২০২৫ প্রায় শেষ, ICC-র র‍্যাঙ্কিং লিস্টে তিন ফরম্যাটে ভারতের অবস্থা কেমন?

Team India ICC Rankings of 3 formats 2025

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবছর ব্যর্থতার তুলনায় ক্রিকেটে সাফল্যই বেশি দেখেছে ভারতীয় দল। সেটা, শুরুর চ্যাম্পিয়নস ট্রফি হোক কিংবা এশিয়া কাপ। কার্যত প্রায় সব বিগ টুর্নামেন্টেই নিজেদের অবস্থান পোক্ত করেছে টিম ইন্ডিয়া। তবে সাদা বলের ক্রিকেটে ভারতের রেসের ঘোড়া বেশি ছুটলেও লাল বলে এসে বেশ কয়েকবার হুমড়ি খেয়ে পড়তে হয়েছে তাকে। এক কথায়, এ বছর টেস্টে বড়সড় ব্যর্থতা দেখেছে ভারতীয় ক্রিকেট দল। আর এইসব নিয়েই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের র‍্যাঙ্কিং তালিকায় জায়গা হয়েছে ভারতের। এখন প্রশ্ন, ICC র তালিকায় তিন ফরম্যাটে ভারতের অবস্থান (Team India ICC Rankings) কেমন?

2025 এ আর ম্যাচ নেই ভারতের

শেষবারের মতো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলে সেই আসনে জিতে এসেছে ভারত। কাজেই এবছর আর আন্তর্জাতিক মঞ্চে কোনও ম্যাচ নেই টিম ইন্ডিয়ার। এরপর ভারতীয় দল আবার মাঠে নামবে আগামী জানুয়ারিতে। 2026 এর 11 জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারত বনাম নিউজিল্যান্ড একদিনের সিরিজ। নতুন বছরে কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করবে ভারত। এরপর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ সেরে 20 ওভারের বিশ্বকাপে পদার্পণ করবে সূর্যকুমার যাদবের দল।

ICC র‍্যাঙ্কিংয়ে তিন ফরম্যাটে ভারতের অবস্থা কেমন?

প্রথমেই বলে রাখি, গৌতম গম্ভীর জামানায় টেস্ট ক্রিকেটে কিছুটা ধাক্কা খেয়েছে টিম ইন্ডিয়া। যার প্রভাব পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তালিকাতেও। বলে রাখি, এই মুহূর্তে ICC র টেস্ট র‍্যা্যাঙ্কিং তালিকায় শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। এরপর তৃতীয় স্থানে ইংল্যান্ড এবং চতুর্থ স্থানে নাম রয়েছে ভারতের। টিম ইন্ডিয়া রেটিং পয়েন্ট 104। ক্রিকেট মহলের দাবি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ের টিকে থাকতে হলে ভারতকে আগামী টেস্ট ম্যাচগুলিতে জিততেই হবে।

অবশ্যই পড়ুন: যাত্রী সুরক্ষার্থে বড় পদক্ষেপ রেলের, হাওড়ারগামী ট্রেনে যুক্ত হল LHB কোচ

তবে লাল বলের ক্রিকেটে ধাক্কা খেলেও সাদা বলে ভারতের দাপট অব্যাহত। এবছর শুরুতেই চ্যাম্পিয়নস ট্রফি সহ অন্যান্য একদিনের সিরিজ মিলিয়ে ভাল ছন্দে রয়েছে ভারত। যার ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের একদিনের র‍্যাঙ্কিং তালিকায় একেবারে শীর্ষে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের পর দ্বিতীয় স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এই দুই দলের রেটিং পয়েন্ট যথাক্রমে 121 এবং 113।

অবশ্যই পড়ুন: দুয়ারে দার্জিলিং, ঠান্ডায় কাঁপাচ্ছে দক্ষিণবঙ্গের এই জেলা! কনকনে শীতে কাবু মানুষ

ওয়ানডের পাশাপাশি চলতি বছর টি-টোয়েন্টি ক্রিকেটেও দুর্দান্ত পারফর্ম করেছেন ভারতের ছেলেরা। বছরের একেবারে শুরু থেকেই সূর্যর হাত ধরে একের পর এক 20 ওভারের সিরিজে সাফল্য, এশিয়া কাপ জয় থেকে শুরু করে সদ্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি জিতে 20 ওভারের আন্তর্জাতিক ক্রিকেটেও ICC র তালিকায় শীর্ষে ভারত। টিম ইন্ডিয়ার রেটিং পয়েন্ট 272। এরপর দ্বিতীয় স্থানে নাম রয়েছে অস্ট্রেলিয়ার। তাদের পয়েন্ট অবশ্য 267।

Leave a Comment