বাংলাদেশে ফের সংখ্যালঘুর উপর হামলা! পিরোজপুরে জ্বালিয়ে দেওয়া হল পাঁচ হিন্দুর বাড়ি 

Bangladesh

সৌভিক মুখার্জী, কলকাতা: ওপার বাংলার (Bangladesh) অশান্তি যেন কোনও কিছুতেই কমছে না। ফের সংখ্যালঘুদের উপর করা হল হামলা। হ্যাঁ, বাংলাদেশের পিরোজপুরে পাঁচ পাঁচটি বাড়ি জ্বালিয়ে দিয়েছে এবার দুষ্কৃতীরা। যা নিয়ে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এবং আতঙ্কে গ্রামবাসীরা দিন কাটাচ্ছে। পাশাপাশি তদন্তে নেমচে পুলিশ প্রশাসন।

ফের বাংলাদেশে হামলা

প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী, সোমবার ভোরবেলা পিরোজপুর জেলায় ডুমরিতলা গ্রামে কমপক্ষে পাঁচটি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। একেবারে লাগাতার হামলার ঘটনা লেগেই রয়েছে সেখানে। জানা যাচ্ছে, ভোরবেলা তখন প্রত্যেক বাড়িতেই ঘুমে আচ্ছন্ন ছিল মানুষজন। কিন্তু আচমকা আগুন দেখে বাইরে বেরোতে গেলে দেখা যায় দরজা বন্ধ। কোনও কিছু উপায় না পেয়ে দেওয়াল ভেঙে পালিয়ে প্রাণে বাঁচেন তারা। যদিও বাড়িগুলি সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে গিয়েছে এবং জিনিসপত্রের কোনও চিহ্ন নেই। যদিও হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুনঃ ২০২৫ প্রায় শেষ, ICC-র র‍্যাঙ্কিং লিস্টে তিন ফরম্যাটে ভারতের অবস্থা কেমন?

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছয় পুলিশবাহিনী। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে তারা। পিরোজপুরের পুলিশ সুপার মহম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এ বিষয়ে জানিয়েছেন, ঘটনার তদন্ত চলছে। ইতিমধ্যেই ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন: আরাবল্লী নিয়ে নিজের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

বলাবাহুল্য, বাংলাদেশের ছাত্রনেতা শরীফ ওসমান হাদির মৃত্যুর পর তোলপাড় গোটা দেশ। একের পর এক হামলা, দাঙ্গা লেগেই রয়েছে। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না পরিস্থিতি। এমনকি দিপু দাস হত্যাকাণ্ডের রেশ এখনও কাটেনি। তার মধ্যেই ফের আবার সংখ্যালঘু পরিবারের উপর অগ্নিকাণ্ড। বিশেষজ্ঞরা বলছে, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এখন দেখার, এই কর্মকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে ধরতে পারে কিনা পুলিশ।

Leave a Comment