যাত্রী সুরক্ষার্থে বড় পদক্ষেপ রেলের, হাওড়ারগামী ট্রেনে যুক্ত হল LHB কোচ

Howrah Prayagraj Vibhuti Express LHB Coach

সহেলি মিত্র, কলকাতাঃ রেল যাত্রীদের সুরক্ষার কথা ভেবে বড় সিদ্ধান্ত নিল রেল। এবার দেশের আরও একটি গুরুত্বপূর্ণ ট্রেনের সঙ্গে যুক্ত হল এলএইচবি কোচ (LHB Coach)। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এবারে যে ট্রেনটিতে LHB কোচ যুক্ত হয়েছে সেটি আবার হাওড়া রুটের। জানা গিয়েছে, প্রয়াগরাজের রামবাগ এবং হাওড়ার মধ্যে চলাচলকারী ১২৩৩৩ বিভূতি এক্সপ্রেস (Howrah Prayagraj Vibhuti Express ) এখন অত্যাধুনিক এলএইচবি কোচ দিয়ে সজ্জিত হল।

হাওড়া-প্রয়াগরাজ বিভূতি এক্সপ্রেসে যুক্ত হল LHB কোচ

জানা গিয়েছে, রবিবার রামবাগ স্টেশন থেকে ট্রেনটি ছেড়ে যাওয়ার সময় যাত্রীরা করতালিতে ট্রেনটিকে স্বাগত জানান। ২৭শে ডিসেম্বর হাওড়া থেকে আসা বিভূতি এক্সপ্রেস ১২৩৩৪ও একই প্রযুক্তি ব্যবহার করে পরিষেবা শুরু করেছে। এদিন রামবাগ রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট অখিলেশ শ্রীবাস্তব লোকো পাইলট অশোক কুমার এবং ট্রেন ম্যানেজার আনন্দ কুমারকে মালা পরিয়ে স্বাগত জানান। নতুন ট্রেনের ঝলমলে চেহারা দেখে যাত্রীরা বেজায় খুশি হয়ে যান। এদিকে ২৮ ডিসেম্বর ট্রেনটি ছেড়ে যাওয়ার সাথে সাথে সেখানে জড়ো হওয়া লোকেরা ক্রু এবং নতুন সজ্জিত ট্রেনটিকে করতালি দিয়ে স্বাগত জানান।

আরও পড়ুনঃ দুয়ারে দার্জিলিং, ঠান্ডায় কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা! কনকনে শীতে কাবু মানুষ

LHB কোচের বিশেষ বৈশিষ্ট্য কী?

এই নতুন কোচগুলিতে একটি “অ্যান্টি-টেলিস্কোপিক” বৈশিষ্ট্য রয়েছে, যা দুর্ঘটনার সময় কোচগুলিকে উল্টে যাওয়ার হাত থেকে রক্ষা করবে। এই কোচগুলি ধাক্কা কমায় এবং উচ্চ গতিতেও ট্র্যাকের উপর দৃঢ়ভাবে আঁকড়ে ধরে রাখে। কম শব্দ এবং কম ঝাঁকুনির কারণে যাত্রীরা এখন তাদের যাত্রার সময় আরও বেশি আরাম অনুভব করবেন।

আরও পড়ুনঃ চলছে না আমার কলকাতা মেট্রো অ্যাপ, কেন কাটা যাচ্ছে না টিকিট? কারণ জানাল কর্তৃপক্ষ

এদিকে ট্রেনে কোচের সংখ্যা ১৯ থেকে কমিয়ে ১৭ করা হয়েছে। স্লিপার ক্লাসে এখন আটটির পরিবর্তে সাতটি কোচ থাকবে, যার ফলে আসন সংখ্যা ১৬টি কমবে। একইভাবে, এসি ৩-টিয়ারে চারটির পরিবর্তে তিনটি কোচ থাকবে, যার ফলে আসন সংখ্যা ৪০টি কমবে। তবে, এসি ২-টিয়ার আসন ৪৬ থেকে বৃদ্ধি পেয়ে ৫২টি করা হয়েছে। সাধারণ শ্রেণীর যাত্রীদের জন্য চারটি কোচ রাখা হয়েছে। সংরক্ষিত টিকিটধারী যাত্রীদের অটো-রিলোকেশনের মাধ্যমে নতুন আসন প্রদান করা হচ্ছে। বিভূতি এক্সপ্রেসের দুটি রেকই এখন LHB-তে রূপান্তরিত হয়েছে।

Leave a Comment