ট্রেনে অগ্নিকাণ্ড, আরাবল্লী পাহাড় নিয়ে রায়…! একঝলকে আজকের সেরা ১০ খবর (২৯ ডিসেম্বর)

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৯ ডিসেম্বর, সোমবার। ট্রেনে অগ্নিকাণ্ড, আরাবল্লী পাহাড় নিয়ে রায়, উন্নাও ধর্ষণকাণ্ডে নয়া মোড়,  দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ক্যানিং এ ফুটবল স্টেডিয়ামে ধস্তাধস্তিতে আহত ৭ জন

ক্যানিং পশ্চিম এমএলএ কাপ ফুটবল ফাইনালে রবিবার সন্ধ্যাবেলা দর্শকদের অতিরিক্ত ভিড়ের কারণে আহত হয়েছে ৭ জন, যার মধ্যে বেশিরভাগই শিশু। অভিযোগ উঠছে, স্টেডিয়ামে ৭৫০০ আসন থাকা সত্ত্বেও অতিরিক্ত হারে টিকিট বিক্রি হয়েছে। যার কারণে দর্শক সংখ্যা ছড়িয়ে যায় ৭৫ থেকে ৮০ হাজার। এদিকে টলিউড তারকাদের অনুষ্ঠান থাকায় ভিড় কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে যাই আহতদের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করা হয়েছে এবং পুলিশ নিরাপত্তা গাফিলতির জন্য তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) অবরোধের ডাক মমতাবলা ঠাকুরের

ভোটার তালিকার নিবিড় সংশোধন ইস্যুকে কেন্দ্র করে এবং গাইঘাটার মতুয়া ঠাকুরবাড়িতে সংঘর্ষের প্রতিবাদে পথ অবরোধের ডাক দিয়েছেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। অভিযোগ উঠছে, হামলার ঘটনায় ১৩ জনের নাম থাকলেও একজনকে গ্রেফতার করা হয়েছে। আর বাকি অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে এই আন্দোলন। যদিও পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) অন্ধ্রপ্রদেশে ট্রেনে আগুন

অন্ধ্রপ্রদেশে রবিবার গভীর রাতে টাটানগর-এর্নাকুলাম এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ইয়ালামানচিল্লি এলাকায় প্যান্ট্রি কার সংলগ্ন বি-১ এবং এম-২ কোচে আগুন লেগে যায় এবং সেখানে মোট ১৫৮ জন যাত্রী ছিল। দ্রুত আগুন ছড়িয়ে পড়ার কারণে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ট্রেনে ২০০০ যাত্রী থাকলেও বাকিরা নিরাপদ বলেই সুত্র মারফত খবর। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আগুন লাগার কারণ চিহ্নিত করার চেষ্টা চলছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) ক্যানিং থানায় হোম গার্ডের রহস্যমৃত্যুতে পলাতক এসআই

গতকাল ক্যানিং থানার কোয়ার্টার থেকে উদ্ধার হয়েছিল ২২ বছরের হোমগার্ড রেশমির। তবে পরিবারের অভিযোগের ভিত্তিতে ক্যানিং থানার সব ইন্সপেক্টর সায়ন ভট্টাচার্যের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্তকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে। কিন্তু তিনি পলাতক। তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। মূলত সম্পর্ক জনিত সমস্যার কারণে ওই ইন্সপেক্টর তাকে হত্যা করেছে বলে দাবি করছে মৃতার পরিবার। ইতিমধ্যেই ঘটনার তদন্ত করার জন্য ৬ সদস্যের দল গঠন করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) কোরআন নিয়ে মন্তব্য করতে বিজেপি বিধায়ককে হুমকি

কোরআন নিয়ে মন্তব্য করার কারণে বিজেপি বিধায়ক অসীম সরকারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। জানা যাচ্ছে, অজ্ঞতা পরিচয়ের ব্যক্তিরা ফোন করে গালিগালাজ এবং কেটে ফেলার হুমকিও দিয়েছেন। এরপর তিনি থানায় অভিযোগ দায়ের করেন। তিনি দাবি করছেন, বক্তব্য ভুল ব্যাখ্যা করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকি ধর্মীয় অবমাননার অভিযোগে ইমামদের একাংশ পাল্টা অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) হুগলিতে এসআইআর শুনানি ঘিরে ধুন্ধুমার

হুগলির চুঁচুড়া মগরা ব্লক অফিস এসআইআর শুনানিকে ঘিরে তীব্র হলস্থুল কান্ড ঘটেছে। বিএলএ-দের শুনানিতে ঢুকতে না দেওয়ার কারণে তৃণমূল বিধায়ক অসিত মজুমদার শুনানি বন্ধের নির্দেশ দিয়েছেন। এমনকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তার পর বিএলএ উপস্থিতির দাবিতে তিনি বিক্ষোভ দেখিয়েছেন। প্রায় দুই ঘন্টা শুনানি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ ভোটাররা। আর পরে মানবিক কারণে শুনানি চালু হলেও বিধায়ক হুঁশিয়ারি দিয়েছেন যে, দাবি না মানলে বন্ধ করা হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) উন্নও ধর্ষণকাণ্ডে নয়া মোড়

উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী সাব্যস্ত বিজেপির বহিষ্কৃত বিধায়ক কুলদীপ সিংহ সেঙ্গারের জামিন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। দিল্লি হাইকোর্ট তার সাজা স্থগিত করে জামিন মঞ্জুর করলেও সিবিআই এর আবেদনে সেই নির্দেশ বাতিল করেছে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেছেন, সাজাপ্রাপ্ত আসামিকে এখনই মুক্তি দেওয়া যাবে না। ফলে আপাতত জেলেই থাকতে হবে কুলদীপকে। পরবর্তী শুনানি জানুয়ারি মাসেই হবে বলে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাংলাদেশে পুড়িয়ে দেওয়া হল হিন্দু পরিবারের বাড়ি

বাংলাদেশের পিরোজপুর জেলার ডুবরিতলা গ্রামে ফের সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ঘটেছে। সোমবার ভোরবেলা দুষ্কৃতীরা পাঁচটি হিন্দু পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। ঘুমন্ত অবস্থায় থাকা বাসিন্দারা দেওয়াল ভেঙে কোনওক্রমে প্রাণে বাঁচলেও বাড়িঘর সম্পূর্ণ রূপে পুড়ে যায়। এতে হতাহতের কোনও খবর নেই। ইতিমধ্যেই ঘটনার তদন্ত নেমেছে পুলিশ এবং পাঁচজনকে গ্রেফতার করেছে বলে খবর। তবে একের পর এক সংখ্যালঘুদের উপর অত্যাচার বেড়েই চলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) পশ্চিম বর্ধমানে বড়সড় ধস

পশ্চিম বর্ধমানের অন্ডালের খাস কাজোড়া এলাকায় রবিবার ভোরবেলা বিকট শব্দের সঙ্গে বড়সড় ধস নামার আতঙ্ক ছড়িয়েছে। বসতি এলাকা থেকে প্রায় ১০০ মিটার দূরে প্রায় ১৫০ থেকে ২০০ ফুট জোরে ফাটল এবং ধ্বস দেখা গিয়েছে। কয়েকটি বাড়িতে ধরেছে ফাটল। বাসিন্দারা বাড়ি ছেড়ে বেরিয়ে আসে। এদিকে শাসক দল আইএসএল এর অবৈজ্ঞানিক কয়লা উত্তোলন এবং ভরাটকে দায়ী করেছে। আইএসএল জানিয়েছে, ক্ষতিগ্রস্তদের আবাসনের সরানো হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) আরাবল্লী পাহাড় নিয়ে রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড় নিয়ে বিতর্কে সুপ্রিম কোর্ট আগের ২০ নভেম্বরের রায়ে স্থগিতাদেশ দিয়েছে এবং স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এই মামলার শুনানি করবে। আগের রায়ে আরাবল্লীর বৈজ্ঞানিক সংজ্ঞা নির্ধারণ এবং নতুন কোনও লিজে নিষেধাজ্ঞা ছিল। কিন্তু মামলাটি টিএন গডাভর্মন বন সংরক্ষণ মামলার সঙ্গে যুক্ত। আর মামলার আগামী শুনানি হবে আগামী ২১ জানুয়ারি। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment