আগেভাগে চার্ট জানা যাবে, ফলে ঝুঁকি কমবে।
আরও পড়ুন: ভাবাদিঘি জমি জট কাটিয়ে কবে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর অবধি ছুটবে ট্রেন? নয়া আপডেট
কবে শেষ হবে প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাজ?
অন্যদিকে, রেল সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের ডিসেম্বর মাসে নয়া প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেমের কাজ শেষ হতে চলেছে। আশা করা যাচ্ছে এবার এই রিজার্ভেশন সিস্টেমের মাধ্যমে বর্তমানের তুলনায় ১০ গুণ বেশি লোড নিতে পারবে রেলের টিকেটিং সিস্টেম। প্রতি মিনিটে তখন ১.৫ লক্ষ টিকিট বুকিং এবং ৪০ লক্ষ টিকিট অনুসন্ধান হ্যান্ডলিং করা যাবে।
পাশাপাশি তৎকাল টিকিট বুকিংয়ের জন্যও কঠোর নিয়ম প্রযোজ্য করা হতে চলেছে। তৎকাল টিকিট বুকিংয়ে জালিয়াতি রুখতে এবার থেকে আধার কার্ডের ই–অথেন্টিকেশন করা বাধ্যতামূলক করা হচ্ছে।
তৎকাল টিকিটের বড় পরিবর্তন
জানা গিয়েছে, আগামীকাল অর্থাৎ ১ জুলাই থেকে তৎকাল টিকিট এর ক্ষেত্রে নতুন নিয়ম কার্যকর হচ্ছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়ে দিয়েছেন যে, আগামী ১ জুলাই থেকে আইআরসিটিসি–র অফিসিয়াল ওয়েবসাইট ও মোবাইলে বুকিংয়ের ক্ষেত্রে তৎকাল টিকিট বুকিংয়ে আধার অথেন্টিকেশন করতে হবে। এবং আগামী ১৫ জুলাই থেকে ওটিপি ভিত্তিক আধার ভেরিফিকেশন বাধ্যতামূলক করতে হবে যাত্রীদের।