BLA-এর দাবিতে কেন্দ্রে ঢুকে শুনানি বন্ধ করলেন তৃণমূল বিধায়ক! হুলুস্থুল কাণ্ড হুগলীতে

Hooghly

প্রীতি পোদ্দার, কলকাতা: গত শনিবার থেকে রাজ্যে SIR-এর শুনানি পর্ব শুরু হয়েছিল। কারণ SIR এর প্রথম প্রক্রিয়ায় কমিশনের কাজে অনেক ত্রুটি ধরা পড়েছে। আবার ২০০২ সালের ভোটার তালিকায় নাম থাকলেও কেউ কেউ ডাক পাচ্ছেন বলেও দাবি করা হচ্ছে। আর এই আবহে আরও এক সমস্যা উদয় হয়েছে। শুনানি কেন্দ্রে বিএলএ-দের উপস্থিতি নিয়ে এবার হুগলিতে (Hooghly) শুরু হল ব্যাপক শোরগোল। বিধায়কের নির্দেশে সাময়িকের জন্য বন্ধ হল শুনানি।

বার্তা অভিষেকের

উল্লেখ্য, রবিবার SIR এর শুনানি সংক্রান্ত এক বিশেষ বার্তা দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি ভার্চুয়ারি বৈঠকে, BLA-দের হিয়ারিংয়ে থাকার নির্দেশ দিয়েছেন। শুধু তাই নয় BLA-দের কাজের প্রশংসা করে তিনি বলেন, “এখন যুদ্ধের সময়, এক ইঞ্চি জমি ছাড়বেন না। হিংয়ারিংয়েও থাকবেন।” শুনানিতেও গড়মিল হতে পারে, সেই আশঙ্কা থেকেই অভিষেকের এই পরামর্শ। কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী, শুনানিতে থাকার কথা নয় BLA-দের। মাইক্রো অবজারভারদের থাকার কথা। আর তাতেই চরম উত্তেজনা শুরু হল চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে। বিধায়ক অসিত মজুমদার বন্ধই করে দিলেন শুনানি।

অসিতের হুঁশিয়ারি কমিশনকে

রিপোর্ট মোতাবেক SIR শুনানির কাজ দেখতে আজ অর্থাৎ সোমবার বেলা ১১টার পর দলবল নিয়ে চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে পৌঁছোন অসিত মজুমদার। গিয়ে দেখেন সেখানে বুথ লেভেল এজেন্ট নেই, সঙ্গে সঙ্গে শুনানি বন্ধ করে অবস্থান বিক্ষোভ শুরু করেন তিনি। হুঁশিয়ারি দিলেন, দলের এজেন্টদের উপস্থিতিতে শুনানি করতে হবে। এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দিতে হবে। তা না হলে নির্বাচন কমিশনকে লিখিত দিতে হবে যে কেন এজেন্টরা কেন্দ্রে থাকবেন না। এরপরই এ নিয়ে গোলমাল শুরু হয়। দু’ঘণ্টা শুনানি বন্ধ রাখার নির্দেশ দিলেন অসিত। যদিও পরে মানবিক কারণে সেই অবস্থান তুলে নেওয়া হয়।

আরও পড়ুনঃ হাওড়া, শালিমারের চাপ কমাতে বিরাট উদ্যোগ রেলের, সাঁকরাইলে তৈরি হবে নয়া কোচ ডিপো

শুনানি বন্ধ করার দাবি বিধায়কের

আজ সকাল থেকে চুঁচুড়া-মগড়া ব্লক অফিসে শুনানির জন্য অনেকে হাজির হয়েছিলেন। হঠাৎ করে গোলমালের মাঝে দরজা বন্ধ করে দেওয়া হয়। বাইরে ভোটারদের লাইন পড়ে যায়। তাঁদের মধ্যে বয়স্কেরাও রয়েছেন। কখন দরজা খুলবে, কখন শুনানির কাজ মিটবে, তা অনিশ্চিত হয়ে পড়ায় তাঁরা দুর্ভোগের মধ্যে পড়েন। এরপর বিধায়ক চলে আসেন সভাপতির ঘরে। সেখান থেকেই বিডিও-র সঙ্গে কথা হয়। তারপর এসডিও-র সঙ্গে। বিএলএ ২ দের ঢুকতে না দেওয়ায় তিনি শুনানিও বন্ধ রাখেন বলে অভিযোগ। ফোনে অসিত মজুমদারকে এসডিও-কে বলেন, “বিএলএ ২-দের যখন ঢুকতে দিচ্ছে না, আমরা শুনানি বন্ধ করে রেখেছি।”

আরও পড়ুন: কোরআন নিয়ে মন্তব্য! ধর্মীয় অবমাননার অভিযোগ তুলে বিজেপি বিধায়ককে কাটার হুমকি

ঘটনাস্থলে গিয়েছিলেন মগড়া থানার আইসি সৌমেন বিশ্বাস। চুঁচুড়া-মগ়ড়ার বিডিও রাজীব পোদ্দারও বিধায়কের সঙ্গে কথা বলেছেন। পরে অবস্থান তুলে নেওয়ার কথা জানান অসিত। বলেন, ‘‘অনেকে লাইনে দাঁড়িয়ে আছেন। মানবিক কারণে তাই শুনানি চালু করতে দিলাম। কিন্তু এজেন্টদের থাকতে না-দিলে মঙ্গলবার থেকে ফের শুনানি বন্ধ থাকবে।’’ এদিকে বিষয়টা নিয়ে স্বাভাবিকভাবেই সরব হয়েছেন বিরোধীরা। বিজেপি নেতা সজল ঘোষ জানান, “উনি এই ধরনের কাজ সব সময়েই করেন। এত সাহস হওয়ার কথা নয়, যে একটা নির্বাচন প্রক্রিয়াকে বন্ধ করে দিতে পারে। এর পিছনে কোনও উস্কানি নিশ্চয়ই কাজ করছে। নাহলে এত বড় সাহস ওর হওয়ার কথা নয়।”

Leave a Comment