বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ নিয়ে পাকিস্তানি ক্রিকেটারদের অকথা কথা বলতে বহুবার শোনা গিয়েছে। সেই তালিকায় রয়েছেন পাক দলের প্রাক্তন সদস্য ওয়াসিম আক্রমও। এর আগে এক অনুষ্ঠানে বক্তৃতা রাখার সময় IPL কে আক্রমণ করেন তিনি। আর তারপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফে বড় পদ উপহার পেলেন ওয়াসিম (Wasim Akram))। জানা গিয়েছে, আসন্ন পাকিস্তান সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করা হয়েছে তাঁকে।
বিশ্বের দরবারে PSL এর প্রধান মুখ আক্রম
পাকিস্তান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আসন্ন পাকিস্তান সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হলেন আক্রম। অর্থাৎ বিশ্বের দরবারে পাকিস্তানের এই লিগকে তুলে ধরবেন তিনি। শুধু তাই নয়, PSL এর হয়ে প্রচার চালানোরও দায়িত্ব পেয়েছেন পাক দলের প্রাক্তন সদস্য। বলাই বাহুল্য, এর আগে পাকিস্তান সুপার লিগে কোচিং করিয়েছেন আক্রম।
অবশ্যই পড়ুন: পরাজয় দিয়ে কোচিং কেরিয়ার শুরু সৌরভ গাঙ্গুলির
এখানেই শেষ নয়, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সাথেও বহুবছর যুক্ত ছিলেন তিনি। 2009 সাল থেকে 2026 সাল পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স দলের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, আক্রম জামানায় 2012 এবং 2014 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছিল শাহরুখ খানের KKR। তবে এরপর থেকে আর IPL এ দেখা যায়নি তাঁকে। সেই আক্রমই এবার পেলেন পাকিস্তান সুপার লিগের ব্র্যান্ড অ্যাম্বাসাডারের দায়িত্ব।
অবশ্যই পড়ুন: হাওড়া, শালিমারের চাপ কমাতে বিরাট উদ্যোগ রেলের, সাঁকরাইলে তৈরি হবে নয়া কোচ ডিপো
উল্লেখ্য, আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ, চলবে 8 মার্চ পর্যন্ত। বিশ্বকাপ শেষ হলেই শুরু হওয়ার কথা পাকিস্তান সুপার লিগ। আপাতত যা খবর, 23 মার্চ থেকে এই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা। তার আগে লন্ডনে পাকিস্তান সুপার লিগের একটি অনুষ্ঠানে অংশ নিয়ে বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ IPL কে কার্যত কড়া ভাষায় নিশানা করেন আক্রম। তাঁর বক্তব্য ছিল, “পাকিস্তান সুপার লিগের সবচেয়ে ভালো বিষয় 34 দিন বা তার থেকে সামান্য বেশিদিন চালানো যায় এই প্রতিযোগিতা। অন্য দেশের লিগের মতো তিন মাস ধরে চলে না। বাচ্চা বড় হয়ে যায় কিন্তু এই লিগ শেষ হয় না।” এদিন সরাসরি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নাম না দিলেও আক্রম যে IPL কেই বোঝাচ্ছেন তা বুঝতে বাকি ছিল না ক্রিকেট মহলের।