বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে ক্ষমতা দেখিয়েছে ভারত। সেই আসরে হাজারো সমালোচনার জবাব দিয়েছিলেন দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ব্যাট হাতে তাদের জ্বলে উঠতে দেখেছিল গ্যালারি ভর্তি দর্শক। নিউজিল্যান্ডের (India Vs New Zealand) বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজেও কি তাদের পাওয়া যাবে, এমন প্রশ্নটা ছিল প্রায় নানা মহলেই। সেই প্রশ্নের উত্তর মিলেছে। একাধিক সূত্র মারফত খবর, কিউইদের বিরুদ্ধে খেলবেন রোহিত এবং বিরাট। তবে বাদ পড়তে পারেন দুজন স্টার ক্রিকেটার!
বাদ পড়বেন দুজন, ফিরতে পারেন শুভমন!
একাধিক সূত্র মারফত খবর, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজটাকে একপ্রকার ফিটনেস এবং ওয়ার্কলোড ম্যানেজমেন্ট হিসেবেই দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মনে করা হচ্ছে, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাদ পড়লেও নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে ফিরতে পারেন শুভমন গিল। শুধু তাই নয়, ভারতীয় দলকে নেতৃত্বও দিতে পারেন তিনি। গিলের পাশাপাশি ইতিমধ্যেই চোট সারিয়ে কিছুটা সুস্থ শ্রেয়স আইয়ার। তবে শোনা যাচ্ছে, প্লীহার গুরুতর চোট সারিয়ে উঠতে আরও কিছুটা সময় লাগবে তার। কাজেই তাঁকে এই সিরিজে পাওয়া যাবে কিনা তা নিয়ে আপাতত সংশয় রয়েছে।
অবশ্যই পড়ুন: চলছে না আমার কলকাতা মেট্রো অ্যাপ, কেন কাটা যাচ্ছে না টিকিট? কারণ জানাল কর্তৃপক্ষ
তবে সব ঠিক থাকলে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন একদিনের সিরিজে অবশ্যই খেলবেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এই দুই মহাতারকার সাম্প্রতিক ফর্ম দেখেই তাঁদের নিউজিল্যান্ড সিরিজের দলে রাখবে বোর্ড। যদিও রোকোর উপস্থিতির মাঝে কিউইদের বিরুদ্ধে একদিনের সিরিজের দল থেকে বাদ পড়তে পারেন দুই স্টার ক্রিকেটার জসপ্রীত বুমরাহ এবং হার্দিক পান্ডিয়া। বোর্ডের একটি সূত্র দাবি করছে, আসন্ন একদিনের বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দুই তারকার চোট নিয়ে যথেষ্ট সতর্ক BCCI। তাই হার্দিক এবং জসপ্রীতকে বাদ দিয়েই কিউইদের বিরুদ্ধে নামবে ভারত।
অবশ্যই পড়ুন: দুয়ারে দার্জিলিং, ঠান্ডায় কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা! কনকনে শীতে কাবু মানুষ
উল্লেখ্য, আগামী 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজ। এই আসরের পর নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবেন সূর্যকুমার যাদবরা। আসলে বিশ্বকাপের আগে যেহেতু কিউইদের বিরুদ্ধে 20 ওভারের সিরিজ খেলতে পারবে ভারত কাজেই এই রণক্ষেত্রকে বিশ্বকাপের প্রস্তুতি ক্ষেত্র হিসেবেই দেখছেন সকলে।