রোহিত, বিরাটের পর এবার অবসর নিচ্ছেন রবীন্দ্র জাদেজা! শুভেচ্ছা জানালেন বুমরাহ, পন্থ

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রোহিত শর্মা, বিরাট কোহলির পর এবার অবসরের পথে হাঁটতে চলেছেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja Retirement)? আসলে ইংল্যান্ডে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক বছর সম্পূর্ণ হওয়ায় সেলিব্রেশনে অংশ নিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা।

আর সেখানেই, কেক কাটার মাঝে একে অপরের মধ্যে রঙিন মুহূর্ত ভাগ করে নেয় টিম ইন্ডিয়া। আর এদিনই, একে অপরকে কেক খাওয়াতে খাওয়াতেই হঠাৎ ঋষভ পন্থ জাদেজাকে বলে বসেন হ্যাপি রিটায়ারমেন্ট! আর তাতেই এখন তুঙ্গে উঠেছে জল্পনা

টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন জাদেজা

2024 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে জেতানোর পরই একসাথে 20 ওভারের ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন রোহিত, বিরাট ও জাদেজা। ফাইনালের মঞ্চে দক্ষিণ আফ্রিকাকে টাইট দিয়ে শেষ পর্যন্ত 20 ওভারের ক্রিকেটে ইতি টেনেছিলেন তিনজনই। তবে হঠাৎ করেই টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্ষপূর্তি সেলিব্রেশনে উঠে এল জাদেজার অবসরের প্রসঙ্গ।

অবশ্যই পড়ুন: চিনের সেনাবাহিনীতে চূড়ান্ত বিশৃঙ্খলা! জিনপিংয়ের বিরুদ্ধে পথে নামার প্রস্তুতি?

এবার কি তাহলে সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন জাদেজা?

আসলে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্ষপূর্তি উপলক্ষ্যে সেলিব্রেশন পার্টিতে অংশ নিয়েছিলেন ভারতীয় দলের ক্রিকেটাররা। আর সেখানেই উপস্থিত ছিলেন, জাদেজা। যেই ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ভাইরাল হওয়া সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে, সেলিব্রেশন পার্টিতে উপস্থিত রয়েছেন ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং সহ বাকিরা।

বিশেষ দিন উপলক্ষ্যে কেক কেটে সকলকে খাইয়ে দিচ্ছিলেন বুমরাহ। ঠিক তখনই একটি কেকের টুকরো নিয়ে জাদেজার উদ্দেশ্যে যান পন্থ। এরপরই জাদেজাকে কেক খাইয়ে ঋষভ ও বুমরাহ একই সুরে বলে ওঠেন হ্যাপি রিটায়ারমেন্ট।

 

আর এরপর থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে তাহলে কি সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিচ্ছেন জাদেজা? যদিও ভাইরাল ভিডিওটিতেই ভারতীয় ক্রিকেটার স্পষ্ট করে দিয়েছিলেন, তিনি শুধুমাত্র একটি ফরম্যাট থেকেই অবসর নিয়েছেন, বাকি গুলোতে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে সেসব শুনেও গুঞ্জন ছড়িয়ে দুয়ে দুয়ে চার করতে ব্যস্ত নেটিজেনরা!

Leave a Comment