দুয়ারে দার্জিলিং, ঠান্ডায় কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা! কনকনে শীতে কাবু মানুষ

South bengal Jhargram Winter

সহেলি মিত্র, কলকাতাঃ এ যেন দুয়ারে হিমালয়, দার্জিলিং এসে পৌঁছেছে। দক্ষিণবঙ্গের (South Bengal) হাড় কাঁপানো ঠান্ডায় সকলের প্রাণ প্রায় যায় যায় অবস্থা। পশ্চিমবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রার অস্বাভাবিক পতন অব্যাহত রয়েছে। উত্তর দিক থেকে আসা শীতল হাওয়া সমগ্র রাজ্যের মানুষকে কাঁপিয়ে দিয়ে যাচ্ছে। বিশেষ করে ঝাড়গ্রামের মানুষ রীতিমতো ঠান্ডায় জমে যাচ্ছেন। অনেকে মজা করে বলতে অবধি শুরু করেছেন যে শীত উপভোগ করতে আর দার্জিলিং যেতে হবে না। কারণ এখন ঝাড়গ্রামই যেন ‘মিনি দার্জিলিং’ হয়ে উঠেছে।

ঝাড়গ্রাম যেন ‘মিনি দার্জিলিং’

শনিবার কলকাতায় মরশুমের সবচেয়ে ঠান্ডা দিন রেকর্ড করা হয়েছে, তাপমাত্রা ছিল ১২.৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর রবিবার তাপমাত্রা কিছুটা বেড়ে হয় ১৪ ডিগ্রি। এরপর ফের আজ সোমবার কলকাতার পারদ ১৩ ডিগ্রির ঘরে নেমে গিয়েছে। অপরদিকে ঝাড়গ্রামেও রেকর্ড হারে তাপমাত্রা কমছে। সেইসঙ্গে ঘন কুয়াশার দাপট রয়েছে। সকাল হোক বা রাত, বাড়ি থেকে বেরনো একপ্রকার দায় হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ হাওড়া, শালিমারের চাপ কমাতে বিরাট উদ্যোগ রেলের, সাঁকরাইলে তৈরি হবে নয়া কোচ ডিপো

জানা গিয়েছে, গতকাল রবিবার ঝাড়গ্রামের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকভাবেই এমন ঠান্ডায় কারোর একচুল ও নড়ার ইচ্ছা বা ক্ষমতা নেই। আজ সোমবার যেন ঠান্ডা এক লাফে আরও বেশ খানিকতা বেড়েছে বলে মনে হচ্ছে। ফলে এই শীতে আপনার যদি পাহাড়ে যাওয়ার বাজেট না থাকে তাহলে একদিনের ছুটিতে অরণ্য সুন্দরী ঝাড়গ্রামে ঘুরে আসতেই পারেন।

কেমন থাকবে আবহাওয়া?

ডিসেম্বরের শেষ সপ্তাহে রাজ্যজুড়ে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। কয়েকদিন ধরে কলকাতা এবং দক্ষিণবঙ্গের অন্যান্য অংশে সর্বনিম্ন তাপমাত্রা ক্রমাগত হ্রাস পাচ্ছে। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েকদিন তাপমাত্রা একই রকম থাকবে, এরপর আরও কমার সম্ভাবনা রয়েছে কলকাতার আকাশ বেশিরভাগ সময় পরিষ্কার এবং মেঘমুক্ত থাকবে বলে আশা করা হচ্ছে, যদিও সকালে কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ IPL কে আক্রমণ করার পরই ওয়াসিম আক্রমকে বিরাট উপহার দিল PCB!

দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। হালকা থেকে মাঝারি কুয়াশার কারণে দৃশ্যমানতা ৯৯৯ মিটার থেকে ২০০ মিটারের মধ্যে কমে যেতে পারে। উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে, দৃশ্যমানতা তীব্রভাবে ১৯৯ মিটার থেকে ৫০ মিটারের মধ্যে নেমে আসবে।

Leave a Comment